
○ ভাড়াটে: ঘরের ছাদ পুরো ভাঙা, সারাক্ষণ বৃষ্টি পড়ছে মাথায়। এরকমভাবে কতদিন চলবে?
বাড়িওয়ালা: কী করে বলি বলুন তো, আমি তো আবহাওয়া বিশারদ নই!
○ গিন্নি: রান্নার আগে মাছগুলো ভালো করে ধুয়েছিলে তো?
রাঁধুনি: মাছ আবার ধোবো কী? সে তো সারাজীবন পানিতেই থাকে!
○ মালিক: কী রে, সবাই এক একবারে চারটে করে ইট বইছে আর তুই মাত্র দুটো?
মজুর: ওরা এমনই অলস কী বলব। দুটো বইলে যে একটু বেশিবার আসতে যেতে হয়, সেজন্য চারটে করে বইছে।