
১. এক নারী আরেক নারীকে বললেন, ‘আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না?
দ্বিতীয় নারী: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।
২. ভিক্ষুক: আম্মাগো, আমারে কিছু ভিক্ষা দেন।
বাড়িওয়ালা: আজকে মাফ করুন।
ভিক্ষুক: আম্মাগো, আইজকা মাপজোখ করতে পারুম না। আইজকা আমি ফিতা আনি নাই!
৩. এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল-
প্রথম ব্যক্তি: কী রে, গর্ত খুঁড়ছিস কেন?
দ্বিতীয় ব্যক্তি: ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।
প্রথম ব্যক্তি: ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?
দ্বিতীয় ব্যক্তি: হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।
প্রথম ব্যক্তি: তা কয় কপি ছবি তুলবি?’
দ্বিতীয় ব্যক্তি: তিন কপি।
প্রথম ব্যক্তি: আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।