
◉ শিক্ষক: গ্রামার কাকে বলে?
ছাত্র: যে লোক গ্রামে থাকে তাকে বলে গ্রামার ম্যাডাম। লোকটি যদি বাঙালি হয়, তবে তাকে বলে বাংলা গ্রামার আর যদি সে ইংরেজ হয়, তবে তাকে বলে ইংরেজি গ্রামার।
◉ রফিক: আমার একটা অদ্ভুত গুণ কী জানেন? আমি মানুষের নাম শুনে গন্ধ ধরতে পারি।
এ কথা শুনে একজন তড়িঘড়ি উঠে চলে গেল।
রফিক: আচ্ছা উনি যে উঠে গেলেন, ওনার নামটা কী?
রাজু: গুণীন্দ্রনাথ।