
ফুড অফিসের দেয়াল ভেঙে গেছে। সেটা মেরামতের জন্য তিনজন ঠিকাদার এল। ফুড অফিসার প্রথম ঠিকাদারকে পাঠালেন দেয়ালের ভাঙা অংশ দেখার জন্য। তিনি ভাঙা দেয়াল পরীক্ষা করার পর বললেন, ‘আমি কাজটা করতে পারব। তবে তার জন্য খরচ পড়বে ১০ হাজার টাকা।’
ফুড অফিসার বললেন, ‘এত টাকা লাগবে কেন? আপনি কোন কোন খাতে এই টাকা খরচ করবেন আমাকে একটু বলুন।’
ঠিকাদার বললেন, ‘ইট বালু সিমেন্ট ৫ হাজার টাকা, মিস্ত্রি খরচ ২ হাজার টাকা আর আমার লাভ ধরেছি ৩ হাজার টাকা। সব মিলিয়ে ১০ হাজার টাকা।’
ফুড অফিসার এবার দ্বিতীয় ঠিকাদারকে দেয়াল পরীক্ষা করতে পাঠালেন। তিনিও দেয়াল নিয়ে আধা ঘণ্টা পরীক্ষা করার পর বললেন, ‘আমাকে ৭ হাজার দিলেই হবে। আমি লাভ একটু কম করব। এক্ষেত্রে ইট বালু সিমেন্ট লাগবে সাড়ে ৪ হাজার টাকা। মিস্ত্রি খরচ দুই হাজার টাকা আর আমার লাভ ১ হাজার টাকা। সব মিলিয়ে ৭ হাজার টাকা মাত্র।’
ফুড অফিসার এবার তৃতীয় ঠিকাদারকে দেয়াল পরীক্ষার জন্য যেতে বললেন। কিন্তু তিনি কোনো পরীক্ষা না করেই বললেন, ‘আমি কাজটা পারব। তবে খরচ একটু বেশি পড়বে, ২৭ হাজার টাকা।’
ফুড অফিসার ঠিকাদারের কথা শুনে অবাক। তিনি বললেন, ‘আপনি কিছুই পরীক্ষা করলেন না অথচ বলে দিলেন ২৭ হাজার টাকা খরচ হবে। ব্যাপারটা আমাকে একটু বোঝান তো।’
ঠিকাদার বললেন, ‘এখানে আমার লাভ ১০ হাজার টাকা। আপনার অংশ ১০ হাজার টাকা। আর দ্বিতীয় ঠিকাদারকে দিয়ে কাজটা করাব বলে ওকে ৭ হাজার টাকা দিতে হবে।’
ফুড অফিসার বললেন, ‘সাবাশ! খরচ একটু বেশি হলেও তোমাকে দিয়েই কাজটা ভালোভাবে হবে বলে মনে হচ্ছে। তাই কাজটা তোমাকেই দেওয়া হলো।’