ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

দেশেই ক্যানসারের ওষুধ উদ্ভাবন!

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ এএম
দেশেই ক্যানসারের ওষুধ উদ্ভাবন!
আবু সালেহর উদ্ভাবিত ওষুধ সেবনে ইতোমধ্যে অনেকেই ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন।

সুবর্ণা আক্তার (৪৪)। পেশায় গৃহিণী। থাকেন রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায়। দুই সন্তানের জননী তিনি। স্বামী-সন্তান নিয়ে খুব ভালোই দিন কাটছিল তার। হঠাৎ করে ২০২২ সালে সুখের সংসারে কালো ছায়া হিসেবে নেমে এল মরণব্যাধি ক্যানসার। এরপর তিনি মহাখালীর ক্যানসার হাসপাতালে কেমোথেরাপি নেওয়া শুরু করেন। সেখানে অনেক ভোগান্তির কারণে চারটি নিয়ে রাগ করে কেমোথেরাপি নেওয়া বন্ধ করে দেন। এরপর তার অপারেশন হয়। বাংলাদেশে আসা ভারতীয় ডাক্তারও দেখিয়েছেন। তার পরামর্শে দেশের উন্নত মানের বেসরকারি হাসপাতালে ৩০টি রেডিওথেরাপিও নিয়েছেন। রেডিওথেরাপি দেওয়ার পর এবং ওই হাসপাতালের ডাক্তারের দেওয়া নানা ধরনের ওষুধ খেয়েও তার কোনো উন্নতি হয়নি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকে।

ক্যানসার ব্রেস্ট থেকে শরীরের অন্য স্থানেও ছড়িয়ে যায়। সারাক্ষণ তার বুকে অসহ্য যন্ত্রণা হতে থাকে। কোনোভাবেই সেই যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। আর চেহারা এমন হয়েছিল যে, বাড়ির লোকজনও তাকে চিনতে পারছিলেন না। এরই মধ্যে তিনি খোঁজ পান আবু সালেহর উদ্ভাবিত ইবিথেরাপির। আবু সালেহর কাছে যাবেন এমন পরিকল্পনার মধ্যেই মারা যান তার বাবা। যেতে হয় গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখান থেকে ফিরে গত ৪ জানুয়ারি সুবর্ণা ইবিথেরাপি নেওয়া শুরু করেন।

সুবর্ণা বলেন, ‘২০২৪ সালের ২২ ডিসেম্বর আমার আব্বু মারা গেছেন। আমি বাড়িতে গেছি। লোকজন আমাকেই জিজ্ঞেস করছেন সুবর্ণা আসেনি ঢাকা থেকে! মানে কেউ চিনছে না আমাকে- অবস্থা এত খারাপ ছিল! সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মানুষজনই বলছেন, আমার অনেকটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। অনেক ভালো আছি।’

তিনি বলেন, ‘প্রথমে আমার কৌতূহল হলো- ইবিথেরাপি কী? কারেন্টে শক দেবে নাকি? মানে বোঝার চেষ্টা করলাম। তারপর ওনার কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। শুরুর এক সপ্তাহের মধ্যে লক্ষ করলাম ব্যথা কিছুটা কমতে শুরু করেছে। পরের সপ্তাহে আরও কমে গেল। ক্যানসারের চিকিৎসা শুরুর পর এর আগে কখনো এত ভালো ফিল করিনি। আমি অনেকটা সুস্থ।’

সুবর্ণা জানান, সকালে ও রাতে দুটি করে ট্যাবলেট ও পানিজাতীয় একটি ওষুধ খাচ্ছেন। আর কয়েকটি ইনজেকশনও দিয়েছেন। সপ্তাহে একটি করে ইনজেকশন দিতে হয়। এটি আট সপ্তাহ দিতে হবে। আরেকটি ইনজেকশন মাসে দুটি করে দিতে হচ্ছে। এই কোর্স শেষ হলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী।

সুবর্ণার চিকিৎসা এখনো চলমান। তবে আবু সালেহর উদ্ভাবিত ওষুধ সেবনে ইতোমধ্যে অনেকেই ক্যানসার থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন। তাদের একজন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সম্মানদি ইউনিয়নের দড়িকান্দির আবু বক্করের স্ত্রী জায়েদা বেগম (৬২)। ২০২২ সালের সেপ্টেম্বরের দিকে তার জরায়ুমুখে ক্যানসার দেখা দেয়। তখন তার ছেলে মো. শরিফ মুরব্বিদের পরামর্শে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যান। বিএসএমএমইউতে ছয়টি কেমো এবং ২৫টি রেডিওথেরাপি দেন। এতে তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। এরপর তাকে ব্রেকি থেরাপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ভয়ে তার মা আর ব্রেকি থেরাপি নেননি। কারণ এটি অচেতন করে দিতে হয়। এরপর ডাক্তাররা জানান তার ক্যানসার নেই। কিন্তু তার মায়ের প্রস্রাবে সমস্যা হচ্ছিল। প্রস্রাব বেধে যাচ্ছিল। 

মাসখানেক পর জায়েদা বেগমের গলা ফুলে গেল। তখন নারায়ণগঞ্জে একজন সার্জারির চিকিৎসক দেখান। এফএনএসি পরীক্ষা করে তিনি নিশ্চিত হন, জরায়ুতে যে ক্যানসারের জীবাণু ছিল গলায়ও সেই ক্যানসারের জীবাণু। বিএসএমএমইউতে মাকে চিকিৎসা করানোর সময় শরিফ এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখানে আবু সালেহর কথা জানতে পারেন। এবার গলায় ক্যানসার শনাক্তের পর তিনি সিদ্ধান্ত নেন তার কাছে যাওয়ার। 

শরীফ বলেন, ‘২০২৪ সালের এপ্রিলের দিকে ওনার কাছে যাই। তিনি তিন মাসের ডোজ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। গলায় যে টিউমার ছিল, ওষুধ খাওয়ার পর তাও মিশে গেছে। অপারেশন লাগেনি। ছয় মাস ধরে মা এখন ভালো আছেন। কোনো ওষুধ লাগছে না। তিন ডোজে ৬০ হাজার টাকা নিয়েছিলেন।’

আবু সালেহর ওষুধ সেবনে ২০১৭ সালে সুস্থ হয়েছেন নবাবগঞ্জের বন্যা আক্তার (৩৫)। তার হাত ও পায়ের আঙুলে ব্যাসাল সেল ক্যানসার ছিল। ফোর্থ স্টেজে ছিল। তার অসহ্য যন্ত্রণা হতো। ১১ মাস তিনি দেশের বিভিন্ন স্থানে ডাক্তার দেখিয়েছেন। কিন্তু কিছুতে কিছু হচ্ছিল না। শেষে দুই মাস আবু সালেহর ওষুধ খেয়ে তিনি এখন পুরোপুরি সুস্থ। বন্যা বলেন, ‘আমি বেঁচে থাকব এটি কখনোই ভাবিনি। এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আমার আর কোনো সমস্যা হয়নি।’

আবু সালেহর উদ্ভাবিত ওষুধ সেবনে এ পর্যন্ত মুমূর্ষু অবস্থার বিভিন্ন বয়সী বিভিন্ন স্টেজের ৩০ জনের বেশি ক্যানসারের রোগী সুস্থ হয়েছেন। যাদের শরীরে ক্যানসার কোষ ধ্বংসের পর তা আর ফিরে আসেনি। এদের কেউ লিভার, কেউ গলব্লাডার, কেউ স্টমাক, কেউ কেউ ইসোফেগাল, কোলো-রেক্টাল, ব্রেস্ট, মাল্টিপোল মাইয়েলোমা, বি-সেল অ্যাকিউট লিউকেমিয়া, জিহ্বা এবং ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাত্র দেড় বছরেই এই ওষুধ বাজারে আনা সম্ভব বলে দাবি করেছেন গবেষক আবু সালেহ। 

ওই গবেষকের দাবি, দীর্ঘ কয়েক বছরের গবেষণায় এই ওষুধে প্যালিয়াটিভ ম্যানেজমেন্টের রোগীও সুস্থ হয়েছেন। যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। সুস্থ হওয়া রোগীর মধ্যে ১১ জনই ছিলেন প্যালিয়াটিভ ম্যানেজমেন্টের রোগী। 

আবু সালেহ বলেন, ইবিথেরাপি অত্যন্ত ব্যয় সাশ্রয়ী। এর সফলতার হার গড়ে প্রায় ৯৫ শতাংশ। প্রাইমারি থেকে প্রথম স্টেজের ক্যানসার ৩ থেকে ৪ সাইকেল (সুস্থতার গড় হার ১০০%), দ্বিতীয় থেকে তৃতীয় স্টেজের ৪ থেকে ৬ সাইকেল (সুস্থতার গড় ৮০-৯০%) এবং প্যালিয়াটিভ স্টেজের ৬ হতে ৮ সাইকেল (১ সাইকেল = ১৫ দিন) ওষুধ গ্রহণে সম্পূর্ণরূপে ক্যানসার সেরে যায় (সুস্থতার গড় হার ৫০-৫৫%)। প্যালিয়াটিভ স্টেজের যাদের পুরোপুরি না কমে তাদের দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হয়। ইবিথেরাপির ওষুধগুলো ওরাল ও ইনজেক্টেবল উভয় ফর্মেই হয়। ওষুধটি বায়ো-সিন্থেসিস এক্সট্র্যাক্ট ফ্রম কেমিস্ট্রি থেকে উদ্ভাবিত হয়েছে বলে এর নামকরণ হয়েছে ইবিথেরাপি। ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ।

বিজ্ঞানী আবু সালেহ বিএসসি (ম্যাক. অ্যান্ড প্রোডাকশন) এবং বায়োটেকনোলজিতে লেখাপড়া করেছেন। তিনি প্যারিস কনভেনশন ফর দ্য প্রটেকশন অব ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি অ্যান্ড প্যাটেন্ট করপোরেশন ট্রিটি-১৯৭০ ওয়াশিংটনের আওতায় দুটি আবিষ্কারের জন্য আন্তর্জাতিক প্যাটেন্ট লাভ করেন। যার নম্বর যথাক্রমে ১৭৫/২০১১/১০০৫৩৪৫ এবং ১৯৫/২০১২/১০০৫৪৩৪।

একটি গবেষণা প্রতিষ্ঠানে ‘ওষুধ নয়- খাদ্যেই সুস্থতা’ প্রকল্পে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নির্বাহী গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি নিজে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। তখন তার মাথায় আসে এটি আবিষ্কারের বিষয়টি। তারপর তিনি কাজ শুরু করেন। ওষুধের সব দিক পরীক্ষা করে তারপর প্রথমে নিজের ওপর প্রয়োগ করেন। আর তাতে তিনি সুস্থ হয়ে যান।

তিনি বলেন, ‘গবেষণার নানা পর্যায়ে দেখতে পাই যে বায়োসিন্থেসিস প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, এক্লারাবিসিন অ্যান্টি-প্রলিফারাটিভগুলো ডিএনএতে কার্যকর রূপে প্রোটিন-অ্যানকোডিং তথ্যগুলো বজায় রাখতে সাহায্য করে এবং আরএনএ সেই তথ্যানুযায়ী কোষে নির্দিষ্ট মাত্রায় প্রোটিন সংশ্লেষণে সক্ষম করে তোলে। পাশাপাশি ডিএনএকে মেরামতে সাহায্যসহ ক্যানসারের অগ্রগতিকে দমন করে এবং পুনঃক্যানসারের সৃষ্টিতে বাধা দেয়। বায়োসিন্থেসিস প্রপার্টিগুলোর ক্যানসার কোষের ওপর এই কর্মক্ষমতায় আমি উদ্বুদ্ধ হই এবং এগুলোকে নিয়ে আরও উচ্চতর গবেষণা শুরু করি।’

আবু সালেহ বলেন, ‘উদ্ভাবনী তথ্যটি বাস্তবায়ন করার জন্য কয়েকজন সহ-গবেষক ও ইউনিভার্সিটির একাধিক অধ্যাপকের সমন্বয়ে একটি গবেষণা টিম গঠন করি। গবেষণা টিমের গবেষণালব্ধ ফলাফলগুলোকে পুনরায় সায়েন্স ল্যাবরেটরিসহ একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ে বারবার ক্রস চেক করিয়ে নিতাম। আর এভাবেই চলতে থাকে গবেষণা। একপর্যায়ে সফল হই। শুধু ব্রেন ক্যানসার, সারকোমা ক্যানসার, হাড়ের ক্যানসার উদ্ভাবিত ওষুধে কার্যকর কি না, তা পরীক্ষা সম্পন্ন হয়নি এখনো। এ বিষয়ে গবেষণাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

ক্যানসার রোগীর অপারেশন, কেমো, রেডিওথেরাপিসহ নানা ধরনের চিকিৎসার প্রয়োজন হয়। কেমোথেরাপি সম্পর্কে এই গবেষক বলেন, ‘কেমোথেরাপির ওষুধগুলো কোষের নিউক্লিয়াসসহ ডিএনএ ও আরএনএর কর্মক্ষমতা হ্রাস করে কোষ বিভাজনে বাধা দেয় অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটিন সংশ্লেষণে কৃত্রিম বন্ধ্যত্বের সৃষ্টি করে এবং কোষ চক্রে ডিএনএর প্রভাব রহিত হয়ে যায়। ফলে আরএনএকে ডিএনএ তখন কোনো সুস্পষ্ট প্রতিলিপি বা সংকেত পাঠাতে পারে না, ফলে ধীরে ধীরে তখন কোষের মৃত্যু ঘটে এবং সেই সঙ্গে দেহের রোগ প্রতিরোধক্ষমতাও হ্রাস পায়। এ ছাড়া কেমোথেরাপি অস্থিমজ্জা কোষ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় আক্রমণ করে ব্যাপক ক্ষতিসাধন এবং ধ্বংসযজ্ঞ চালায়! ফলে ফুসফুস, লিভার, হৃৎপিণ্ড, স্টমাক, কোলন ইত্যাদি অঙ্গে প্রদাহ তৈরি করে! এ ছাড়া মস্তিষ্কের স্নায়ুরজ্জুর স্নায়ু কোষের আবরণের ক্ষতিসাধন এবং ভাসকুলাইটিস তথা রক্তবাহী শিরা-উপশিরা, ক্যাপিলারিসহ ইত্যাদিতে প্রদাহ সৃষ্টি করে এগুলোকে সংকুচিত করে দেয়। ফলে কেমোথেরাপি চলমান কিংবা কেমো-পরবর্তী অবস্থায় শরীরের নানা অঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়ে, যা মেটাস্টিটিস নামে পরিচিত।’

তিনি বলেন, ইবিথেরাপির ওষুধগুলো কেমোথেরাপির ঠিক বিপরীত প্রক্রিয়ায় কর্মসম্পাদন করে দেহের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাসহ কোষ চক্রের দুর্বলতা এবং অসংগতিগুলোকে দূর করে নিউক্লিয়াস বা অর্গানেলের প্রোটিন সংশ্লেষণ সক্ষমতাকে পুনর্গঠন করে। ফলে ডিএনএ তার চাহিদামতো নিউক্লিয়াস থেকে প্রোটিনের জোগান পায় এবং আরএনএকে তখন সে আরও সুস্পষ্টরূপে প্রতিলিপি বা সংকেত পাঠাতে পারে। ফলে দেহের কোষ গঠিত রোগসহ টিউমার, ক্যানসার ইত্যাদি সৃষ্টি হতে বাধা দেয় এবং রোগটিকে সারিয়ে তোলে। ইবিথেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ বিধায় দুর্বল, অতিদুর্বল এবং শিশু, বয়স্ক সব মানুষই এই চিকিৎসা নিতে পারেন। 

উদ্ভাবিত ওষুধটি দেহের কোনো অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে কি না, তা দেখা হয় ২০২২-এর এপ্রিল-অক্টোবর পর্যন্ত। ট্রায়ালের শিরোনাম ছিল ‘সেফটি অ্যান্ড টক্সিসিটি স্টাডিজ উইথ মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিস অব কমবাইন্ড সিওয়ান অ্যান্ড সিটু হারবাল ফর্মুলেশন’। এই ট্রায়ালে দেখা গেছে, নির্দিষ্ট থেরাপিউটিক ডোজে ওষুধটি গ্রহণে লিভার, কিডনি, হার্ট, টেস্টোস্টোরেন, থাইরয়েড হরমোন, রক্তে গ্লুকোজ লেভেলসহ সামগ্রিক ব্লাড প্যারামিটারগুলোই পুরোপুরি সুস্থ থাকে। কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। 

এ ছাড়া ইঁদুরের ওপর আরেকটি ট্রায়াল দেওয়া হয় ভিন্ন আরেকটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে। এই ওষুধটি ক্যানসার কোষ ধ্বংস করতে পারে কি না, করলে তা কত শতাংশ এবং ওষুধ প্রয়োগে শরীরের কোনো অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে কি না, যদি না ফেলে তাহলে কোন কোন অরগানকে পুনঃপ্রতিস্থাপন করে বা কর্মক্ষম করে তোলে এবং ব্লাড প্যারামিটারগুলোর ওপর কতটুকু প্রভাব ফেলে তা দেখা হয়। তাতে দেখা যায়, উদ্ভাবিত ওষুধটি কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ক্যানসারের কোষ ধ্বংস করে। ওষুধ প্রয়োগের কারণে ব্লাড প্যারামিটার আগের তুলনায় ভালো কাজ করে। কিডনি, লিভার, হার্ট, টেস্টিস ইত্যাদি অরগানের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না। 

বিজ্ঞানী আবু সালেহ বলেন, ‘২০১৯ সালে এ বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জন্য অনেক ঘোরাঘুরি করি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরেই ঘুরেছি। কিন্তু বিষয়টি কাউকে বোঝাতে পারিনি। তখন যদি তারা বুঝতেন বা দেখতে চাইতেন, আমি কী করেছি। তাহলে এখন ওষুধটি বাজারে থাকত। বাজারে এলে ২ থেকে আড়াই লাখ টাকা খরচে একজন রোগী সুস্থ হয়ে যাবেন। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলব, তারা বিষয়টি একটু বিবেচনায় নিয়ে দেখুক।’

আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে পারে রাশিয়ার টিকা। এই টিকা শুধু ক্যানসার আক্রান্তদের শরীরেই প্রয়োগ করা যাবে। বাংলাদেশে এর একটি টিকার দাম পড়বে অন্তত ২১ থেকে ২২ লাখ টাকা। কিন্তু আবু সালেহর উদ্ভাবিত ওষুধে খচর পড়বে তার তুলনায় অনেক কম।

সিফাত/

লাটে উঠেছে নাগরিক সেবা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০১:১৯ পিএম
লাটে উঠেছে নাগরিক সেবা
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

অনেকটা স্থবির হয়ে পড়েছে স্থানীয় সরকারব্যবস্থা। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সিটি করপোরেশন, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়রদের পাশাপাশি কাউন্সিলরদের অপসারণ করায় নাগরিক সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন চেয়ারম্যানকেন্দ্রিক সেবা কার্যক্রম লাটে উঠার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতির কারণে প্রতিনিয়ত প্রয়োজনীয় সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 

বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রতিনিধি না থাকায় ঠিকঠাক নাগরিক সেবা মিলছে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে সমস্যা সমাধানেরও সুযোগ নেই। তাই আমলানির্ভর না হয়ে স্থানীয় পর্যায়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে সারা দেশে নেটওয়ার্ক তৈরি করে নাগরিক সেবা বাড়ানো যেতে পারে।

জনপ্রতিনিধিদের সরিয়ে সরকারি প্রশাসক নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। আর ওয়ার্ড পর্যায়ে ‘ওয়ার্ড সচিব’ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা সপ্তাহে দুই দিন ছুটিতে থাকেন। বাকি পাঁচ দিন দুপুরের পর তাদের আর কার্যালয়ে পাওয়া যায় না। এ ছাড়া নিজ দপ্তরের কাজে তারা মাঝে মধ্যে জেলার বাইরে থাকেন। এতে আগের মতো সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। 

 জন্মসনদ, নাগরিক ও মৃত্যুর নিবন্ধনসহ চারিত্রিক, উত্তরাধিকার সনদ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার সত্যায়িত সনদের পাশাপাশি বিভিন্ন প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় যাচাইকারী হিসেবে স্বাক্ষর দিতে হয় জনপ্রতিনিধিদের। এ ছাড়াও স্থানীয় পর্যায়ে বিচার-সালিশের ক্ষেত্রেও জনপ্রতিনিধিরা ভূমিকা রাখতেন। দেশের রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের পর জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে লাটে উঠেছে নাগরিকসেবা। 
রাজধানীর বিভিন্ন স্থানেই এখন সড়কবাতি নেই। ফলে চুরি-ছিনতাই দৈনিক ঘটনায় রূপ নিয়েছে। গত সোমবার আসাদ গেট থেকে রাতে মিরপুরে বাসায় যাওয়ার সময় ছিনতাইকারী ব্যবসায়ী রাকিবের মোবাইল-মানিব্যাগসহ সব নিয়ে যায়। ভুক্তভোগী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতে চুরি-ডাকাতি বেড়েছে। তাদের ধরার কোনো উপায় নেই? এখন শহরের রাস্তায় কোথাও কোনো লাইট জ্বলে না। এই সুযোগে চুরি-ডাকাতি তো হবেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি ২৭ নং ওয়ার্ড সচিবের কার্যালয়ে কয়েক দিন ধরে ধরনা দিচ্ছেন জাকের আলী। তিনি বলেন, একটি বেসরকারি চাকরির জন্য চারিত্রিক সনদ নিতে আগে কাউন্সিলরের কাছে এলে পাওয়া যেত। এখন এত নিয়ম-কানুন দেখাচ্ছে, এক দিনের কাজ দশ দিন লেগে গেল। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান খবরের কাগজকে বলেন, ‘স্থানীয় সরকারব্যবস্থা ভেঙে পড়েছে। লোকাল জনপ্রতিনিধিদের সঙ্গে কিন্তু স্থানীয় মানুষের সংযোগ থাকে। এই সংযোগটা গ্যাপ হয়ে যাওয়াতে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) ও ‘ল অ্যান্ড অর্ডার’ (আইনশৃঙ্খলা) এর ঘাটতি হয়েছে। এখন মনে হচ্ছে, সংসদ নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হবে, তাহলে এত দীর্ঘ সময় তো স্থানীয় সরকার অকার্যকর থাকতে পারে না। তাই সরকার যদি স্থানীয় সরকারব্যবস্থা নিয়মে নিয়ে আসতে চায় তাহলে আমলানির্ভর লোকদের যুক্ত না করে বরং উল্টাটা করা উচিত। আমাদের বিভিন্ন এলাকায় যারা যোগ্য এবং সমস্যা ডিল করতে পারবেন- তাদের নিয়োগ করা উচিত। তাহলে ‘ল অ্যান্ড অর্ডার’ ফিরে আসবে। বিভিন্ন উন্নয়ন কাজও কিন্তু এর সঙ্গে যুক্ত। যা এখন ঝুলে আছে।’ 

অতীতের প্রেক্ষাপট টেনে এই পরিকল্পনাবিদ বলেন, আমাদের উন্নয়ন কাজ সমন্বয়হীন। যখন রাজনৈতিক সরকার ছিল তখনও বলেছি- উন্নয়ন সমন্বয়হীন হয়ই লাভের গুড় ভাগাভাগি করে খাওয়ার জন্য। সমন্বয় হলে রাস্তা একবার কাটলেই হয়, আর ১০টা সংস্থা ১০ বার কাটলে দশবার ভাগাভাগি হবে। এসবের জন্য বার্ষিক পরিকল্পনার পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনে নাগরিকসেবা মিলছে ঢিমেতালে। জন্ম-মৃত্যু, ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে সময় লাগছে অনেক বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান উদ্যোগ। রাস্তা, অলিগলি ও ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা; দায়িত্ব নিয়ে যা অপসারণের কেউ নেই। ফলে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন রাজধানীর দুই সিটি করপোরেশনের বাসিন্দারা। 

ঢাকা উত্তর সিটিতে ৫৪টি আর দক্ষিণে ৭৫টি ওয়ার্ড রয়েছে। জনসেবায় দুই মেয়রের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর ছিল। এর সঙ্গে উত্তরে ১৮ জন আর দক্ষিণে ২৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। নাগরিকসেবার বিষয়গুলো তারাই দেখতেন। সিটি করপোরেশনের ৭ থেকে ৮টি ওয়ার্ড মিলে একটি আঞ্চলিক নির্বাহী অফিস গঠন করা হয়েছে। উত্তরে ৫৪টি ওয়ার্ডের জন্য ১০ জন, দক্ষিণে ওয়ার্ড ৭৫টি হলেও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ১০ জন দিয়ে চলছে সিটি করপোরেশনের কাজ। অর্থাৎ ৭-৮টি ওয়ার্ডের জনসেবার বিষয়গুলো দেখছেন সিটি করপোরেশনের একজন প্রশাসনিক কর্মকর্তা (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা)। 

জনপ্রতিনিধি না থাকায় জনগণের ভোগান্তির বিষয় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. নিজাম উদ্দিনের সঙ্গে গতকাল কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সচিবকে মেসেজ দেওয়া হলেও রিপ্লাই আসেনি।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকলেও ৫ আগস্টের পর থেকে সব কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। ফলে স্থানীয় প্রশাসন হিসেবে খ্যাত নগরের ওয়ার্ড অফিসগুলোতে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। নগরের হালিশহরের নূর জাহান বেগমের স্বামী গেল জানুয়ারিতে মৃত্যুবরণ করেন। ব্যাংকের টাকা উত্তোলন ও জমিজমা সংক্রান্ত প্রয়োজনে স্বামীর ওয়ারিশান সনদ পাওয়াটা তার জন্য জরুরি। কিন্তু ২ মাস ধরে তিনি ওয়ার্ড অফিসে ঘুরেও সেটি পাচ্ছেন না। একইভাবে পুরো শহরের ৪১টি ওয়ার্ডের একই চিত্র। কোথাও স্মার্ট টিসিবি কার্ড, কোথাও জন্মনিবন্ধন, কোথাও ওয়ারিশান সনদ পেতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। 

ওয়ার্ডগুলোতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া না হলেও চসিকের কর্মকর্তাদের এসব দায়িত্ব পালনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তারা দাপ্তরিক দায়িত্বের বাইরে ওয়ার্ডের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ফলে জনগণের সেবা পাওয়া আরও দুরূহ হয়ে উঠেছে।

সিলেটে: সিলেট বিভাগে স্থানীয় সরকার বিভাগে জনপ্রতিনিধিরা না থাকায় অনেক উন্নয়ন কাজ থেমে আছে। কিছু কিছু এলাকায় উন্নয়ন কাজ শুরু হলেও কাউন্সিলর না থাকার কারণে অপরিকল্পিতভাবে কাজ করছেন ঠিকাদাররা। যার ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। 

বেশির ভাগ মানুষ এখনো জানেন না কাউন্সিলরের পরিবর্তে দায়িত্বরত সরকারি কর্মকর্তারা কোথায় বসেন। বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই। অনেক রাস্তা ভাঙা। মশক নিধনে নেই জোরালো ভূমিকা। এলাকায় কাউন্সিলর না থাকার কারণে অভিযোগ দেওয়ার জায়গাও পান না নগরবাসী।

ময়মনসিংহ: নগরীতে যেসব সড়কের সংস্কারকাজ চলছিল, সেসব সড়ক খুঁড়ে রাখা অবস্থায় পালিয়েছেন ঠিকাদাররা। ফলে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। 

ময়মনসিংহ সিটি করপোরেশনে একজন কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ যথাযথ সেবা পাচ্ছেন না। যেকোনো সনদ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় মশা নিধন কর্মসূচি সঠিকভাবে হচ্ছে না। ফলে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী।

ঠিকাদারদের গাফিলতির কারণে সিটির আওতাধীন শতকোটি টাকার ছয়টি প্যাকেজের সড়ক ও ড্রেন নির্মাণকাজ বাতিল করা হয়েছে। এতে আসন্ন বর্ষায় জলাবদ্ধতাসহ ব্যাপক ভোগান্তির শঙ্কায় রয়েছেন নগরবাসী।

বরিশাল: বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের বিভিন্ন সরকারি দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তারা দায়িত্বে থাকায় সাধারণ মানুষ তাদের সঙ্গে তেমন একটা দেখা করতে পারছেন না। ফ্যামিলি কার্ড থেকে স্মার্টকার্ডে রূপান্তরের সময়ে ৯০ হাজার কার্ড থেকে প্রায় ৬০ জাহার কার্ড বাতিল হয়েছিল। এ নিয়ে বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করেছেন। স্থানীয়রা জানান, নগরীতে বর্তমানে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিন্তু নিয়মিত তদারকির অভাবে কাজের গতি অত্যন্ত ধীর। ফলে বর্ষা শুরুর আগে এসব রাস্তাঘাট ড্রেনের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী। 

এদিকে বাড়ি নির্মাণের জন্য করপোরেশনে জমা দেওয়া বাড়ির প্ল্যান অনুমোদন পাচ্ছে না প্রার্থীরা। ফলে ১ হাজার ২০০-এর বেশি বাড়ির প্ল্যান আটকে আছে। তা নিয়ে বাড়ির মালিক ও আবাসন ব্যবসায়ীরা কয়েক দফা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।

খুলনা: খুলনা মহানগরীতেও একই অবস্থা। খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র রায় আত্মগোপনে থাকায় নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, ওয়ারিশনামার মতো জরুরি সেবা পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। 

ভুক্তভোগী সুলতানা শারমীন জানান, জাতীয় পরিচয়পত্র করার জন্য নাগরিক সনদপত্রের প্রয়োজন। কিন্তু ইউনিয়ন পরিষদে তিন দিন এসেও সনদপত্র হাতে পাননি এখনো। সিটি করপোরেশন এলাকায় মেয়র না থাকায় রাস্তাঘাটের সংস্কার কাজ থমকে গেছে ও মশক নিধন প্রক্রিয়া ভেস্তে গেছে।

রংপুর: রংপুরের ৩৩টি ওয়ার্ডে নিয়োজিত প্রশাসকরা নিজের দাপ্তরিক কাজের চাপে রংপুর সিটি করপোরেশনের কার্যক্রম সামলাতে হিমশিম খাচ্ছেন। ২৩ নং ওয়ার্ডের রংপুর ক্যান্টপাবলিক স্কুলের শিক্ষার্থী শোয়াইব হক শীবতি বলেন, দীর্ঘদিন ঘোরাঘুরির পর ন্যাশনাল আইডি পেয়েছি। এত বেশি ভোগান্তি, কেউ যেন এই ফাঁদে পা না দেন। 

সিটি করপোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধক মোহাম্মদ আলী জানান, প্রতিদিন ২০০ সনদ দেওয়ার কথা থাকলেও সার্ভেয়ার ও প্রশাসক নিয়মিত না থাকায় জনগণের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। 

বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নির্বাচিত প্রতিনিধি হলে আলাদা কথা, কিন্তু আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে। তারপরও চেষ্টা করা হচ্ছে কাজগুলো দ্রুত করার।

রাজশাহী: রাজশাহী মহানগরীতে সিটিজেন চার্টার অনুযায়ী, নাগরিকদের সব সেবা অব্যাহত রাখতে মেয়রের স্থলে বিভাগীয় কমিশনার ও কাউন্সিলরদের স্থলে সরকারি দপ্তরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু নিজ দপ্তরের কাজের বাইরে অতিরিক্ত এই দায়িত্ব কেউ ঠিকভাবে পালন করতে পারছেন না। ফলে বিভিন্ন সেবা পেতে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের।
সেবাপ্রার্থীদের অভিযোগ, দায়িত্ব পাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের ওপর একাধিক ওয়ার্ডের দায়িত্ব রয়েছে। তারা সপ্তাহে দুই দিন ছুটিতে থাকেন। বাকি পাঁচ দিন বিকেল হতে না হতে কর্মকর্তাদের পাওয়া যায় না। এ ছাড়া নিজ দপ্তরের কাজে তারা মাঝে মধ্যে জেলার বাইরে থাকেন। এতে আগের মতো সেবা এখন পাওয়া যাচ্ছে না।

রাজশাহীতে শীত কমায় বেড়েছে মশার উপদ্রব। রমজান মাস চলায় মশার তীব্র উৎপাতের কারণে ইফতারি ও সাহরির সময় মানুষ নিদারুণ ভোগান্তিতে পড়ছেন। এতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

প্রতিবেদনটি তৈরি করতে খবরের কাগজের বিভাগীয় প্রতিনিধিরা তথ্য পাঠিয়ে সাহায্য করেছেন।

পুলিশ-জনপ্রশাসন-সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারে অনেক আপত্তি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম
পুলিশ-জনপ্রশাসন-সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কারে অনেক আপত্তি
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের দীর্ঘ শাসনে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে নির্বাচনের আগে সংস্কারের পক্ষে ছিল জনমতও। সংস্কারের লক্ষ্যে গঠিত সরকারের একাধিক কমিশন এরই মধ্যে রিপোর্টও জমা দিয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ, জনপ্রশাসন, সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে অংশীজনরা আপত্তি জানাচ্ছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত আপত্তির মধ্যে সংস্কার কার্যক্রম কীভাবে পরিচালিত হবে বা বাস্তবায়ন হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কার কার্যক্রম অত্যাবশ্যকীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন খবরের কাগজকে বলেন, ‘আপত্তি আসুক আর যাই আসুক, সংস্কার হতেই হবে। সংস্কার হতে হবে বিশেষ করে এই চারটি খাতে। এই সংস্কার যদি না হয়, তাহলে দেশ টিকতে পারবে না। দেশ এখন যে অবস্থায় আছে, সংস্কার ছাড়া ভালোভাবে পরিচালনা করাও অসম্ভব হয়ে পড়বে।’ 

তিনি বলেন, ‘সংস্কার না করে নির্বাচনের মধ্যে যাওয়াটাও ঠিক হবে না। কারণ একটা নির্বাচিত সরকার আসে, তাদের তো ক্ষমতার ক্ষেত্র একটু কমে যায়। তাদের অনেককে খুশি রাখতে হয়। অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। এই সরকার তো একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে, তারা অনেক কিছু করতে পারে। যেটা নির্বাচিত সরকার পারবে না। তাদের বাধা-নিষেধ আসবে না। নির্বাচিত সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে। এই সরকারের আমলে সংস্কার হয়েই তারপর নির্বাচন করা উচিত। প্রত্যেকটা জায়গায় হাত দিতে এবং সংস্কার করতে হবে।’ 

সবার বক্তব্যকে আমলে নিতে হবে জানিয়ে সাবেক সচিব আবু আলম শহীদ খান খবরের কাগজকে বলেন, সংস্কার এমন একটা জিনিস, যা আলাপ-আলোচনার মাধ্যমে করতে হবে। সংস্কার তো কোনো বিপ্লব না। সংস্কার চাপিয়ে দেওয়া যায় না। অংশীজন, রাজনৈতিক দল ও সরকার সবার সঙ্গে আলোচনার মাধ্যমে যেখানে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো করে ফেলতে হবে। বাকি সংস্কারগুলো সংসদ নির্বাচন হলে তখন জনগণের একটা সরকার আসবে, তাদের মাধ্যমে করা হবে। 

পুলিশ সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। ১১০ পৃষ্ঠার প্রতিবেদনে স্বল্পমেয়াদি, মধ্য এবং দীর্ঘমেয়াদি বাস্তবায়নযোগ্য সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বারোপ করা হয়েছে ১৩টি বিষয়ের ওপর। এ ছাড়া ২২টি আইনের পরিমার্জনের কথাও বলা হয়েছে। তবে অধিকাংশ পুলিশ সদস্যের চাওয়া নিরপেক্ষ কমিশন বা স্বাধীন পুলিশ কমিশন গঠন। কিন্তু এ বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকা বা সরাসরি প্রস্তাব না রাখায় তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই কমিশনের গঠন, কার্যপদ্ধতি, আইনিভিত্তি নিয়ে আরও পর্যালোচনার মত দেয় কমিশন। বিষয়টিসহ আরও একাধিক বিষয় নিয়ে কথা বলছেন পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা। গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায়ও এসব বিষয় সামনে আসে।

অংশীজনদের আপত্তির মধ্যে সংস্কারকাজ কীভাবে বাস্তবায়ন হবে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম খবরের কাগজকে বলেন, ‘সরকার ও রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে, তাহলে স্বাধীন পুলিশ কমিশন গঠন করা উচিত। এটা তো কারও বিরুদ্ধে না। আমরা তো সবাই বলি, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। পুলিশ স্বাধীন কমিশনের অধীনে কাজ করবে, এটা সরকার একটা কমিশন গঠন করে দিল। কমিশনের ভদ্রলোকেরা (সদস্যরা) ধরি মাছ না ছুঁই পানি, কিছুই করল না।’ 

পুলিশের সাবেক এই শীর্ষ ব্যক্তির মতে, এখানে দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, স্বাধীন পুলিশ কমিশন গঠন। দ্বিতীয়ত, যেসব ঊর্ধ্বতন পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠবে এগুলোর নিষ্পত্তি করা। 

তিনি বলেন, ‘পুলিশ তো নিজ থেকে বলছে, আমি যদি ভুল করি আমার শাস্তি হওয়া উচিত। স্বাধীন শক্তিশালী ওয়াচ ডগ থাকবে। কিন্তু এগুলো তো হচ্ছে না। পুলিশকে তো যখন যে দল আসবে তাদের কথামতো চলতে হচ্ছে। সংস্কার এক সরকার করল আরেক সরকার এসে বাতিল করে দেবে। তাই ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। একটা কমিশন হবে সেখানে সরকারি লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, নিরপেক্ষ লোক থাকবে, সিভিল সোসাইটি থাকবে, সবার প্রতিনিধিত্ব থাকবে। সেখানে আলাপ-আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। কেউ বাড়াবাড়ি করতে পারবে না।’

অন্যদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারদের মধ্যে ব্যাপক আপত্তি রয়েছে। ক্ষুব্ধ কর্মকর্তারা কমিশন প্রধানের পদত্যাগেরও দাবি জানান। উপসচিব পদে প্রশাসন ক্যাডার ও অন্য ক্যাডার থেকে নিয়োগ, পদোন্নতিতে পরীক্ষা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার হিসেবে না রাখাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ ক্যাডার কর্মকর্তারা। বিসিএস পরিসংখ্যান ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়।

ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কার কমিশনও ব্যাপক সংস্কারের সুপারিশ করে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু অংশ নিয়ে ইতিবাচক মতামত এলেও রাষ্ট্রের মূলনীতিসহ অন্য বিষয়গুলোতে রয়েছে আপত্তি। সম্প্রতি প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানের আমূল পরিবর্তনের কথা বলছে। বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও ভিন্ন অবস্থান রয়েছে গণপরিষদ নির্বাচন নিয়ে।

আর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে আপত্তির কথা লিখিতভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি কার্যক্রমের দায়িত্ব, নির্বাচনি সীমানা নির্ধারণ নিয়ে কমিশন গঠনসহ অন্তত ১০টি বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ইসির বক্তব্য অনুযায়ী, এসব বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে।

অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। আগামী ২০ মার্চ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে সরকার। সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলগুলো থেকে মতামত গ্রহণ করছে। এখনো বড় রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দেয়নি, সময় চেয়েছে। রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যেসব সুপারিশে একমত হবে, সেগুলোর ভিত্তিতে তৈরি হবে জুলাই সনদ। বিশ্লেষকদের মতে, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কারকাজ এগিয়ে নিতে হবে।

খুলনায় চরমপন্থিদের কিলিং, বাড়ছে উদ্বেগ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৪২ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১০:৪৫ এএম
খুলনায় চরমপন্থিদের কিলিং, বাড়ছে উদ্বেগ
প্রতীকী ছবি

খুলনায় চরমপন্থি সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন-পাল্টাখুনের ঘটনা বেড়েই চলেছে। চরমপন্থিদের একের পর এক টার্গেট কিলিং স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। ১৯৯৪ সালে চরমপন্থি নেতা টাইগার খোকন দিয়ে শুরু হয় এ কিলিং মিশন।

সর্বশেষ গত শনিবার রাতে স্থানীয় ক্যাডার বড় শাহীন এ টার্গেট কিলিংয়ের শিকার হন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের দিকে বিপ্লবী কমিউনিস্ট পার্টি নামে একটি চরমপন্থি সংগঠন গড়ে তোলেন খুলনা নগরীর দৌলতপুর এলাকার বাসিন্দা গাজী কামরুল ইসলাম। ওই সময় দৌলতপুরে আরেক শীর্ষ সন্ত্রাসী আকতারুজ্জামান খোকন ওরফে টাইগার খোকন পাল্টা আরেকটি চরমপন্থি সংগঠন গড়ে তোলেন। ১৯৯৪ সালে দুই সংগঠনের দ্বন্দ্বে খুন হন টাইগার খোকন। এর পর থেকে আন্ডারওয়ার্ল্ডে দ্বিধাবিভক্তি, সন্দেহ ও খুন-পাল্টাখুনের ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে ২০১৫ সালের ৩০ অক্টোবর দৌলতপুরে খুন হন চরমপন্থি গাজী কামরুলের অনুসারী শহীদুল ইসলাম ওরফে হুজি শহিদ। ১৯৯৬ সালে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে গাজী কামরুল আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ ও র‌্যাবের অভিযানে শীর্ষ কয়েকজন নেতা গ্রেপ্তার হলে অন্যরা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায়ও দুটি গ্রুপের মধ্যে হত্যা-পাল্টাহত্যার ঘটনা ঘটতে থাকে।

এদিকে ৫ আগস্টের পর দৌলতপুর এলাকায় আবারও চরমপন্থিরা সংগঠিত হতে থাকে। সেই সঙ্গে মাথা চাড়া দেয় তাদের পুরোনো বিভেদ। দীর্ঘদিন পালিয়ে থাকার পর এলাকায় ফিরে আসেন শীর্ষ চরমপন্থি টাইগার খোকনের সহযোগী শাহীনুল হক শাহীন ওরফে বড় শাহীন। অন্যদিকে কারামুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন দুই চরমপন্থি নেতা রিফুজি মঈন ও আসলাম ওরফে ট্যারা আসলাম। তাদের সহযোগীরা এলাকায় ফিরে রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে। 

সর্বশেষ গত শনিবার রাতে চরমপন্থি ক্যাডার বড় শাহীনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি চরমপন্থি নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহিদ হত্যা মামলার ২০ আসামির একজন। এর আগে গত ৯ জানুয়ারি কক্সবাজারে টার্গেট কিলিংয়ের শিকার হন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। তিনিও হুজি শহিদ হত্যা মামলার আসামি ছিলেন। এ ছাড়া ২০২২ সালের ৩০ জুন মুজগুন্নী এলাকায় জুলকার নাঈম মুন্নাকে গুলি করে হত্যা করা হয়। তিনিও একই হত্যা মামলার আসামি ছিলেন। 

আইনশৃঙ্ক্ষলা বাহিনীর তথ্যমতে, শুরুর দিকে গাজী কামরুল ইসলামের অনুসারী ছিলেন গোলাম রব্বানী টিপু ও হুজি শহিদ। দৌলতপুরের আরেক শীর্ষ সন্ত্রাসী টাইগার খোকনের অন্যতম ক্যাডার ছিলেন বড় শাহীন। ১৯৯৬ সালে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করলে গাজী কামরুল আত্মসমর্পণ করেন। প্রায় ১৭ বছর কারাভোগের পর ২০১৩ সালে তিনি জামিনে মুক্ত হন। গাজী কামরুলের অনুসারী হুজি শহিদ হত্যা মামলার প্রতিশোধ নিতে ভাড়াটে খুনিরা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। হুজি শহিদ হত্যার ২০ আসামির মধ্যে এ পর্যন্ত জুলকার নাঈম মুন্না, গোলাম রব্বানী টিপু ও বড় শাহীন টার্গেট কিলিংয়ের শিকার হন। এর মধ্যে গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিরা স্বীকার করেন যে তারা হুজি শহীদের হত্যার প্রতিশোধ নিতে পাল্টা খুন করেছেন। তবে গত শনিবার রাতে শাহীন হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

এ বিষয়ে খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, শাহীনের মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বড় শাহীন হত্যায় গ্রেপ্তার নেই

খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীন ওরফে বড় শাহীনকে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। নিহতের মা রাহিমা বেগম খুলনা সদর থানায় হত্যা মামলা করবেন বলে জানা গেছে। তবে ছেলের মৃত্যুর সংবাদে তিনি অসুস্থ হয়ে পড়ায় মামলার এজাহার দায়েরে বিলম্ব হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

খুলনা সদর থানা ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। তিনি বলেন, রাতের বেলায় পরিচিত কেউ তাকে ওই স্থানে ডেকে এনে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে। বড় শাহীন টার্গেট কিলিংয়ের শিকার হন বলে মনে করা হচ্ছে। এ হত্যার ঘটনাটি প্রতিশোধমূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পাইকারিতে ভোজ্যতেলের দাম কমেছে, প্রভাব নেই খুচরায়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:২৯ এএম
পাইকারিতে ভোজ্যতেলের  দাম কমেছে, প্রভাব নেই খুচরায়
চট্টগ্রামে নির্ধারিত দরে মিলছে না খোলা সয়াবিন। ছবিটি চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি খুচরা দোকান থেকে তোলা। ছবি: খবরের কাগজ

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের খাতুনগঞ্জেও দুই সপ্তাহের ব্যবধান খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি দাম কমেছে ৮ টাকা ৪৫ পয়সা। পর্যাপ্ত আমদানি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কঠোর উদ্যোগ এবং দফায় দফায় অভিযানের পরও বাড়তি অর্থ আদায়ের স্বভাব বদলাতে পারেননি খুচরা ব্যবসায়ীরা।

নগরীর বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে দুই সপ্তাহ আগে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা ৩৭ পয়সায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৫১ টাকা ৯২ পয়সা। একই সময়ে পাম অয়েলের দাম ৩ টাকা ৩৮ পয়সা কমে ১৩৬ টাকা ৪৯ পয়সায় বিক্রি হচ্ছে।

খাতুনগঞ্জের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী মো. কামাল উদ্দিন বলেন, ‘মিলমালিকরা ভোজ্যতেলের সরবরাহ বাড়িয়েছে। বর্তমানে খাতুনগঞ্জেও পণ্যটির সরবরাহ আগের তুলনায় ভালো। তাই দামও নিম্নমুখী।’

এদিকে বিভিন্ন কোম্পানি বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ বাড়িয়েছে। মেঘনা গ্রুপের উপমহাব্যবস্থাপক (ট্রেডিং) নাছির উদ্দিন বলেন, ‘যথাসময়ে তেল খালাস করে পরিশোধন করা হচ্ছে। অন্য সময়ের তুলনায় এবার ভোজ্যতেল আমদানিও বেশি হয়েছে। বর্তমানে সয়াবিন তেলের সংকট নেই। সরবরাহ অনেক বেশি। আমরা যথাসময়ে তেল বাজারজাত করছি।’

এদিকে পাইকারিতে দাম কমার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাতুনগঞ্জ ছাড়াও নগরের হালিশহর, আগ্রাবাদ, নিউ মার্কেট, নাসিরাবাদ, দুই নম্বর গেট, চকবাজার ও কাজীর দেউড়ি এলাকার বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানে এক, দুই ও পাঁচ লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেল দেখা গেছে। তবে দুই ও পাঁচ লিটার ওজনের তেলের সরবরাহ বেশি দেখা গেছে। প্রতি লিটার তেল ১৭৫ টাকা বিক্রির কথা থাকলেও এলাকাভেদে খুচরা পর্যায়ে প্রতি লিটার তেল মিলছে ১৮০ থেকে ১৮৫ টাকায়। অপরদিকে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যদিও গত ৪ মার্চ চট্টগ্রাম জেলার জন্য প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৬০ টাকা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় জেলা প্রশাসক ফরিদা খানম জানান, রাষ্ট্রের শক্তি বেশি না ব্যবসায়ীদের শক্তি, তা তিনি দেখতে চান। এরপর চসিক মেয়র ও জেলা প্রশাসক নিজেরাই কিছুদিন বাজার তদারকি করেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা তাদের শক্তিতেই অটল আছেন। দফায় দফায় অভিযানেও মিলছে না সফলতা।

নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা মো. আফজাল হোসেন বলেন, দুই লিটার সয়াবিন তেল ৩৮০ টাকা দিয়ে কিনেছি। দোকানি ৩০ টাকা বেশি নিয়েছেন। কারণ জানতে চাইলে উল্টো বলেন, ‘৩৮০ টাকায় কিনলে কিনেন, না কিনলে যান।’

বাজার ঘুরে খুচরা ব্যবসায়ীদের কাছে বাড়তি দাম নেওয়ার বিষয়ে জানতে চাইলে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি। নগরের হালিশহর এলাকার আল মদিনা স্টোরের মালিক মো. নাছির দাবি করেন, ‘আগে খোলা সয়াবিন ১৯০-১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম তো কমে এসেছে।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘অভিযানে গেলেই অল্প কিছু অর্থ জরিমানা এবং সতর্ক করা হয়। এতে করে তো কখনো সফলতা আসবে না, অসাধু ব্যবসায়ীদের টনক নড়বে না। তাদের নিয়ন্ত্রণ করতে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

ডিসেম্বরে ভোট নিয়ে বিএনপিতে সন্দেহ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:০৫ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:২৩ এএম
ডিসেম্বরে ভোট নিয়ে বিএনপিতে সন্দেহ
খবরের কাগজ গ্রাফিকস

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়ে বিএনপিতে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। দলটি মনে করছে, নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারসংশ্লিষ্টদের মতামত এক জায়গায় স্থির থাকছে না। তারা ডিসেম্বর, মার্চ ও জুন- এই তিন সময়কে সামনে এনে একেকজন একেক সময় একেক কথা বলছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলছেন না। ফলে ডিসেম্বরে আদৌ ভোট হবে কি না, তা নিয়ে বিএনপিতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

সবশেষ গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, হাতে খুব বেশি সময় নেই, ডিসেম্বরে নির্বাচন হবে। এর দুই দিন আগেই গত শুক্রবার ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি ‘সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ’ নিয়ে একমত হয়, তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি ‘বৃহৎ সংস্কার প্যাকেজ’ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে ছয় মাস নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সামনে রেখে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিএনপিতে নতুন করে ধূম্রজাল তৈরি হয়েছে।

প্রধান উপদেষ্টার সর্বশেষ দুই বক্তব্যে বিভ্রান্তিতে পড়েছেন বিএনপি নেতারা। ডিসেম্বর বা জুনে নির্বাচনের প্রসঙ্গ তুলে সরকারের ভেতর থেকেই নির্বাচন বিলম্বিত করারও চেষ্টা হচ্ছে বলে তাদের কেউ কেউ মনে করেন। তারা বলেন, সংস্কার ও নির্বাচন করতে কত দিন সময় লাগবে সরকারের সে বিষয়টি স্পষ্ট করে বলা উচিত, তা না হলে সরকারের সঙ্গে রাজনৈতিক দল ও জনগণের দূরত্ব বাড়তে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খবরের কাগজকে বলেছেন, ‘আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এবং ডিসেম্বরে নির্বাচন দেবেন।’ তিনি বলেন, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।’ অর্থাৎ যদি কোনো জাজমেন্ট দিতে দেরি হয়, তাহলে বুঝতে হবে জজ সঠিক রায় দেবেন না। রায় যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেন তাহলে বুঝতে হবে, এটা সঠিক রায়। আর যদি রায় না দেন তাহলে বুঝতে হবে এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। যদি সঠিক সময়ে নির্বাচন না হয়, তাহলে দেশ ও জনগণ আরও সংকট পড়বে। জনগণের কপালে দুর্ভোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এরপর একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও ব্যক্তিত্বকে প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে তার সরকার। নির্বাচন কমিশনও (ইসি) জানিয়েছে, ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে কমিশনের কাজ এগোচ্ছে। সবশেষ গত ১০ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বর সময়সীমা পার করতে চায় না ইসি। অক্টোবরে তফসিল ঘোষণা করতে চায় ইসি। এমন পরিস্থিতিতে নতুন করে প্রধান উপদেষ্টার একেক সময়ে একেক বক্তব্যে ধূম্রজাল তৈরি হয়েছে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে।

পাশাপাশি ওই বক্তব্যের পরে রাজনৈতিক মহলেও নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে, নির্বাচন আদৌ এ বছরের ডিসেম্বরে হবে কি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ মহাসচিবকে কোনো কথা বলা মানে এর তাৎপর্য অনেক বেশি। তারা সন্দেহ করছেন, ডিসেম্বরে ভোট না দেওয়ার বিষয়ে সরকারের ওপর এক ধরনের চাপ থাকতে পারে। তাই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ স্পষ্ট করতে পারছেন না প্রধান উপদেষ্টা। সে ক্ষেত্রে নির্বাচন ঠেলতে ঠেলতে ২০২৬ সালের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা দেখছেন কেউ কেউ। আর পরিস্থিতি এমন হলে আগামী দেড় থেকে দুই বছরে অনেক ঘটনায় দেশের রাজনীতির মাঠে অনেক পরিবর্তন আসতে পারে।

জানা গেছে, ১৯৭৩ সালের ৭ মার্চ দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয়, ১৯৮৬ সালের ৭ মে তৃতীয়, ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ এবং ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯১ সালে ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা উপহার পায়। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন আওয়ামী লীগসহ অধিকাংশ দল ভোট বর্জন করেছিল। পরবর্তী সময়ে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার সংসদ থেকে পদত্যাগ করে। এরপর ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুধু একবারই বিশেষ কারণে জুনে ভোট হয়েছে। জুন-জুলাই মাসে বর্ষা ও গরমের কারণে নির্বাচন অনুষ্ঠানের নজির কম।

তাই জুন-জুলাইয়ে আগামী নির্বাচন হওয়ার সম্ভাবনাও কম বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, গরম ও বর্ষার মধ্যে ভোটাররা ভোট দিতে উৎসাহ বোধ করেন না। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা থাকে। তাই শীতের সময়টিতে নির্বাচনের জন্য সুবিধাজনক বলে বিবেচিত হয়ে আসছে। এসব দিক বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তা পরবর্তী বছরের অক্টোবরের আগে সম্ভব নয় বলে মনে করেন অনেকে।

নির্বাচনের দিনক্ষণ প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব দৃশ্যমান রয়েছে। এ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মনোভাব আবার সরকারের কাছাকাছি। এ কারণে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার ও ছাত্রদের মধ্যে সখ্য দেখছে বিএনপি। নির্বাচন নিয়ে নানামুখী তৎপরতার কারণেই বিএনপিতে সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে, সরকার আদৌ নির্বাচন দেবে কি না? এমন পরিস্থিতিতে সরকারকে চাপে রাখতে এপ্রিলে মাঠের আন্দোলনে যেতে পারে বিএনপি।

জানা গেছে, ঈদের পর এই ইস্যুতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে দলটির।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক খবরের কাগজকে বলেন, ‘আগামী জুন-জুলাই নির্বাচনের জন্য যথেষ্ট সময়। সংস্কার-সংস্কার করে নির্বাচন বিলম্বিত করার প্রয়োজন নেই। কিছু সংস্কার হয়েছে, বাকিগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া হোক।’ তিনি বলেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) ডিসেম্বরের কথা বলেছেন, আবার বেশি সংস্কারের জন্য পরের বছরের জুনের কথা বলেছেন। তবে দেশের ৯০ ভাগ মানুষ নির্বাচন চায়। যদি কারও কথায় নির্বাচন পিছিয়ে দেয়, তাহলে দেশের ক্ষতি হবে। জনপ্রতিনিধিত্বশীল সরকার আসবে না। আবার যদি এই সরকারের মধ্যে ফ্যাসিস্ট আচরণ জন্ম নেয় তাহলে জনগণ আশাহত হয়ে পড়বে। সে জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি বলে মনে করি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু খবরের কাগজকে বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোন বছরের কোন মাসের কত তারিখে নির্বাচন হবে- তার রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জানতে চেয়েছি। কিন্তু এখনো দেয়নি। ফলে সরকারের নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই।’

তিনি আরও বলেন, ‘সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, একটি সরকার ক্ষমতা ছাড়লে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তী সরকার নিজেই বিতর্ক করছে। জাতীয় সংসদ নির্বাচনে বিলম্ব করলে সরকারের জন্য বিপজ্জনক। দেশ ও জনগণের কথা চিন্তা করে অতিদ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছি।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর এই সংশয়ের মূলে রয়েছে নির্বাচন নিয়ে সরকারের কোনো কোনো উপদেষ্টার ভিন্ন ভিন্ন বক্তব্য এবং এনসিপি নেতাদের নানা কথাবার্তা। বিএনপি মনে করছে, সরকার ও ছাত্ররা নির্বাচন হোক এটা চাইছেন না। বিশেষ করে কবি ও চিন্তক ফরহাদ মজহারসহ কয়েকজন উপদেষ্টা নির্বাচনের বিপক্ষে। ছাত্রনেতারা ক্ষমতায় থাকতে চাইছেন। এ জন্য তারা বৃহৎ সংস্কারের কথা তুলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন।