ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সবুজ ঘোড়া

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:২৯ পিএম
সবুজ ঘোড়া
এঁকেছেন মাসুম

মকবুল হোসেন ঘুম থেকে উঠেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুললেন। তার চিৎকারে অতিষ্ঠ হয়ে পাড়াপ্রতিবেশীরাও এগিয়ে এলে। সবাই ঘটনা শুনে পরামর্শ দিল, ‘দেরি না করে আপনি বরং একজন ডাক্তারকে ব্যাপারটা বলেন। তিনি চিকিৎসা করে দেবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না।’ 
সবার পরামর্শ মকবুল হোসেন সাহেবের পছন্দ হলো। এক প্রতিবেশীকে বললেন, ‘ভাই ভালো ডাক্তারের সঙ্গে আমার পরিচয় নেই। আপনি যদি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতেন। তাহলে আমার খুব উপকার হতো।’ 
কোনো উপায় না দেখে প্রতিবেশী সাহেব তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে কথা দিলেন। 
সেদিন বিকেলে দুজনে ডাক্তার খানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রতিবেশী সাহেব আগেই ধারণা করেছিলেন, এটা মানসিক রোগ, তাই তিনি মকবুল সাহেবকে নিয়ে পরিচিত এক পাগলের ডাক্তারের কাছে উপস্থিত হলেন। 
ডাক্তার রোগীকে জিজ্ঞেস করলেন, ‘কী সমস্যা আপনার ভাই সাহেব?’ 
মকবুল হোসেন বললেন, ‘ডাক্তার সাহেব, গত রাতে আমি স্বপ্নে একটি ঘোড়া গিলে ফেলেছি। ঘোড়াটা আমার পেটের মধ্যে সমানে দৌড়াচ্ছে। আমার কিচ্ছু‚ ভালো লাগছে না। আপনি ঘোড়াটার একটা ব্যবস্থা করেন।’ 
ডাক্তার সাহেব বললেন, ‘আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এটা কোনো রোগই না। ছোট্টা একটা অপারেশনের মাধ্যমেই আপনার রোগের সমাধান করা সম্ভব। আপনি এই বিছানায় শুয়ে পড়ুন। আমি এখনই আপনার অপারেশন করব।’ 
অতঃপর ডাক্তার সাহেব রোগীকে ঘুমের ইনজেকশন দিয়ে মাঠ থেকে একটা ঘোড়া ধরে এনে তার মাথার কাছে বেঁধে রাখলেন। ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পর রোগীর ঘুম ভেঙে গেল। সেটা দেখে ডাক্তার বললেন, ‘অপারেশন সাকসেসফুল। পেট কেটে আমরা সেই ঘোড়াটাকে উদ্ধার করেছি। এই যে সেটা এখানে বাঁধা আছে।’ 
মকবুল হোসেন ঘোড়াটিকে দেখে চেঁচিয়ে বললেন, খাইছে আমারে। আমি তো এই ঘোড়া গিলি নাই। আমি তো গিলছিলাম সবুজ রঙের ঘোড়া। এটা তো কালো!’

আজকের সেরা জোকস: আত্মজীবনী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম
আজকের সেরা জোকস: আত্মজীবনী
ছবি এআই

▶ ভক্ত: আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল। 
লেখক: ধন্যবাদ। 
ভক্ত: এ রকম আরও কয়েকটা লিখুন না। 

 

▶ খুব যেখানে বৃষ্টি হয়, রাস্তাঘাটে কাদা-পানি থাকে; সে সব জায়গায় তুই যদি জুতা কিনতে যাস, দেখবি জুতার দোকানদার পায়ের মাপ না নিয়ে তোর বগলের মাপ নেবে! 
- কেন? 
- কারণ সেসব এলাকার মানুষ পায়ে জুতা দেওয়ার কোনো স্কোপই পায় না! জুতা বগলে নিয়ে ঘোরে। 

আজকের সেরা জোকস: দুই বন্ধু

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
আজকের সেরা জোকস: দুই বন্ধু
ছবি এআই

▶ বন্ধুদের সঙ্গে এক ছেলে আড্ডা দেওয়ার সময় বলল, গতকাল রাতে আমার স্বপ্নে আমির খান এসেছিল। এমন ভাব দেখাল যেন ও আমাকে চেনেই না। 

▶ এক দর্জি তার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। পথে তার এক বন্ধু জিজ্ঞেস করল, এটা কি তোমার ছোট ছেলে, না কি বড় ছেলে? 
দর্জি বলল: বড়। 
লোকটি আবার প্রশ্ন করল: ছোটটি কত ছোট? 
দর্জি উত্তর দিল: এর থেকে দুই গিরা ছোট।

আজকের সেরা জোকস: বানর থেকে মানুষ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১:০৮ পিএম
আজকের সেরা জোকস: বানর থেকে মানুষ
ছবি এআই

▶ ক্লাসে শিক্ষক পড়াচ্ছে...
শিক্ষক: বানর থেকে মানুষ হতে লেগেছে বিশ লাখ বছর।
ছাত্র: এটা কীভাবে সম্ভব, এতদিন কেউ বাঁচে নাকি!

▶ হোটেলের রুম থেকে রিসিপশনে ফোন করে এক লোক জিজ্ঞেস করে, ভাই বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সময় পার্থক্য কত? 
রিসিপশন থেকে বলল: স্যার, এক সেকেন্ড প্লিজ। 
ওই প্রান্ত থেকে থ্যাংক ইউ বলে ফোন রেখে দিল। 

আজকের সেরা জোকস: সংকর মুরগি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
আজকের সেরা জোকস: সংকর মুরগি
ছবি এআই

▶ গ্রামের এক জ্ঞানী লোক একটি টিয়া পাখি আর একটি মুরগির সংকর করে, এক বিশেষ জাতের মুরগির জন্ম দিয়েছে। একদিন ওই লোক বাসায় বসে টিভি দেখতেছে। মুরগিটা সামনে এসে বলল..
মুরগি: ওই দরজার সামনে ডিম পাইরা আইসি, নিয়া আসেন।

 

▶ এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত তোর মাথায় যদি আমাকে ৩টি ডিম ভাঙতে দিস তাহলে তোকে ১০০ টাকা দেব।
দ্বিতীয় বন্ধু: আচ্ছা ভাঙ।
প্রথম বন্ধু দুটি ডিম ভেঙে বসে পড়ল।
দ্বিতীয় বন্ধু: কীরে আরেকটা ভাঙলি না?
প্রথম বন্ধু: না, আর একটা ভাঙলে তো ১০০ টাকা দেওয়া লাগবে।

আজকের সেরা জোকস: দুই মাতাল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
আজকের সেরা জোকস: দুই মাতাল
ছবি এআই

▶ দুই মাতালকে ধরেছে পুলিশ। 
পুলিশ: তোর ঠিকানা বল।
প্রথম মাতাল: আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই।
পুলিশ: আর তোর?
দ্বিতীয় মাতাল: আমি ওর উপরের ফ্ল্যাটে থাকি।

 

▶ রফিক: শুনলাম তোমার বাসা থেকে নাকি চোর ফ্রিজ নিয়ে পালিয়েছে। তা টের পেয়েও বাধা দাওনি কেন?
আনিস: পাগল হইছো! বাধা দেব, পরে যদি ফ্রিজটা ধরতে বলত...যে ওজন।