
▶ প্রথম বন্ধু: হেলিকপ্টারের মাথার ওপর বিশাল পাখাটা কেন থাকে?
দ্বিতীয় বন্ধু: হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম না লাগে, সে জন্য।
প্রথম বন্ধু: যাহ্।
দ্বিতীয় বন্ধু: বিশ্বাস না হলে পাখাটা বন্ধ করে দেখিস, পাইলট দরদর করে ঘামতে শুরু করবে!
▶ পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর দরজায় মেহেদীকে দেখে স্যার বললেন, ‘তোমার আর পরীক্ষা দিতে হবে না। ১০ মিনিট পর এলে কাউকে হলে ঢুকতে দেওয়া হয় না।’
অনেক কাকুতি-মিনতির পর মেহেদী শেষ চেষ্টা হিসেবে বলল, ‘বাসা থেকে বেরোনোর সময় দোতলার সিঁড়িতে আছাড় খেয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গিয়েছিলাম স্যার।’
কৈফিয়ত শুনে স্যার আরও রেগে গিয়ে বললেন, ‘দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে নামতে তোমার ১৫ মিনিট লাগল? বাজে বকার আর জায়গা পাও না!’