ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আজকের সেরা জোকস: ভাড়াটে ও বাড়িওয়ালা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
আজকের সেরা জোকস: ভাড়াটে ও বাড়িওয়ালা

○ ভাড়াটে: ঘরের ছাদ পুরো ভাঙা, সারাক্ষণ বৃষ্টি পড়ছে মাথায়। এরকমভাবে কতদিন চলবে?
বাড়িওয়ালা: কী করে বলি বলুন তো, আমি তো আবহাওয়া বিশারদ নই!

 

○ গিন্নি: রান্নার আগে মাছগুলো ভালো করে ধুয়েছিলে তো?
রাঁধুনি: মাছ আবার ধোবো কী? সে তো সারাজীবন পানিতেই থাকে!

 

○ মালিক: কী রে, সবাই এক একবারে চারটে করে ইট বইছে আর তুই মাত্র দুটো?
মজুর: ওরা এমনই অলস কী বলব। দুটো বইলে যে একটু বেশিবার আসতে যেতে হয়, সেজন্য চারটে করে বইছে।

আজকের সেরা জোকস: আত্মজীবনী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম
আজকের সেরা জোকস: আত্মজীবনী
ছবি এআই

▶ ভক্ত: আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল। 
লেখক: ধন্যবাদ। 
ভক্ত: এ রকম আরও কয়েকটা লিখুন না। 

 

▶ খুব যেখানে বৃষ্টি হয়, রাস্তাঘাটে কাদা-পানি থাকে; সে সব জায়গায় তুই যদি জুতা কিনতে যাস, দেখবি জুতার দোকানদার পায়ের মাপ না নিয়ে তোর বগলের মাপ নেবে! 
- কেন? 
- কারণ সেসব এলাকার মানুষ পায়ে জুতা দেওয়ার কোনো স্কোপই পায় না! জুতা বগলে নিয়ে ঘোরে। 

আজকের সেরা জোকস: দুই বন্ধু

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
আজকের সেরা জোকস: দুই বন্ধু
ছবি এআই

▶ বন্ধুদের সঙ্গে এক ছেলে আড্ডা দেওয়ার সময় বলল, গতকাল রাতে আমার স্বপ্নে আমির খান এসেছিল। এমন ভাব দেখাল যেন ও আমাকে চেনেই না। 

▶ এক দর্জি তার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। পথে তার এক বন্ধু জিজ্ঞেস করল, এটা কি তোমার ছোট ছেলে, না কি বড় ছেলে? 
দর্জি বলল: বড়। 
লোকটি আবার প্রশ্ন করল: ছোটটি কত ছোট? 
দর্জি উত্তর দিল: এর থেকে দুই গিরা ছোট।

আজকের সেরা জোকস: বানর থেকে মানুষ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম
আজকের সেরা জোকস: বানর থেকে মানুষ
ছবি এআই

▶ ক্লাসে শিক্ষক পড়াচ্ছে...
শিক্ষক: বানর থেকে মানুষ হতে লেগেছে বিশ লাখ বছর।
ছাত্র: এটা কীভাবে সম্ভব, এতদিন কেউ বাঁচে নাকি!

▶ হোটেলের রুম থেকে রিসিপশনে ফোন করে এক লোক জিজ্ঞেস করে, ভাই বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সময় পার্থক্য কত? 
রিসিপশন থেকে বলল: স্যার, এক সেকেন্ড প্লিজ। 
ওই প্রান্ত থেকে থ্যাংক ইউ বলে ফোন রেখে দিল। 

আজকের সেরা জোকস: সংকর মুরগি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
আজকের সেরা জোকস: সংকর মুরগি
ছবি এআই

▶ গ্রামের এক জ্ঞানী লোক একটি টিয়া পাখি আর একটি মুরগির সংকর করে, এক বিশেষ জাতের মুরগির জন্ম দিয়েছে। একদিন ওই লোক বাসায় বসে টিভি দেখতেছে। মুরগিটা সামনে এসে বলল..
মুরগি: ওই দরজার সামনে ডিম পাইরা আইসি, নিয়া আসেন।

 

▶ এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত তোর মাথায় যদি আমাকে ৩টি ডিম ভাঙতে দিস তাহলে তোকে ১০০ টাকা দেব।
দ্বিতীয় বন্ধু: আচ্ছা ভাঙ।
প্রথম বন্ধু দুটি ডিম ভেঙে বসে পড়ল।
দ্বিতীয় বন্ধু: কীরে আরেকটা ভাঙলি না?
প্রথম বন্ধু: না, আর একটা ভাঙলে তো ১০০ টাকা দেওয়া লাগবে।

আজকের সেরা জোকস: দুই মাতাল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
আজকের সেরা জোকস: দুই মাতাল
ছবি এআই

▶ দুই মাতালকে ধরেছে পুলিশ। 
পুলিশ: তোর ঠিকানা বল।
প্রথম মাতাল: আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।
পুলিশ: আর তোর?
দ্বিতীয় মাতাল: আমি ওর উপরের ফ্ল্যাটে থাকি।

 

▶ রফিক: শুনলাম তোমার বাসা থেকে নাকি চোর ফ্রিজ নিয়ে পালিয়েছে। তা টের পেয়েও বাধা দাওনি কেন?
আনিস: পাগল হইছো! বাধা দেব, পরে যদি ফ্রিজটা ধরতে বলত...যে ওজন।