
১. চিঠি পোস্ট করতে গিয়েছে সজীব। সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে-
কর্মকর্তা: চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।
সজীব: সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।
কর্মকর্তা: তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!
২. স্বামীর অফিসে যাওয়ার সময় স্ত্রী তার কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন, এটাতে তোমার লেডি টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ওষুধ আছে।
স্বামী অবাক চোখে তাকালেন!
স্ত্রী: তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।
৩. রোগী: ডাক্তার সাহেব, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দুটি করে দেখি।
চিকিৎসক: ঠিক আছে, আগে সামনের চেয়ারে বসুন।
রোগী: চেয়ার তো দুটি। কোনটাতে বসব স্যার?
৪. দুই বন্ধু মোটরসাইকেলে যাচ্ছে। চালক বন্ধু খুব জোরে চালাচ্ছে। পেছনের সিটে বসে থাকা বন্ধু বলছে-
বন্ধু: এত জোরে চালাস না ভাই, আমার ভয় লাগছে।
চালক: তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখ।