ঢাকা ৩০ মাঘ ১৪৩১, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
English
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আজকের জোকস: নতুন নতুন শাড়ি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম
আজকের জোকস: নতুন নতুন শাড়ি
ছবি সংগৃহীত

১. এক নারী আরেক নারীকে বললেন, ‘আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না? 
দ্বিতীয় নারী: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।

 

২. ভিক্ষুক: আম্মাগো, আমারে কিছু ভিক্ষা দেন।
বাড়িওয়ালা: আজকে মাফ করুন।
ভিক্ষুক: আম্মাগো, আইজকা মাপজোখ করতে পারুম না। আইজকা আমি ফিতা আনি নাই!

 

৩. এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল-
প্রথম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
দ্বিতীয় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
প্রথম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
দ্বিতীয় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
প্রথম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?’
দ্বিতীয় ব্যক্তি: তিন কপি।
প্রথম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।

আজকের সেরা জোকস: প্রেম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
আজকের সেরা জোকস: প্রেম
সংগৃহীত

প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছে পূরণ করতে পারবে?
প্রেমিক : জ্বি, পারবো।
প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কী করে?
প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না।

 

বাড়ির মালিক মারা গেছেন। চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসেছে দেখতে। একজন চাকরকে জিজ্ঞাস করলেন, ‘কী হয়েছিল তোমার মালিকের?’
চাকর: ভারি ভুলোমনা মানুষ ছিলেন। বোধ হয় গত রাতে নিশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন।

 

বিক্রেতা: এই নাও মাছ। বিশ গ্রাম কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু: এই নিন টাকা।
বিক্রেতা: এ কী, মাছের দাম তো একশ টাকা। বিশ টাকা কম দিলে কেন?
পল্টু: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে।

 

আজকের সেরা জোকস: পাঞ্জাবি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম
আজকের সেরা জোকস: পাঞ্জাবি
সংগৃহীত

১. এক প্রবীণ দর্জির কাছে পাঞ্জাবি নিয়ে গেছে এক যুবক।
যুবক: দাদু, আমার পাঞ্জাবিটা কি একটু সাইজ করে দেওয়া যাবে?
দর্জি: এখন তো আর চোখে দেখি না বাপু। শেষবার পাঞ্জাবি সাইজ করেছি ১৯৭১ সালে।

 

২. এক অফিসের কর্মচারীরা সবাই অফিসে একদম ঠিক সময়ে পৌঁছে যান।
বসকে তার এক বন্ধু জিজ্ঞেস করলেন, তোমার কর্মচারীদের কী এমন জাদু করেছ যে তারা এত সময়ানুবর্তী হয়ে গেল?
বস হাসতে হাসতে বললেন, জাদু না হে, আমার অফিসে একটা চেয়ার কম। সবাই সময়মতো পৌঁছাতে চেষ্টা করে, যেন দাঁড়িয়ে থাকতে না হয়!

 

৩. অফিসের বস কর্মচারীদের বললেন, আজ আমার মনটা বেশ ভালো। বলো, তোমাদের কী দাবিদাওয়া। আজ সব শুনব।
এক কর্মচারী বললেন, স্যার, আমরা ছুটি খুবই কম পাই। ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না?
বস: কী রকম ছুটি চাও, বলো?
কর্মচারী: ছয় মাসের ছুটি, বছরে দুই বার!

আজকের সেরা জোকস: ভিজা ও শুকনা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম
আজকের সেরা জোকস: ভিজা ও শুকনা
সংগৃহীত

১. খালা: কি রে টুনু, তুই দিনকে দিন শুকিয়ে যাচ্ছিস কেন?
টুনু: চিন্তা করো না খালা, বৃষ্টি হলেই আবার ভিজে যাব।

 

২. কর্মচারী: স্যার, বাইরে বৃষ্টিতে শহর ডুবে গেছে। আজ অফিসে আসা সম্ভব না।
বস: আপনিই তো জব অ্যাপ্লিকেশনে লিখেছিলেন সাঁতার কাটা আপনার শখ! ১০টার মধ্যেই চলে আসবেন।

 

৩. আত্মীয়ের বাসায় ঈদের দাওয়াত খেতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর কথোপকথন...
স্ত্রী: জলদি বাড়ি ফিরে চলো।
স্বামী: কেন?
স্ত্রী: ভুলে চুলা জ্বালিয়ে এসেছি। আগুন ধরে সব ছারখার হয়ে যাবে।
স্বামী: ছারখার হবে না।
স্ত্রী: এত নিশ্চিত হয়ে বলছো কীভাবে?
স্বামী: কারণ আমিও ভুলে পানির কল ছেড়ে এসেছি।

আজকের জোকস : বাবা ছেলে

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম
আজকের জোকস : বাবা ছেলে
সংগৃহীত

১. বিল্টুর বাবা বিল্টুর ঘরে এসে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ বিল্টুর একটি কোট দেখে সেটির পকেটে তল্লাশি চালাতে গিয়ে পেলেন সিগারেট আর মেয়েদের ফোন নম্বর! বাবা প্রশ্ন করলেন, কবে থেকে এসব চলছে?
বিল্টু: বাবা এই কোটটা তোমার।

 

২. রোগী: আমার সমস্যা হলো ঘুমালে চোখে দেখি না। কী করা যায়?
ডাক্তার: আপনি পাকা লাল মরিচের গুঁড়া পানি দিয়ে পেস্ট বানিয়ে চোখে লাগান। তাহলে ঘুমালেও চোখে দেখতে পারবেন।

 

৩. রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বলল, ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু: বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
রঞ্জুর স্ত্রী: আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

আজকের জোকস: সাঁতার জানে না

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
আজকের জোকস: সাঁতার জানে না
সংগৃহীত

১. জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। ইন্টারভিউয়ের ডাক এল।
বস: আপনি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী: না স্যার।
বস: জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?
চাকরিপ্রার্থী: কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?


২. নতুন কয়েদি: আপনি কত বছর ধরে এই জেলে আছেন?
পুরোনো কয়েদি: ১০ বছর।
নতুন কয়েদি: আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার।
পুরোনো কয়েদি: বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবনযাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গহনা কিনে দিয়েছি।
নতুন কয়েদি: তারপর?
পুরোনো কয়েদি: তারপর একদিন, বিল গেটস থানায় অভিযোগ করলেন, তার ক্রেডিট কার্ডটা হারিয়ে গেছে!

 

৩. ফুলের দোকানদারকে একজন জিজ্ঞাসা করল, আপনার চেহারা মলিন কেন?
দোকানদার: আর বলবেন না, প্রতিদিন যে যুবক আমার এখান থেকে ফুল কিনত, কাল তার বিয়ে!
ক্রেতা: তাতে আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা!
দোকানদার: আপনি কী বুঝবেন! আমি তো একজন নিয়মিত ক্রেতা হারালাম।