ঢাকা ২৮ অগ্রহায়ণ ১৪৩১, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
English

পদ-পদবি বিক্রি করেই টাকার কুমির আবদুর রহমান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পিএম
পদ-পদবি বিক্রি করেই টাকার কুমির আবদুর রহমান
ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমান। ছবি: সংগৃহীত

কথিত রয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আর এই পছন্দকে কাজে লাগিয়ে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন জেলা কমিটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পদ-পদবি পাইয়ে দিয়ে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের একটি শক্তিশালী সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন তিনিসহ কয়েকজন। এদের দ্বারাই পছন্দমতো পদ-পদবি বিক্রি হতো। বিভিন্ন অভিনয়, নাটক সাজিয়ে তারা সৃষ্টি করতেন গল্পের নায়ককে। আর নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে সেই নায়ককে পাইয়ে দিতেন বড় পদ। এ ক্ষেত্রে বঞ্চিত করা হতো ত্যাগী নেতা-কর্মীদের।

এর মধ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ নিয়ে ব্যাপক কানাঘুষা রয়েছে। প্রবাসী শামীম হককে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পাইয়ে দিতে তিনিসহ তার সিন্ডিকেট নেন কয়েক কোটি টাকা। এ ক্ষেত্রে বেকায়দায় পড়েন ত্যাগ-তিতিক্ষায় থাকা নেতা-কর্মীরা।

বলছি ফরিদপুর-১ আসনে (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবদুর রহমানের কথা। মঞ্চ কাঁপানো বক্তব্য দিয়ে পছন্দের তালিকায় চলে যান আওয়ামী লীগ সভাপতির। আর এই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি ব্যাপক চাঁদাবাজিসহ অপকর্ম করে গেছেন অবলীলায়। নিজস্ব কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না থাকলেও শত শত কোটি টাকার মালিকবনে যান দল ক্ষমতায় আসার পর থেকেই। বোয়ালমারী উপজেলার ছোট্ট একটি গ্রামে কৃষক পরিবারে তার জন্ম। ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজে পড়াশোনার সময় জেলা ছাত্রলীগের রাজনীতিতে ঢোকেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাগিয়ে নেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

গত নির্বাচনের সময় তার দেওয়া হিসাবে বলা হয়েছে, বর্তমানে তার বার্ষিক আয় ২৮ লাখ ১১ হাজার ৬২৪ টাকা। তার নিজের নামে নেই কোনো ফ্ল্যাট। নিজগ্রাম কামালদিয়ায় রয়েছে একটি বাড়ি। তবে তার স্ত্রীর নামে রয়েছে ৪টি ফ্ল্যাট। এসব কথা বলা হলেও তার ছেলেমেয়ে ও স্ত্রীর নামে রয়েছে ব্যাপক সম্পদ। নিজ আসন বোয়ালমারী মধুখালীতে রয়েছে অনেক জমিজমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মাঝে এসব সম্পদের খোঁজে নেমেছে দুদুক।

গত নির্বাচনে হলফনামায় আবদুর রহমান আয়ের উৎস জানিয়েছেন, কৃষি খাত থেকে ১ লাখ ১৫ হাজার ২৫০ টাকা, ব্যবসা থেকে ৬ লাখ ২৭ হাজার ৪০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে ৮ লাখ ৩৪ হাজার ৩৭২ টাকা, চাকরি (ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পারিতোষিক প্রাপ্তি) ৪ লাখ টাকা, জমি বিক্রয় থেকে মূলধনি লাভ ৩ লাখ ৬৭ হাজার ৬০২ টাকা এবং মুক্তিযোদ্ধা ভাতা ও পারিতোষিক হিসেবে ৪ লাখ ৬৭ হাজার টাকা বার্ষিক আয় করেন তিনি।

হলফনামা অনুযায়ী অস্থাবর সম্পদের মধ্যে বর্তমানে আবদুর রহমানের নিজ নামে নগদ ২ লাখ ৬৭ হাজার ৯৯২ টাকা, স্ত্রীর নামে ১৩ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ৫ লাখ ৮ হাজার ৮৬২ টাকা, স্ত্রীর নামে ৭৮ লাখ ২৭ হাজার ৮৮৩ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারের মধ্যে রয়েছে এ আর সি সিকিউরিটিজের ৭১ লাখ ৪৩ হাজার ৭ টাকা, সিডিবিএলের ৬২ লাখ ৫৪ হাজার ৮৮২ টাকা, আইসিবির ১০ লাখ টাকা। স্ত্রীর নামে সিডিবিএল ৮ কোটি ৭ হাজার ৯৯৫ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৩৯ লাখ ৮১ হাজার ৭০৯ টাকা, স্ত্রীর নামে পরিবার সঞ্চয়পত্র ২৫ লাখ টাকা।

এ ছাড়া ৭০ লাখ ২৫ হাজার ৪০৫ টাকার জিপগাড়ি, স্ত্রীর নামে ২৭ লাখ ৭৫ হাজার টাকার প্রাইভেট কার। নিজ নামে ৩০ তোলা স্বর্ণ, ৬৪ হাজার ৩৫০ টাকা রয়েছে।

হলফনামা অনুযায়ী স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ২৪ লাখ ১১ হাজার ৪২২ টাকা মূল্যের কৃষি জমি, স্ত্রীর নামে ২ কোটি ২২ লাখ ৪১ হাজার ৫৩ টাকা মূল্যের কৃষি জমি। এ ছাড়া ৩৯ লাখ ৬৩ হাজার ১২ টাকা মূল্যের অকৃষি জমি এবং স্ত্রীর নামে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮৪২ টাকার অকৃষি জমি। নিজগ্রাম কামালদিয়ায় ৫০ লাখ ৮০ হাজার ৬২৫ টাকার একটি দালান রয়েছে। নিজের নামে অ্যাপার্টমেন্ট না থাকলেও স্ত্রীর নামে ৩ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮০৯ টাকার ৪টি ফ্ল্যাট রয়েছে।

আবদুর রহমান ফরিদপুর-১ আসন থেকে ২০০৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার এমপি হওয়ার পর থেকেই তার সম্পদ বাড়তে থাকে। ২০১৪ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার নির্বাচিত হন। তবে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকায় ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পাননি। আর গত নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হন। আবদুর রহমানের সঙ্গে স্ত্রী ও মেয়ের জামাইরাও শত শত কোটি টাকা কামিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০০২ সালে এক লাফে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। আর বর্তমানে তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য।

মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া আবদুর রহমান পৈতৃক সূত্রে ভিটেবাড়িসহ কয়েক বিঘা জমির মালিক হলেও এমপি হওয়ার পর পরই বাড়তে থাকে তার সম্পদ। তার সঙ্গে স্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার ডা. মির্জা নাহিদা হোসেন বন্যারও সম্পদের পরিমাণ কম নয়। তার নামে-বেনামে ঢাকার পূর্বাচলে জমি এবং ধানমন্ডি, উত্তরা ও পরীবাগে একাধিক ফ্ল্যাট রয়েছে। রয়েছে কয়েকটি ভিআইপি গাড়ি। নিজ ইউনিয়ন কামালদিয়ার টাকদিয়া মাঠ, কামালদিয়া মাঠ, বোয়ালমারী উপজেলার কাদিরদী পোস্ট অফিসের পাশে, কাদিরদী কলেজের সামনে, মুজুরদিয়া ঘাটসংলগ্ন জমি এবং কানখরদী ও বেড়াদীর বিলে আছে কয়েক শ বিঘা জমি। এ ছাড়া কানখরদীর জমিতে ‘রাজ অটো ব্রিকস’ দেখিয়ে জনতা ব্যাংক থেকে কয়েক শ কোটি টাকা লোন নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনি এলাকায় নিজের বলয় তৈরি করতে গিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। তবে ক্ষমতাধর এই নেতার বিরুদ্ধে টুঁ শব্দ করতে পারেননি কেউ। ফরিদপুর জেলা আওয়ামী লীগে সভাপতি পদে নিজের পছন্দমতো নেতা বসিয়ে সবকিছু নিয়ন্ত্রণ শুরু করেন। নিজের তৈরি করা কমিটিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বড় একটি অংশ তার কথায় চলত।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা বলেন, আবদুর রহমানকে টাকা দিয়ে সহজেই যেকোনো পদ নেওয়া যেত। অর্থলোভী এই নেতাকে টাকা দিয়ে যেকোনো কাজ করানো যেত বলে তিনি জানান। ঘুষ হিসেবে যেকোনো অঙ্কের টাকা তিনি অবলীলায় নিয়ে নিতেন। টাকা দেখলে তার মাথা নষ্ট হয়ে যেত বলেও তিনি জানান।

ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলায় একচ্ছত্র ‘রাজত্ব’ ছিল আবদুর রহমানের। তার বিরুদ্ধে রয়েছে দখলদারির অভিযোগ। নিজ নামে এবং ছেলেমেয়ের নামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ব্রাহ্মণকান্দায় ‘আবদুর রহমান টেকনিক্যাল কলেজ’ ও ‘আয়েশা-সামি’ জেনারেল কলেজ প্রতিষ্ঠা করেন। সরকারি জায়গায় প্রভাব খাটিয়ে কলেজের নাম দেন। কাদিরদী এলাকায় সরকারি অর্থায়নে গড়ে তোলা একটি কারিগরি কলেজের নাম তার মা ও বাবার নামে করার চেষ্টা চালান। মধুখালী নরকোনা কলাগাছিতে রয়েছে আবদুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

আবদুর রহমানের মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। তিনি কীভাবে মুক্তিযোদ্ধা হলেন, সেটি নিয়ে খোদ মুক্তিযোদ্ধারাও হাসাহাসি করেন।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আবদুর রহমানের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিন উপজেলায় মাদক দিয়ে সয়লাব করে দিয়েছিলেন। তিনি সরকারি জায়গা দখল করে তার বাবা, ছেলে ও মার নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন।

এদিকে আবদুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

গত ৫ আগস্টের পর থেকেই আবদুর রহমান আত্মগোপনে। সরকার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও শোনা যায়, দেশ ছেড়ে পাশের দেশ বা অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে গেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ফুটপাতে শীতবস্ত্র কিনতে ভিড়

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
ফুটপাতে শীতবস্ত্র কিনতে ভিড়
রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীত। বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানে শীতবস্ত্র কিনতে উপচে পড়া ভিড়। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ

গায়ে পুলিশের জ্যাকেট। পরনে ট্রাউজার। পায়ে স্যান্ডেল। হ্যাঁ, ক্যাছে গিয়ে কথা বলে জানা যায় তিনি পুলিশসদস্য। গুলিস্তানের ফুটপাতে এসেছেন স্ত্রীর জন্য শীতের পোশাক কিনতে। কিনছেন পুরোনো পোশাক। পাশে গিয়ে দাঁড়াতেই বললেন, ‌‌ভাই নারীদের জন্য বেছে কেনা কষ্টকর। অনেক বাছাবাছি করা লাগে। দেখেন তো এটা কেমন? কালারটা ভালো না?

এরই মধ্যে দোকানদার বলে উঠলেন স্যার, দেখতেছেন ভালো কথা। দাম কিন্তু ছয় শ’র কম হবে না। পছন্দ করে কম দিতে চাইবেন তা কিন্তু হবে না। তখন ওই পুলিশসদস্য বললেন, ভাই আগে পছন্দ করি। তারপর তো দরদাম। পছন্দ না হলে দাম করে কী করব। এরপর নিচ থেকে আরেকটি টেনে বের করে এ প্রতিবেদকে বললেন, ভাই এটা কেমন হয়? প্রতিবেদক মাথা ঝুলিয়ে সায় দিলেন। এটা ভালো। কিন্তু এটার হাতাটা একটু কেমন ঢিলাঢিলা মনে হচ্ছে। এটা যদি আরও ঢিলে হয়ে যায় তখন পরতে সমস্যা হবে। পুলিশসদস্য বললেন- এটা আর ঢিলে হবে না, যা ঢিলে হওয়ার হয়েছে। এটা সেকেন্ড হ্যান্ড। কারও ব্যবহার করা। তাই যতটুকু ঢিলে হওয়ার হয়েছে। 

পোশাক পছন্দ হয়েছে। এবার দরদামের পালা। দোকানদারকে বললেন, ভাই এবার বলেন কত দেব। স্যার ছয় শ। এর নিচে পারি না। তবে আপনাকে ৫০ টাকা সম্মান করতে পারি। আপনি ৫৫০ টাকা দেন। পুলিশসদস্য বললেন, না ৫৫০ টাকা পারব না। ৪০০ টাকা হলে দেন। তাহলে নিয়ে যাই। আর না পারলে অন্য দোকান দেখি। দোকানদার বললেন, ‌না পারি না। আপনি পাঁচশই দেন। তখন পুলিশসদস্য বললেন আপনার লস হলে আপনি রেখে দেন। আমি অন্য দোকান দেখি। এই বলে তিনি অন্য দোকানে হাঁটা শুরু করেন। কয়েক কদম গেলে দোকানদার ডাক দেন। স্যার চলে যান কেন? শোনেন। আপনাকে আরও ৫০ টাকা সম্মান করছি। ৪৫০ টাকা দেন। পুলিশসদস্য বললেন আমি ৪০০ টাকার বেশি পারব না। আপনার লস হলে রেখে দেন। তখন দোকানদার বললেন, ঠিক আছে স্যার দেন। চারশই দেন। তখন তিনি দুটি ২০০ টাকার নোট দিয়ে পুরোনো ওই পোশাকটি কিনে নিয়ে জিপিওর দিকে রওনা হন। তার বুকের নেমপ্লেটে নাম নেই।

এ প্রতিবেদক তার পিছু পিছু হাঁটতে থাকেন। সামনে গিয়ে আরেক দোকানে আরেকটি পোশাক দেখতে শুরু করেন। তখন সাংবাদিক পরিচয় দিয়ে কথা হয় ওই পুলিশসদস্যের সঙ্গে। দুজনের কথোপকথন শুনে পাশের এক দোকানদার বলে ওঠেন, ‌পুলিশের কি আর ফুটপাত থেকে কেনা লাগে! পুলিশের কি টাকার অভাব!

এ সময় ওই পুলিশসদস্য তার পরিচয় গোপন রাখার শর্তে বলেন, কি আর বলব ভাই। আমি আছি অন্য চিন্তায়। আপনি আছেন আপনার চিন্তায়। সবার চিন্তা সবার কাছে। আমার ছেলে এইট থেকে এবার নাইনে ভর্তি হবে। জানুয়ারিতে ভর্তি করতে হবে। ভর্তিতে লাগবে ছয় হাজার টাকা। মাসে মাসে দিতে হবে আট হাজার করে। ঝালকাঠিতে একটি মাদ্রাসায় পড়ত। জানুয়ারিতে বরিশালে একটি মাদ্রাসায় ভর্তি করাব। আমি আছি সেই চিন্তায়। সংসারে কি পরিমাণ খরচ হয়, বেতনের টাকায় খুব হিসাব করে চলা লাগে। পেরে উঠি না। বেতনের বাইরে একপয়সার সুবিধা কারও কাছ থেকে নিই না। যদি নিতাম তাহলে বউয়ের জন্য এই পুরোনো পোশাক কিনতে আসতাম না। নতুন কিনতাম। কিন্তু আমার নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। নতুন একটা পোশাক কিনতে গেলে কোনো মার্কেটে ১৫০০ টাকার নিচে হবে না। তাই এখানে কিনতে এসেছি।

এই পুলিশসদস্যের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়। বাড়িতে স্ত্রী আর ছেলে থাকে। তিনি একা থাকেন ঢাকার রাজারবাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি যাবেন। তাই স্ত্রীর জন্য শীতের পোশাক কিনতে এসেছেন। তার তেমন একটা শীতের পোশাক নেই। ছেলের জন্যও কিছু ভালো চোখে পড়লে কিনবেন।

শীত আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে রাজধানীর ফুটপাতের শীতকাপড়ের দোকানগুলো। বিশেষ করে গুলিস্তান এলাকা।এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। গতকাল গুলিস্তান ঘুরে দেখা গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কেউ কেউ বাসায় ফেরার সময় কিনছেন শীতের পোশাক। কেউ কেউ যাচ্ছেন গ্রামে। চলতি পথে কিনে নিচ্ছেন শীতের পোশাক। দোকানগুলোতে চলছে হাঁকডাক। কোনো কোনো দোকানি মুখে হ্যান্ড মাইক লাগিয়ে ক্রেতা ডাকছেন।

গুলিস্তান হল মার্কেটের কোণে সজিবের দোকানে রেকর্ড বাজিয়ে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে। গেঞ্জি নিলে ৩০০, হুডি নিলে ৪০০। কথা হয় সজিবের সঙ্গে। তিনি বলেন, এখান থেকে যারা কেনেন তারা চলতি পথের বেশি। গ্রামে যাচ্ছেন, কিনে নিয়ে যাচ্ছেন। কেউ অফিস করে বাসায় ফিরছেন, কিনে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণির কাস্টমার আসেন। সবাইকে তো দেখে চেনা যায় না। বোঝাও যায় না। মাঝে মাঝে পুলিশের লোকরাও সিভিল পোশাকে কিনতে আসেন। সিভিলে আসলে আপনি বোঝেন কীভাবে? সজিব বলেন, হাতে ওয়াকিটকি দেখে বুঝি। 

আরেক দোকানদার বলেন, এক শ্রেণির কাস্টমার আছেন, তারা প্রায়ই আসেন। এক্সপোর্ট কোয়ালিটির ভালো কিছু এলেই তারা কিনে নিয়ে যান। তারা বোঝেন কোনগুলো ভালো। তারা বেশির ভাগই চাকরিজীবী। অফিস থেকে ফেরার পথে দেখতে দেখতে যান। ভালো কিছু পেলেই কিনে নিয়ে যান। হোক নিজের জন্য বা ছোটদের জন্য কিংবা পরিবারের অন্য কারও জন্য। গুলিস্তানে ঘুরে এদিন শিশুদের পোশাকের দোকানগুলোয় বেশ ভিড় লক্ষ্য করা যায়। অফিস থেকে বাসায় ফিরছেন এমন ক্রেতাই বেশি চোখে পড়ে।

দোহাজারী-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেল প্রকল্প: পরিকল্পনাতেই ব্যাপক গলদ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
দোহাজারী-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেল প্রকল্প: পরিকল্পনাতেই ব্যাপক গলদ

কক্সবাজারে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর আইকনিক রেলওয়ে স্টেশনটি পঞ্চম তলা নির্মাণ করা হলেও পরিকল্পনায় গলদ রয়ে গেছে। দ্বিতীয় তলা থেকে একে বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো পরিকল্পনা করা হয়নি। এ ছাড়া প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই রামু থেকে সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শেষ পর্যায়ে সংশোধন করে বাদ দেওয়া হয়েছে এই অংশকে। এই হচ্ছে ‘দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেলপথ নির্মাণ’ মেগা প্রকল্পের বাস্তব চিত্র। 

প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। তার পরও ১৭টি অডিট আপত্তি অনিষ্পন্ন রয়েছে। বিভিন্ন স্টেশনের নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। এসব স্টেশন ও সার্ভিস এরিয়া ভবনে নিম্নমানের টাইলস, কাঠ, গ্রিল, কমোড, বেসিন ব্যবহার করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

পরিকল্পনা ও রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, অন্য ফাস্টট্র্যাক প্রকল্পের মতো দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পের কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। চতুর্থ বার সংশোধনের মাধ্যমে গত ৩০ জুন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ধরা হলেও শেষ হয়নি। এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ সিঙ্গেল লাইন রেলপথ তৈরি হয়েছে। পরিকল্পনায় আরও ২৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করে রামু থেকে ঘুমধুম পর্যন্ত প্রসারিত করার কথা ছিল। কিন্তু মায়ানমারের সঙ্গে কোনো ধরনের এমওইউ করা হয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে এই অংশের কাজ বাতিল করা হয়েছে।

আইএমইডির সচিব মো. আবুল কাশেম মহিউদ্দিন খবরের কাগজকে বলেন, ‘আমরা প্রকল্প পরিদর্শন করার সময় সবকিছু তুলে ধরার চেষ্টা করি। এটা আমাদের কাজ। সতর্কতার সঙ্গে টাকা খরচ না করলে প্রকল্পে কিছু ত্রুটি থেকে যায়। এই প্রকল্পে তেমন কোনো ত্রুটি ধরা পড়েনি। তবে অনেক অডিট আপত্তি ধরা পড়েছে। প্রতিবেদনে তা আছে। রেলপথ মন্ত্রণালয় এসবের জবাব দেবে। লক্ষ্য থাকবে যাতে নিয়মের ব্যত্যয় না ঘটে।’ 

পরিদর্শনকারী (আইএমইডির) পরিচালক ও উপসচিব মো. মুমিতুর রহমান খবরের কাগজকে বলেন, ‘দৃষ্টিনন্দন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পঞ্চম তলা নির্মাণ করা হলেও পরিকল্পনায় গলদ রয়ে গেছে। কারণ দ্বিতীয় তলা থেকে একে বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো পরিকল্পনা করা হয়নি। তাই ট্রেন চলাচল করলেও এই স্টেশনের ওপরের ফ্লোরগুলো খালি পড়ে আছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তা-ই নয়, প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই রামু থেকে সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শেষ পর্যায়ে এই অংশকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘যখন এই প্রকল্পটি নেওয়া হয়েছিল, তখনই প্রশ্ন উঠেছিল। কারণ সেখানে কোনো ব্যবসার উৎস ছিল না। তার পরও ঘুমধুম পর্যন্ত বাড়িয়ে বেশি টাকা খরচ করা হয়েছে। আমরা অর্থনীতির শ্বেতপত্রে এ ধরনের অর্থ তছরুপের কথা বলেছি। পাঁচতলা কক্সবাজার রেলস্টেশনটি কর্ণফুলী টানেলে বিলাসী হোটেলের মতো অবস্থা। রেলওয়ের কর্মকর্তারা বিলাসী ভ্রমণের জন্যই এটা করেছেন। এ ধরনের অপরিকল্পিত পরিকল্পনায় যারা জড়িত তাদের ধরা দরকার। কারণ জনগণের করের টাকা ও ঋণ করে এই প্রকল্প করা হয়েছে।’

প্রকল্প পরিচালক সুবক্তগীন বলেন, ‘গত ৩০ জুন প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টুকটাক কিছু কাজ বাকি আছে। বড় কোনো কাজ বাকি নেই। নভেম্বর পর্যন্ত বাস্তব অগ্রগতি হয়েছে ৯৮ দশমিক ৪৮ শতাংশ। যে কাজ বাকি আছে, তা ডিফেক্ট ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে শেষ হবে। এ জন্য এক বছর সময় বাড়ানো হয়েছে।’

দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারকে রেললাইনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য সাবেক সরকার উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেয় তৎকালীন সরকার। খরচ ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৬ কোটি ৮৭ লাখ টাকা এবং বিদেশি ঋণ হিসেবে ধরা হয়েছিল ৮১৫ কোটি ৪৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া হয় ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত।

পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডুয়েল গেজ লাইন করার জন্য প্রকল্পটি সংশোধন করা হয়। ২০১৬ সালের ১৯ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ১১৫ কোটি টাকা উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ হিসেবে ধরা হয়। বাকি ৪ হাজার ৯১৯ কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করার সিদ্ধান্ত হয়। বাস্তবায়নকাল ধরা হয় ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের প্রধান কাজ ধরা হয় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ সিঙ্গেল লাইন রেলপথ নির্মাণ। এ জন্য ৩৯টি মেজর ব্রিজ, ২৩০টি মাইনর ব্রিজ বা কালভার্ট নির্মাণ, হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়ার হারবাং, ডুলাহাজারা, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ, রামু উপজেলাসহ ৯টি স্থানে নতুন করে স্টেশন নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত হয়। ১ হাজার ৩৯১ একর জমি অধিগ্রহণের কথাও উল্লেখ করা হয় প্রকল্পে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য ফাস্টট্র্যাক প্রকল্পের মতো এটিকেও এর আওতাভুক্ত করেন এবং গভীরভাবে মনিটর করার নির্দেশ দেন। তার পরও ঠিকমতো কাজে গতি আসেনি। ২০২২ সালের ৬ জুন চতুর্থবারের মতো সংশোধন করে ২০২৪ সালের জুনে শেষ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। বিভিন্ন প্যাকেজে ভাগ করে ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ করানো হচ্ছে। এরই মধ্যে প্রথম ধাপে দোহাজারী-কক্সবাজারের ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

গত ১১ ও ১২ অক্টোবর প্রকল্প এলাকা পরিদর্শন করার পর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটি আসলে ৩০ জুনে শেষ হবে কি না তা দেখার জন্য আইএমইডির মহাপরিচালক গত ১৭ মে পর্যবেক্ষণ (মনিটরিং) করেন। তিনি অসম্পূর্ণ কাজ শেষ করাসহ সার্বিক দিক পরিদর্শন করে এক বছর সময় অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর সুপারিশ করেন। সেটা আমলে নিয়ে পরিকল্পনা কমিশন গত ২৯ সেপ্টেম্বর এক বছর সময় বাড়ানোর সুপারিশ করে। ফলে প্রকল্পের মেয়াদ বেড়ে দাঁড়াল ১২ বছর। তবে বাতিল করা হয়েছে রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৯ কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ। এতে ৩৫০ একর ভূমি অধিগ্রহণ এবং উখিয়া ও ঘুমধুম স্টেশন নির্মাণ, হাতি চলাচলের জন্য আন্ডারপাস-ওভারপাসসহ অন্যান্য কাজও বাতিল করা হয়েছে। এসব কাজের জন্য ৬ হাজার ৭৯৮ কোটি টাকার বরাদ্দও বাদ গেছে। এসব বাদ দিয়ে প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১১ হাজার ৩৩৬ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে ধরা হয়েছে ৮ হাজার ৬৪০ কোটি টাকা এবং সরকারি খরচ ধরা হয়েছে ২ হাজার ৬৯৬ কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লট-১-এর আওতায় নতুন করে বৃক্ষরোপণসহ আগে যেসব বৃক্ষরোপণ করা হয়েছে সেসবের সুষ্ঠুভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগকে লাভজনক করতে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেললাইনকে ব্রডগেজে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া আইকনিক রেলস্টেশনসহ বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত স্থাপনা প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয় তলা থেকে একে বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো পরিকল্পনা করা হয়নি।

সিন্ডিকেটের গোড়ায় মাহমুদুল খাদ্য অধিদপ্তরে দরপত্র ছাড়াই খাদ্য পরিবহন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
খাদ্য অধিদপ্তরে দরপত্র ছাড়াই খাদ্য পরিবহন
খাদ্য অধিদপ্তরের মাফিয়াখ্যাত চট্টগ্রাম যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক

চট্টগ্রাম অঞ্চলে সরকারি খাদ্য পরিবহনে দরপত্র ছাড়াই কাজ পেতেন আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদাররা। বিগত সরকারের আমলে আট বছর ধরে চলেছে এই অনিয়ম। প্রতিযোগিতামূলক দরপত্র না হওয়ায় সরকার একদিকে যেমন রাজস্ব হারিয়েছে, অন্যদিকে খাদ্য পরিবহনে গড়ে ওঠা ঠিকাদার সিন্ডিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে হাতিয়ে নিয়েছে অন্তত ৫ কোটি টাকা। সিন্ডিকেটের গোড়ায় রয়েছেন খাদ্য অধিদপ্তরের মাফিয়া ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। 

একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে বলেছেন, মামলার ফাঁদে ফেলে সিন্ডিকেটটি লুটেপুটে খেয়েছে। মামলার কারণে দরপত্র আহবান করা যায়নি এ কথা সত্য। কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে জোরালোভাবে মামলা মোকাবিলা করতে চরম অনীহা রয়েছে। যদিও ঠিকাদারি অব্যাহত রাখতে প্রতি তিন মাস অন্তর আঞ্চলিক খাদ্য অধিদপ্তর থেকে দরপত্র রিনিউ করে নিয়েছে। এই কাজের ‘খরচ’-এর জন্য প্রতি সদস্যকে প্রতি তিন মাস অন্তর তিন হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে। শুধু অফিস খরচের জন্য সিন্ডিকেটটি ১০ বছরে চাঁদাবাজি করেছে পাঁচ কোটি টাকা।

তারা জানান, ২০১২ সালে দরপত্রের মাধ্যমে দুই বছরের জন্য খাদ্য পরিবহনের কাজ দেয় অধিদপ্তর। ওই সময় ঠিকাদার ছিলেন ৪১০ জন। সেই সময় অফিস ম্যানেজের জন্য সদস্যদের কাছ থেকে এককালীন ২০ থেকে ২৫ হাজার টাকা করে আদায় করে কমিটি। যার পরিমাণ প্রায় কোটি টাকা। এরপর ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দরপত্র ছাড়াই পরিবহন কাজ করেন ঠিকাদাররা। এই চার বছরও প্রতি তিন মাস অন্তর তিন হাজার টাকা করে চার বছরে প্রায় দুই কোটি টাকা আদায় করা হয়। ২০১৮ সালে দরপত্র আহ্বান করে ২০২০ সাল পর্যন্ত নিয়মমতো খাদ্য পরিবহন করলেও ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সেই পুরোনো কায়দায় দরপত্রবিহীন কাজ করছেন ঠিকাদাররা। ২০১৮ সালে ঠিকাদারের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৮ জন। তাদের কাছ থেকে প্রতি তিন মাসে আদায় করা হয় ১৪ লাখ ৪ হাজার টাকা। বছরে আদায় করা হয় ৫৬ লাখ ১৬ হাজার টাকা। সে হিসাবে সর্বশেষ ৪ বছরে চাঁদাবাজি করেছে ২ কোটি ২৪ লাখ টাকা। সিন্ডিকেটটি গত এক যুগে শুধু ঠিকাদারদের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে ৫ কোটি টাকা।

সাধারণ ঠিকাদারদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক ১৪ বছর আগে প্রভাব খাটিয়ে খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের ঠিকাদার সমিতির সভাপতি নির্বাচিত হন। প্রতি দুই বছর অন্তর সমিতির নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও ২০২৪ পর্যন্ত সেখানে আর কোনো নির্বাচন হয়নি। প্রতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি ঘোষণা করা হয়। এভাবে খাদ্য নিয়ন্ত্রণ অফিস নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। ২০১৮ সালের পর থেকে চট্টগ্রামে আর নতুন করে কোনো ঠিকাদারও অন্তর্ভুক্ত হতে পারেননি। 

ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ টিটু খবরের কাগজকে বলেন, ‘একটি পক্ষের একচ্ছত্র আধিপত্য ভাঙতেই তারা নির্বাচন করেছেন। প্রতি তিন মাস অন্তর দরপত্র রিনিউ করতে কত টাকা খরচ করতে হয় তা তারা জানেন না। অথচ প্রতি সদস্যের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করা হয়েছে। নির্বাহী কমিটিতে উভয় পক্ষের নেতৃত্ব থাকলে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হওয়ার সুযোগ বেশি থাকে। আমরা সেটাই চেয়েছিলাম। কিন্তু তারা চায় না সংগঠনে স্বচ্ছতা আসুক।’ 

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হত্যাসহ একাধিক মামলার আসামি হয়ে মাহমুদুল হক আত্মগোপনে। তার অবর্তমানে নির্বাচন ও ব্যবসা দেখভালের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা মাসুদ। মাসুদের নামে বেনামে একাধিক ঠিকাদারি লাইসেন্স রয়েছে। গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত সমিতির নির্বাচনি প্রচার, মনোনয়ন ফরম জমাদান কিছুতেই ছিলেন না মাহমুদুল হক। প্রতিপক্ষরা বলছেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা থাকায় তিনি পালিয়ে ভারতে চলে গেছেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে নির্বাচন করেছেন? তার স্বাক্ষর কে দিয়েছেন? নিশ্চয় জালিয়াতি হয়েছে।

আরেক ঠিকাদার ও নির্বাচনে সভাপতি প্রার্থী এস এম আবুল মনসুর খবরের কাগজকে বলেন, মাহমুদুল হকের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট যে চাঁদা আদায় করেছে, তার ভাগ অধিদপ্তরের কর্মকর্তারা পাননি। তার কাছে কেউ ভয়ে টাকা দাবি করতে পারতেন না। অথচ সদস্যদের কাছ থেকে কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে।

মাহমুদুল হকের ঘনিষ্ঠ ও ব্যবসায়ী অংশীদার আবদুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, মাহমুদুল হক আওয়ামী লীগ নেতা হলেও তিনি সেই প্রভাব চট্টগ্রামের সাধারণ ঠিকাদারদের মাঝে খাটাননি। বরং তিনি সবাইকে শান্তিতে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। তিনি যতদিন ধরে ঠিকাদারদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন ততদিন ধরে সব ঠিকাদার লাভবান হয়েছেন। কর্তৃপক্ষের কাছ থেকে ঠিকাদার স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কিছু তিনি সহজেই আদায় করতে পারেন। তাই তিনি জনপ্রিয়। এ কারণে কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই তিনি ভোটে এগিয়ে আছেন বলে তারা শুনেছেন। 

জানতে চাইলে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী খবরের কাগজকে বলেন, মামলার কারণে তারা খাদ্য পরিবহনে দরপত্র আহবান করতে পারছেন না। একটি মামলা হয়েছে নারায়ণগঞ্জে, অপরটি ঢাকায়। যে কারণে বাধ্য হয়ে প্রতি তিন মাস অন্তর দরপত্র রিনিউ করে দিচ্ছেন। জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দুটি গ্রুপ তদবির করছে। আদালতের সিদ্ধান্ত পেলে নতুন করে দরপত্র আহ্বান করা যাবে। তাতে সরকার রাজস্ব পাবে। দরপত্র রিনিউর সময় অবৈধ লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

তথ্যমতে, দেশে সরকারিভাবে আমদানি করা খাদ্যশস্যের বেশির ভাগই আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। এ ছাড়া দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকেও ক্রয়কৃত খাদ্যশস্য সংরক্ষণে চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাটে রয়েছে খাদ্যগুদাম। গম মজুতে পতেঙ্গায় রয়েছে সাইলো। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সরকারের বিভিন্ন বাহিনীর রেশনের চাল, গম এবং সরকারি খাদ্যবান্ধব প্রকল্পের খাদ্য চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন খাদ্যগুদামে পৌঁছে দেওয়ার জন্য এসব ঠিকাদার নিয়োগ করা হয়।

ডুবতে বসেছে গুলিবিদ্ধ মোশাররফের স্বপ্ন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
ডুবতে বসেছে গুলিবিদ্ধ মোশাররফের স্বপ্ন
দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বিছানায় মোশাররফ হোসেন। ছবি: বাসস

স্বপ্ন ছিল দুই মেয়েকে কষ্ট করে হলেও পড়ালেখা শিখিয়ে মানুষ করার। কিন্তু সেই স্বপ্ন এখন ডুবতে বসেছে। পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় মোশাররফ হোসেন (৪০)। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই নিজের আর পরিবারের ভাগ্য নিয়ে হতাশায় ভুগছেন তিনি। 

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোশাররফ হোসেন। সেখানে দেখা যায়, পায়ে ব্যান্ডেজ নিয়ে বেডে শুয়ে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। দুই পায়ে গুলি লাগলেও তার ডান পায়ের অবস্থা বেশি খারাপ। চিকিৎসকরা সর্বশেষ ড্রেসিং করে ক্ষত স্থানে সেলাই করেছেন। 

তিনি বলেন, ‘এখন আমার কোনো আয় নেই। বাবা মসজিদের মুয়াজ্জিন হিসেবে যা পান তা দিয়েই কোনোমতে সংসার চলছে। আমার পায়ের সঙ্গে যেন পুরো পরিবারও পঙ্গু হয়ে গেছে। সাতজন মানুষের সংসার কীভাবে চলবে? ঢাকা মেডিকেলে আসার আগে জমানো প্রায় এক লাখ টাকা খরচ হয়ে গেছে। সরকার এক লাখ টাকা দিয়েছে, তাতে কিছুই হয়নি।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমি চাই আমার পা ঠিক হোক। আমি যেন কাজ করে খেতে পারি। ১ লাখ, না ৫ লাখ টাকা দিলেও আমার তো চলবে না। আমার চাওয়া হলো, পা যাতে ঠিক হয়ে যায়। আমি যেন নিজে পরিশ্রম করে খেতে পারি। মেয়ে দুটিকে মানুষ করতে পারি। পুরো পরিবার নিয়ে যেন খেয়ে-পরে বাঁচতে পারি।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে রাস্তায় মানুষের ঢল নামে। এ সময় বিজয় মিছিল বের করা হয়। মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। তারা নানাদিক থেকে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। মোশাররফও সেদিন বিজয় মিছিলে অংশ নিয়ে মাওনা চৌরাস্তার সামনে গেলে গুলিতে আহত হন। 

মোশাররফ হোসেনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের শালীহর গ্রামে। তার বাবা মো. নাজিমউদ্দিন (৬৫) এবং মা নূরজাহান বেগম (৫৫)। সংসারে দুই মেয়ে ও স্ত্রী ছাড়াও রয়েছেন বাবা-মা ও এক বিধবা বোন। মোশাররফের বড় মেয়ে শারমিন আক্তার মিম (৮) মাওনায় একটি মাদরাসায় পড়ছিল। বাবা আহত হওয়ার পর যাতে লেখাপড়া বন্ধ হয়ে না যায় সে জন্য তাকে গ্রামের স্কুলে ভর্তি করা হয়েছে। ছোট মেয়ে জিনিয়া আক্তার মিমের বয়স আড়াই বছর। পোশাককর্মী মোশাররফের আয়ের ওপরই চলত সাতজনের ভরণপোষণ। 

শুরু থেকেই মোশাররফ বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেদিনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সেদিন ছিল ৫ আগস্ট। আমি মাওনা চৌরাস্তার সামনে বিজয় মিছিলে ছিলাম। সৌখিন ও এনা পরিবহনের দুটির বাস ঢাকার দিকে যাচ্ছিল। পরে বাস দুটির গতিরোধ করে ছাত্র-জনতা। এ সময় বাসে থাকা অস্ত্রধারীরা গুলি চালানো শুরু করে। তাদের ছোড়া গুলি এসে আমার পায়ে লাগে বিকেল ৪টার দিকে। তার আগেই দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলি লাগার পর ছাত্র ভাইয়েরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢাকায় ঢোকার তখন সুযোগ ছিল না। শেখ হাসিনা যাওয়ার পরও ছাত্রলীগ তাণ্ডব চালাচ্ছিল। ময়মনসিংহ হাসপাতালে ঢোকার ১০ মিনিট পরই শুনতে পাই, গেটে ছাত্রলীগ ঝামেলা করেছে। কোনো লাশও ঢুকতে দিচ্ছে না। হাসপাতালে ঢোকার পর চোখের সামনেই একটা ছেলের মৃত্যু হয়। আধা ঘণ্টা পর দেখি আরও লাশ আসছে। জানতে পারি ছাত্রলীগ আন্দোলনকারী কাউকে পেলেই কুপিয়ে হত্যা করছে। আমার প্রচুর রক্ত বের হচ্ছিল, পাশাপাশি চলছিল স্যালাইন। পরে চিকিৎসকরা ড্রেসিং করে সেলাই করে দেন।’

মোশাররফ বলেন, ‘১৩ আগস্ট ময়মনসিংহ থেকে ঢাকার শেরেবাংলা নগরে ভাসকুলার ডিজিজ হাসপাতালে আমাকে রেফার করা হয়। গত ১৯ আগস্ট সেখান থেকে আবার পাঠানো করা হয় ঢামেকে। সেই থেকে আমি এখনো ঢামেকে চিকিৎসাধীন। এর মধ্যে দুবার অপারেশন হয়েছে। রক্তনালি জোড়া দেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন পর আবার ছুটে যায়। ভেতরে ইনফেকশনও হয়ে যায়। ডাক্তার জানিয়েছেন ড্রেসিং করে রাখতে হবে। শুনেছি চিকিৎসার জন্য আমাকে বিদেশ পাঠানোর সুপারিশ করা হয়েছে। আমি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি সবার কাছে এই দোয়া চাই।’

ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘মোশাররফের ডান পায়ের ঊরুতে গুলি লেগেছে। এতে পায়ের প্রধান রক্তনালি ছিঁড়ে গেছে। আমাদের এখানে তাকে কৃত্রিম রক্তনালি দিয়ে গ্রাফ করা হয়। গ্রাফ করে প্রাইমারি কাজ চালু করা হয়। পরবর্তী পর্যায়ে এই গ্রাফটা টেকেনি। রক্তনালি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়। তারা তার বিদেশ যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে। এই রোগীর বিষয়ে অমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’

সরকারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে মোশাররফ বলেন, ‘আমার পাসপোর্ট তৈরির জন্য সব কাগজপত্র নেওয়া হয়েছে। কিন্তু আমার এনআইডিতে একটু সমস্যা আছে, তাই পাসপোর্ট হচ্ছে না। তারা চেষ্টা করছে বলে জানিয়েছে।’
সূত্র: বাসস

লণ্ডভণ্ড কমিউনিটি পুলিশিং

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ এএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম
লণ্ডভণ্ড কমিউনিটি পুলিশিং
খবরের কাগজ গ্রাফিকস

‘আগে রাত হলেই পাড়া-মহল্লায় পুলিশের টহল ও আনাগোনা দেখা যেত। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ সদস্যরা আড্ডা দিতেন, তারা গল্প করার পাশাপাশি মহল্লার নানা খোঁজখবর নিতেন। এতে করে মনে একটা সাহস বা স্বস্তি কাজ করত। এখন আর কাউকেই দেখা যায় না। রাত হলে এলাকায় চুরি-ছিনতাইয়ের আতঙ্ক বাড়ে।’

কথাগুলো বলেছেন রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার জেরিন নিবাসের তত্ত্বাবধায়ক মো. ইয়ানুস আলী। কেবল তিনি নন, একই বিষয়ে আলাপকালে প্রায় অভিন্ন মন্তব্য পাওয়া গেছে আরও কয়েকজনের কাছ থেকেও। আলাপকালে তারা বলেছেন, পুলিশের সামাজিক নেটওয়ার্ক হিসেবে পরিচিত ‘কমিউনিটি পুলিশিংয়ের’ মাধ্যমে আগে পাড়া-মহল্লার স্থানীয়দের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করত থানা পুলিশ। কিন্তু জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর আগের কাঠামোর পাশাপাশি ‘কমিউনিটি পুলিশিং’ লণ্ডভণ্ড হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিগত সরকারের সময়ে কমিউনিটি পুলিশের সঙ্গে কাজ করতেন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী। কিন্তু সরকার পতনের পরই তাদের বেশির ভাগ এলাকা ছেড়ে চলে গেছে। অনেকেই এখন আত্মগোপনে। তবে বিএনপি বা অন্য কোনো সংগঠনের নেতা-কর্মীদের এখনো এর সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। ফলে কমিউনিটি পুলিশে লোকবল বলতে এখন আর কিছুই নেই। 

জানা গেছে, মূলত লোকবল সংকটের কারণেই কমিউনিটি পুলিশের ধারণা তৈরি হয়েছিল। বিপুল জনসংখ্যার এই দেশে আনুপাতিক হিসেবে পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। সংশ্লিষ্টদের হিসাবমতে, গড়ে ৮১২ নাগরিকের জন্য দায়িত্বে রয়েছেন একজন মাত্র পুলিশ সদস্য। অথচ ভারতে এবং উন্নত বিশ্বে পুলিশ সদস্যের এই আনুপাতিক হার চার থেকে পাঁচগুণেরও বেশি। 

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান খবরের কাগজকে বলেন, “কমিউনিটি পুলিশিং এখন প্রায় পুরোপুরি বন্ধ আছে। কমিউনিটি পুলিশের আগে যেসব কমিটি ছিল, সেগুলোর আর অস্তিত্ব নেই। এ ছাড়া ওই সব কমিটির প্রধান বা মূল ব্যক্তিদের নিয়েও আগে স্বেচ্ছাচারিতা বা পক্ষপাতের অনেক অভিযোগও ছিল। সবমিলে কমিউনিটি পুলিশিং নতুন করে আর সচল করা হয়নি। তবে বর্তমানে পুলিশের উদ্যোগে ‘নাগরিক কমিটি’ বা সিটিজেন ফোরাম নামে নতুন কার্যক্রম শুরু করা হয়েছে।” 

নাগরিক কমিটি সম্পর্কে ডিসি তালেবুর রহমান বলেন, ‘এটি কমিউনিটি পুলিশিংয়ের মতো নয়, নাগরিক কমিটির কাজ মূলত পুলিশকে পরামর্শ ও মতামত দিয়ে সহায়তা করা। সবেমাত্র কাজটি শুরু হয়েছে। নাগরিক কমিটি সংশ্লিষ্ট থানার আওতাধীন সমাজের গণমান্যদের নিয়ে গঠন করা হয়েছে। থানা পুলিশ তাদের নিয়ে মাঝেমধ্যে মতবিনিময়সহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে।’

এ বিষয়ে মাঠপর্যায়ের পরিস্থিতি জানতে গত শনিবার (৭ ডিসেম্বর) কথা হয় ডিএমপির একাধিক থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে। তাদের মধ্যে তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন খবরের কাগজকে বলেন, ‘আমার থানার আওতায় বর্তমানে নাগরিক কমিটি বা সিটিজেন ফোরামের কার্যক্রম চলছে। এটি পুলিশের নতুন উদ্যোগ। যে উদ্যোগের মধ্যে আমরা নাগরিকদের কাছ থেকে প্রত্যাশাগুলো জানতে চাচ্ছি। পুলিশের দৈনন্দিন কাজের বিষয়েও পরামর্শ নিচ্ছি। গত ৫ ডিসেম্বর তেজগাঁও থানার হলরুমে দলমত নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষ নিয়ে আমরা মতবিনিময় করেছি। যেখানে সাংস্কৃতিক কর্মী, খেলোয়াড়, চিকিৎসক, শিক্ষক, একাধিক ধর্মীয় নেতাও অংশ নেন।’ তিনি বলেন, ‘আগে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে পুলিশ জনগণের কাছে গিয়ে পাড়া-মহল্লার নানা তথ্য সংগ্রহসহ অভিযানিক সহায়তা নিত। বর্তমানে এ কাজগুলো পুরোপুরি বন্ধ আছে। তবে শিগগিরই এ-জাতীয় পুলিশিং আবারও শুরু হবে বলে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।’

একই বিষয়ে আলাপকালে রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন খবরের কাগজকে বলেন, ‘সমাজের সম্মানিত নাগরিকদের সম্পৃক্ত করে আমরা ইতোমধ্যেই নানা বিষয়ে কাজ শুরু করেছি। জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করলে আমরাও সহজেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটাতে পারব।’ 

এ বিষয়ে সামাজিক অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ড. তৌহিদুল হক খবরের কাগজকে বলেন, ‘আমাদের দেশে অপরাধের যে ধরন ও বাস্তবতা, সে অনুসারে সমাজের সহযোগিতা বা ভূমিকা ছাড়া পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ জন্য কমিউনিটি পুলিশিং খুবই কার্যকরী ও গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত সময়ে অনেক ক্ষেত্রে এই কমিউনিটি পুলিশিং রাজনৈতিক প্রভাবে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে বলে আমরা জানতে পারি। ফলে রাজনৈতিক  গুরুত্ব না দিয়ে দলমত নির্বিশেষে সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের কমিটিতে রেখে কমিউনিটি পুলিশিং করা গেলে খুব ভালো ফল পাওয়া যাবে।’ 

ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক আরও বলেন, ‘গ্রামীণ প্রেক্ষাপটে বর্তমানে জমিজমা দখল বা মালিকানা বিরোধ, কিশোর অপরাধ, চুরি, ছিনতাই, মাদকসহ নানা সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত কমিউনিটি পুলিশিং অথবা এই বৈশিষ্ট্যের কোনো ব্যবস্থা চালু করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে পুলিশিং করা গেলে সমাজের অপরাধ অনেকাংশে কমে আসবে।’

এ প্রসঙ্গে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা খবরের কাগজকে বলেন, ‘কমিউনিটি পুলিশিং অবশ্যই প্রয়োজন। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে- পুলিশের কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করা। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আছে। সেটা যেকোনো নামে বা ‘ফরম্যাটে’ হতে পারে। কারণ একটি দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য বিরাটসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব হয় না। তখন পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধ গড়ে সমাজ তথা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয়। তাছাড়া জনগণকে সম্পৃক্ত করে পুলিশিং করলে বড়সংখ্যক পুলিশের প্রয়োজনও হবে না।’ 
নুরুল হুদা আরও বলেন, ‘কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক থাকলে অপরাধসংক্রান্ত আগাম তথ্য পাওয়া যায়, তাতে করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে। আবার কোনো অপরাধ ঘটে গেলেও তদন্তে ভালো সহযোগিতা পাওয়া যাবে। ফলে কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ।’

৮১২ নাগরিকের জন্য পুলিশ সদস্য মাত্র ১ জন: পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, সর্বশেষ আদম শুমারি অনুসারে বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৩৫ লাখ ২০ হাজার (১৭৩.৫২ মিলিয়ন)। অপরদিকে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, বাংলাদেশ পুলিশে বর্তমানে মোট জনবলের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৪। সে হিসাবে দেখা যাচ্ছে, প্রতি ৮১২ জন নাগরিকের জন্য পুলিশ সদস্য মাত্র ১ জন।

বিশ্লেষকরা মনে করেন, বৃহৎ জনসংখ্যার আনুপাতিক হিসেবে পুলিশ সদস্য অপ্রতুল। তাই কমিউনিটি পুলিশিংয়ের মতো যেকোনো ব্যবস্থায় জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে না পারলে পুলিশের একার পক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব নয়।

কমিউনিটি পুলিশিং কী: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ও উইকিপিডিয়ার তথ্যমতে, লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাতা রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি থেকেই মূলত কমিউনিটি পুলিশিংয়ের ধারণা আসে। কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারত্ব প্রতিষ্ঠার একটি পুলিশিং দর্শন। বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডে জনগণের অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে র্কাযকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশে কমিউনিটি পুলিশিং যেভাবে শুরু: ১৯৯৪ সালে দেশে প্রথম কমিউনিটি পুলিশিংয়ের ধারণা থেকে মাঠপর্যায়ে কাজ শুরু হয়। তৎকালীন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম‍ শহীদুল হক, যিনি পরবর্তী সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন। তিনিই মূলত এই ব্যবস্থার বিকাশ ঘটান। সে সময় ময়মনসিংহে হঠাৎ করেই বেড়ে যায় চুরি, ছিনতাই। উদ্ভূত পরিস্থিতিতে তৎকালীন এসপি আহমাদুল হক গঠন করেন ‘টাউন ডিফেন্স পার্টি’। এটি মূলত কমিউনিটি পুলিশিংয়ের একটি অংশ। ঠিক সে সময়ে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল হক কমিউনিটি পুলিশিং নিয়ে কাজ শুরু করেন, যা পরবর্তী সময় ডিএমপিসহ সারা দেশে ছড়িয়ে দেন। কমিউনিটি পুলিশিংয়ের যাবতীয় কর্মকাণ্ড অপরাধ প্রতিরোধ তথা অপরাধ যাতে ঘটতে না পারে সেই লক্ষ্যে পরিচালিত হয়ে থাকে।

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });