
এক সাধুবাবা এক পার্টিতে পৌঁছাতেই তাকে নিয়ে সবাই হাসি-ঠাট্টা শুরু করল।
সাধু: আমি সাধু সন্ত মানুষ। আমার সঙ্গে যদি এরকম ঠাট্টা তামাশা করিস, তাহলে আমার অভিশাপে তোরা সব অন্ধ খোড়া লুলা হয়ে যাবি বদমাইশের দল।
সবাই আরও জোরে জোরে হাসতে শুরু করল।
একটু পরেই দেখা গেল কেউ আর চোখে দেখতে পাচ্ছে না। সবাই সাধু বাবার পায়ে গিয়ে পড়ল। বলতে লাগল, বাবা আমরা পাপী, আমরা অবুঝ, আমাদের ক্ষমা করো বাবা।
সাধু বাবা তখন তার জুতা খুলে সবাইকে মারা শুরু করল আর বলতে লাগল, বেক্কলের দল, বিদ্যুৎ চলে গেছে। কেউ গিয়ে জেনারেটর চালু কর। আমিও কিছু দেখতে পাচ্ছি না।