প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভা অনুষ্ঠিত হবে বুধবার (৩০ অক্টোবর)। এটিই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম সচিব সভা। মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে এই সভা হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে ।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মোট ১৪ হাজার ১৩৫টি পদ সৃজন ও দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ২টি পদ বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদনের জন্য এই কমিটিতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম (কার্তিকপুর) মৌজায় স্থাপিত ইলা মিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ন্যূনতম চাহিদা হিসেবে ১ জন প্রধান শিক্ষক এবং ৪ জন সহকারী শিক্ষকের পদসহ মোট ৫টি পদ রাজস্ব খাতে সৃজন এবং এই মন্ত্রণালয়ের রিফর্ম ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি (আরএম অ্যান্ড পিআর) অনুবিভাগের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩টি ক্যাডার পদ সৃজন করার প্রস্তাব পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন ‘সহকারী প্রসিকিউটর’-এর পদনাম পরিবর্তন করে ‘পরিদর্শক’ হিসেবে নামকরণ এবং বেতন গ্রেড ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত করার এবং বিভাগের সাংগঠনিক কাঠামোতে বাজেট ও অডিট অনুবিভাগ এবং পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ গঠন এবং কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৬টি ক্যাডারসহ অস্থায়ীভাবে অন্যান্য ১৪টি পদ এবং একই মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯টি পদসহ এই মন্ত্রণালয় মোট ২৯টি পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে।
এর আগে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) তাদের ১১৭তম সভায় মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা গঠন এবং আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য জনবলের সেটআপ অনুমোদন করা হয়।
তা ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাংগঠনিক কাঠামোতে (অনুবিভাগ, অধিশাখা ও শাখা পুনর্বিন্যাস/বৃদ্ধি/বিলুপ্তকরণপূর্বক সাংগঠনিক কাঠামো হালনাগাদকরণের জন্য) রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৮টি পদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে কক্সবাজার জেলার কলাতলীতে কাঁকড়া হ্যাচারি ও নার্সারির জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭টি পদ, কাজের পরিধি ও গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোর জনবল ১৫৭ থেকে ৩২৫ জনে উন্নীত করার লক্ষ্যে এই পদ সৃজনের প্রস্তাব পাঠানো হয়েছে সচিব কমিটিতে। মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে তাই রাজস্ব খাতে অস্থায়ীভাবে অর্থ বিভাগের অনুমতিক্রমে ১৬টি পদ, স্বাস্থ্যসেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান অনুবিভাগ, অধিশাখা ও শাখার জন্য রাজস্ব খাতে ২৩টি এবং আরএম অ্যান্ড পিআর অনুবিভাগের জন্য ১৬টিসহ মোট ৩৯টি পদ এবং এই বিভাগের রিভিটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ (আরসিএইচসিআইবি) প্রকল্প এবং গ্রামীণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণযোগ্য ও সহজলভ্য করতে ১৯৯৬ সালে প্রতি ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। যার বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সাল থেকে। এই কমিউনিটি বেজড হেলথ কেয়ার বাস্তবায়ন করতে এর অপারেশনাল প্ল্যানের আওতায় নিয়োজিত কর্মরত জনবল কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৩ হাজার ৯৪৯টি পদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি করা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ে আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ১টি পদ, নড়াইল জেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পূর্বে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের জন্য ১৭টি পদ ও কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আগে কর্মরত ২ জন শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে ২টি পদ, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চবিদ্যালয়ে আগে কর্মরত ১ জন শিক্ষককে আত্তীকরণের লক্ষ্যে ১টি পদ, নরসিংদী জেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে আগে কর্মরত ৩ জন শিক্ষককে আত্তীকরণের লক্ষ্যে ৩টি পদ সৃজন এবং ১টি পদ বিলুপ্তকরণ ও বেলাব পাইলট মডার্ন হাইস্কুলে আগে কর্মরত কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে ১টি পদ, নওগাঁ জেলার নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ে আগে কর্মরত ২ জন শিক্ষককে আত্তীকরণের লক্ষ্যে ২টি পদ সৃজন এবং ১টি পদ বিলুপ্তকরণ, জামালপুর জেলার ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুলে আগে কর্মরত শিক্ষককে আত্তীকরণের লক্ষ্যে ১টি পদ, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উচ্চবিদ্যালয়ে আগে কর্মরত শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে ২টি পদ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষককে আত্তীকরণের লক্ষো ১টি পদ, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা আরকে মডেল উচ্চবিদ্যালয়ে আগে কর্মরত শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে ২টি পদ এবং দিনাজপুর জেলার নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে আগে কর্মরত কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে ২টি পদ সৃজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আত্তীকরণের লক্ষ্যে এই ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩৫টি পদ সৃজন করার প্রস্তাব দিয়ে নরসিংদী ও নওগাঁ জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২টি পদ বিলুপ্ত করার প্রস্তাব পঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।