
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের করুণ মৃত্যুর ঘটনায় এখনো শেষ হয়নি তদন্ত। এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরও টনক নড়েনি ঘটনার জন্য দায়ী থাকা সংশ্লিষ্টদের। ভয়ানক এ ট্র্যাজেডির পর জড়িতরা ধরাছোঁয়ার বাইরে থাকায় চরম হতাশ ও ক্ষুব্ধ প্রিয়জন হারানো স্বজনেরা।
তদন্তসংশ্লিষ্টরা বলেছেন, বেইলি রোডের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রায় শেষের দিকে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের ভয়াবহতার জন্য ভবনের কাঠামোগত ত্রুটিকে দায়ী করেছেন তদন্তসংশ্লিষ্টরা। তাদের মতে, ভবন নির্মাণে অগ্নিনিরাপত্তার প্রশ্নে প্রচলিত নিয়মনীতির ৯৫ শতাংশই ব্যত্যয় ঘটানো হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ প্রসঙ্গে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো দক্ষিণ) মো. আনিচুর রহমান খবরের কাগজকে বলেন, ‘৪৬ জন মানুষের জীবন গেছে, এটি একটি বড় ঘটনা। আমাদের দেশে এ ধরনের ঘটনায় আগে কোনো মামলা হয়নি। এ ধরনের মামলা আমাদের জন্য নতুন। যেমন- পুরান ঢাকার নিমতলীর ঘটনায় কোনো মামলা হয়নি। তাই আমরা চাচ্ছি না কোনো ভুলত্রুটি নিয়ে সামনে এগোই। তদন্তে তাড়াহুড়ো করছি না, আবার যাতে কোনো গাফিলতি না হয় যেদিকেও সতর্ক রয়েছি।’
তিনি বলেন, ‘বড় অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় বেশ কয়েকটি সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। সবার রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। তবে আশা করি দ্রুত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ হবে। আমরা একটি বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও নির্ভুল তদন্ত রিপোর্ট দিতে পারব।’
তদন্তসংশ্লিষ্টরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে অগ্নিনিরাপত্তার ঘাটতির বিষয়ে নানা তথ্য উঠে এসেছে। বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাজউক ভবনের নকশা অনুমোদন করলেও এতে রেস্তোরাঁ ব্যবসার অনুমতি ছিল না। কিন্তু ভবনের বেজমেন্ট (গাড়ি পার্কিংয়ের স্থান) ছাড়া সব কয়টি ফ্লোরে ছিল রেস্তোরাঁ। এ কারণে ভবনে যে ঝুঁকি তৈরি হয়েছে, সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবনের অগ্নিনিরাপত্তার পরিকল্পনা অনুমোদন করা হয়নি। পুরো ভবনের বিভিন্ন ফ্লোরে, সিঁড়িতে একের পর এক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল। ভবনে সিঁড়িও ছিল মাত্র একটি। এমনকি বিভিন্ন রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারের পাশেও রাখা ছিল গ্যাস সিলিন্ডার। ভবনের নিচতলার ‘চুমুক’ নামের চা-কফির দোকানের ইলেকট্রিক চুলায় বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত। সেখানে গ্যাস সিলিন্ডারের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ছাড়া ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি না থাকায় মানুষ চেষ্টা করেও বের হতে পারেননি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী খবরের কাগজকে বলেন, গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেবা সংস্থাগুলোর গাফিলতি রয়েছে। ভবন নির্মাণ ও ব্যবহারে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলো অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করেনি। ভবন ব্যবহারের সনদ বা অকুপেন্সি সার্টিফিকেট গ্রহণসংক্রান্ত নির্দেশনাও মানেননি সংশ্লিষ্টরা। এ ছাড়া বহুতল ভবনের অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের সনদও ছিল না। এই ভবনে অগ্নিনিরাপত্তামূলক ৯৫ শতাংশ নিয়ম মানা হয়নি।
তিনি বলেন, ‘চুমুক’ নামের চা-কফির দোকানের পুরোনো কেতলি বিস্ফোরণ হয়ে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। রেস্তোরাঁগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ফলে সেগুলো বিস্ফোরিত হয়ে ৫ মিনিটের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ভবনের ছাদ বন্ধ থাকায় প্রাণহানি হয়েছে বেশি। তিনি আরও বলেন, দেশে তিন লাখেরও বেশি রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এই খাতকে নিরাপদ রাখতে অবশ্যই নিয়ম মানতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে দুর্ঘটনা বাড়বে। নিয়ম মানলে দুর্ঘটনা রোধ করা যাবে।
সম্প্রতি বেইলি রোডের সেই ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের সামনে গিয়ে দেখা যায়, ভবনটি অনেকটা কঙ্কালসার অবস্থায় রয়েছে। ভেতরে গিয়ে দেখা যায়, আগুনের লেলিহান শিখায় প্রতিটি দোকানের আসবাবপত্র পুড়ে কয়লা অবস্থায় পড়ে আছে। পুড়ে যাওয়া কাচ ও আসবাবের টুকরো পুড়ে কয়লা হয়ে পড়ে ছিল মেঝেতে। এখনো পুলিশি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনটিকে। শুরু হয়নি ভবনটির সংস্কারকাজ। তবে বেইলি রোডে কর্মচাঞ্চল্য দেখা যায় আগের মতোই। খোলা ছিল বেশির ভাগ শপিংমল ও শোরুম। এমনকি পিঠাঘর ও নানা রেস্তোরাঁয় রান্না ও খাবারের পসরা ছিল জমকালো। ফুটপাতেও বসেছিল ফুচকা, চটপটি, মুড়ি মাখানোর দোকান।
সরেজমিন সেখানে গেলে কথা হয় পুড়ে যাওয়া ভবনের দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজার মোশাররফের সঙ্গে। তিনি খবরের কাগজকে বলেন, ‘মাঝেমধ্যে তদন্তের কাজে ভবন দেখতে পুলিশ আসে। তারা জানিয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি। শুনেছি শিগগিরই ভবনের সংস্কারকাজ শুরু হবে।’ তিনি বলেন, অনেক দিন হয়ে গেল, এটার কোনো সুরাহা হয়নি।
অন্যদিকে নিহতের স্বজনরা এবং প্রাণে বেঁচে ফেরা অনেকেই দাবি করছেন এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একধরনের হত্যাকাণ্ড। ঘটনার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের স্পষ্ট কারণ ও দায়ী কারা সেসব জানতে পারেননি নিহতদের স্বজনরা। ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধেও তেমন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানও তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে বিষয়টিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্বজনরা। তদন্ত কর্মকর্তাদের সঙ্গে গোপন যোগাযোগ করে তদন্ত প্রতিবেদন নিজেদের সুবিধামতো করার পাঁয়তারা করে যাচ্ছে বলেও একাধিক ভুক্তভোগী পরিবার অভিযোগ করে।
এ প্রসঙ্গে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বৃষ্টি খাতুনের (অভিশ্রুতি শাস্ত্রী) বাবা শাবলুল আলম খবরের কাগজকে বলেন, ‘বৃষ্টি আমার প্রথম সন্তান। রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ সন্তানের মুখটা চোখে ভাসে। সন্তান হারানোর ব্যথা কজন বোঝে। চোখের জলে বুক ভেসে যায়। কেউ খবর নেয় না। প্রায় এক বছর হয়ে গেল, আগুন লাগার কারণ জানা গেল না। এটি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটি হত্যাকাণ্ডও হতে পারে। ধামাচাপা দেওয়ার জন্য তদন্ত পিছিয়ে যাচ্ছে।’
ক্ষোভ প্রকাশ করে শাবলুল আলম বলেন, ‘আমার মেয়ের লাশ নিয়ে অনেক বিভ্রান্তি ছাড়ানো হয়েছিল। বলা হয়েছিল আমার মেয়ের নাম অভিশ্রুতি, সে হিন্দু। আমি নাকি তার বাবা না। টাকা পাওয়ার জন্য বাবা সেজেছি। যাহোক, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
বেইলি রোডে এই বহুতল ভবনে সন্তানসহ আটকে পড়েছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। তিনি খবরের কাগজকে বলেন, ‘১০ মাস শেষ হয়েছে, এখনো তদন্ত প্রতিবেদন হয়নি। এত বড় ঘটনা, এত মানুষের জীবন গেলেও এখন মনে হচ্ছে এটি সামান্য ছিল। এটাকে আমি গাফিলতিই বলব।’
তিনি বলেন, ‘আমাদের একটি সমস্যা হচ্ছে কোনো কিছু ঘটলে ঘটনার পর পরই দৌড়ঝাঁপ শুরু হয়। পরে আমরা তা ভুলে যাই। আমার সন্তানরা এখনো ওই ভবনের সামনে দিয়ে গেলে তাদের গা শিউরে ওঠে, আতঙ্কিত হয়।’ তিনি বলেন, নিয়ম না মেনে যারা ভবন করেছে, অগ্নিনিরাপত্তার সার্টিফিকেট নেয়নি, রেস্তোরাঁ চালিয়েছে, জরুরি নির্গমন পথ বন্ধ করে করে যারা সিঁড়িতে গ্যাসের সিলিন্ডার রেখেছে তাদের আইনের আওতায় আনা জরুরি। কিন্তু এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। এ ছাড়া সরকারি যেসব সংস্থার এসব দেখভালের দায়িত্ব ছিল তারাও তা করেননি, এদেরও বিচার হওয়া উচিত।’
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রমনা থানায় মামলা করা হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাত সদস্যের তদন্ত কমিটি ২৭ মার্চ প্রতিবেদন জমা দেয়। তা ছাড়া প্রতিবেদন দিয়েছে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি এবং তিতাসের কমিটিও।