কোনোভাবেই যেন বাগে আনা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতিকে। একের পর এক খুন-ধর্ষণ, ছিনতাই, চুরি-ডাকাতির ঘটনায় জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। পাশাপাশি ‘মব’ হামলা বা কথিত গণপিটুনির ঘটনাগুলোও সাধারণ মানুষের মনে উৎকণ্ঠা বাড়িয়েছে। এর মধ্যে আবার আসন্ন ঈদুল ফিতরের উৎসব ঘিরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে বিরাজমান আইনশৃঙ্খলার এমন পরিস্থিতির সঙ্গে ঈদকেন্দ্রিক অপরাধীদের তৎপরতা ঠেকানোও এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। গত সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, পুলিশ ছাড়া রাষ্ট্রের অগ্রগতি সম্ভব নয়। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই পেশাদার অপরাধীদের তৎপরতা দেখা যায়। বিশেষ করে চুরি, ছিনতাই, ডাকাতি, অজ্ঞানপার্টি-মলমপার্টি, জাল নোট তৈরির চক্র এই সময়ে বেশ তৎপরতা বাড়িয়ে থাকে। সেখানে আবার আইনশৃঙ্খলার চলমান নাজুক অবস্থার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো আরও ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই এমন পরিস্থিতি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী সামাল দেবে, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও এসব বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও খবরের কাগজকে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম খবরের কাগজকে বলেছেন, ‘আইনশৃঙ্খলার যে খারাপ অবস্থা ছিল, সেখান থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশা করি পর্যায়ক্রমে আরও উন্নতি হবে। সে লক্ষ্যেই বাংলাদেশ পুলিশের সব ইউনিট কাজ করছে।’
আইজিপি বাহারুল আলম আরও বলেন, ‘বিভিন্ন স্থানে যে মব অপরাধ ঘটানো হচ্ছে এবং ভয়ানক আরও কিছু অপরাধ যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সামনে ঈদুল ফিতরের উৎসব আছে, সে বিষয়েও পুলিশ সতর্ক আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রশ্নে মাঠপর্যায়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। আইনের মধ্যে থেকে সর্বোচ্চ কঠোরতা দেখাবে পুলিশ।’
ঘটনা বিশ্লেষণে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে পুলিশ মব হামলার শিকার হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের ওপর ২৩০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর খিলক্ষেতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক কিশোরকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করা হয়েছে। গণপিটুনি দিয়ে কিশোরকে হত্যার খবর ছড়িয়ে পড়লে থানা-পুলিশের সদস্যরা সেখানে মব ঠেকাতে গেলে তারাও এলাকাবাসীর হামলার শিকার হন। অন্যদিকে একই রাতে জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মব হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর করে তিনজন আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব পরিস্থিতির মাঝে ঈদকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা এখন সামনে এসেছে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং মহাসড়কের শৃঙ্খলা-নিরাপত্তা কতটুকু বজায় থাকবে সেটা এখন আলোচনার বিষয়। মহাসড়কে ডাকাতির ঘটনা সরকারসংশ্লিষ্টদের উদ্বিগ্ন করে তুলেছে।
ঈদের নিরাপত্তা ঘিরে ডিএমপিতে ‘অক্সিলারি পুলিশ’ নিয়োগ
আসন্ন ঈদুল ফিতরে ঢাকা মহানগরীতে বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীবাসীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান খবরের কাগজকে জানিয়েছেন, ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় ডিএমপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশকে সহায়তা করার জন্য ইতোমধ্যে ৪২৬ জন ‘অক্সিলারি পুলিশ’ নিয়োগ করা হয়েছে। তারাও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর প্রতিও কিছু অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। বাসাবাড়ি ও প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। বাসাবাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে। রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত করার ব্যবস্থা করতে হবে। এর বাইরেও আরও বেশ কিছু বিষয়ে নগরবাসীর সহায়তা চাওয়া হয়েছে।
মহাসড়কের শৃঙ্খলা-নিরাপত্তায় ৩৬০০ ফোর্স, বিশেষ অ্যাপস চালু এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) মো. শফিকুল ইসলাম খবরের কাগজকে বলেছেন, ‘ঈদের সময় মহাসড়কের শৃঙ্খলা এবং নিরাপত্তার ক্ষেত্রে হাইওয়ে পুলিশ ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রধানত আমরা এই সময়ে যানজটের বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এ জন্য সড়কের অবস্থা তথা খানাখন্দ বা যানজট সৃষ্টি হতে পারে- এমন বিষয়গুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছি। কোথাও কোথাও মহাসড়কের অংশ দখল ছিল, সেগুলো দখলমুক্ত করা হয়েছে। এর বাইরে মহাসড়কের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের নির্ধারিত ২ হাজার ৯০০ জন ফোর্সের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ঈদ উপলক্ষে আরও ৭০০ জন অতিরিক্ত ফোর্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কয়েক দিন আগে মহাসড়কে ডাকাতির যেসব ঘটনা ঘটেছিল, সেগুলো এখন অনেকটাই কমেছে। মূলত বাড়তি ফোর্স যুক্ত হওয়ায় টহল বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে জেলা পুলিশও সহায়তা করছে। এলাকা ভাগাভাগি করে আমরা দায়িত্ব পালন করছি। পাশাপাশি হাইওয়ে পুলিশের বিশেষ অ্যাপস চালু করা হয়েছে, যা দিয়ে আমরা প্রযুক্তিগত সুবিধা পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমরা এবারের ঈদে মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা স্বাভাবিক রাখতে পারব বলেই দৃঢ়ভাবে আশা করছি।’
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতরের নিরাপত্তায় করণীয় সম্পর্কে জানতে চাইলে সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা খবরের কাগজকে বলেন, ‘প্রতিরোধমূলক ব্যবস্থা জোরালো করতে হবে। এ ছাড়া পুলিশের টহল (প্যাট্রোলিং) এবং গোয়েন্দা তথ্য (খবর সংগ্রহ) বাড়াতে হবে। এই দুটি কাজ খুবই জরুরি। এ ছাড়া ঈদ কেনাকাটায় নিরাপত্তার ক্ষেত্রে বিপণিবিতান, শপিংমল বা বাজার এলাকায় উল্লেখযোগ্য মাত্রায় পুলিশের উপস্থিতি বাড়াতে হবে। পুলিশের তৎপরতা দৃশ্যমান করা জরুরি।’
তথ্য বিশ্লেষণে জানা যায়, চলতি বছরের এই আড়াই মাসে মব হামলার শিকার হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এর মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারিতে সারা দেশের ১৬ জন মব হামলার শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭, খুলনায় ১, রাজশাহীতে ২, রংপুরে ২, সিলেটে ২, চট্টগ্রামে ১, বরিশালে ১ জন। ফেব্রুয়ারিতে গণপিটুনির শিকার ১১ জনের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ৩, বরিশালে ৩ এবং ময়মনসিংহে ২ জন। তবে ৯ মার্চ এক দিনেই শুধু ঢাকাতেই ৮ জন গণপিটুনির শিকার হন।
অন্যদিকে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর-২০২৪ পর্যন্ত সারা দেশের ১২৮ জন গণপিটুনির শিকার হয়েছেন। পরিসংখ্যানে বলা হয়, ঢাকায় সবচেয়ে বেশি ৫৭ জন, রাজশাহীতে ১৯, চট্টগ্রামে ১৭, খুলনায় ১৪, বরিশালে ৭, রংপুরে ৫, ময়মনসিংহে ৫ এবং সিলেটে ৪ জন।
অন্যদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, শেখ হাসিনা সরকারের পতনের পর গত সাত মাসে (আগস্ট-ফেব্রুয়ারি) সারা দেশে গণপিটুনির অন্তত ১১৪টি ঘটনায় ১১৯ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, গত জানুয়ারি মাসে সারা দেশে ৩৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ-পরবর্তী হত্যার শিকার হয়েছেন তিনজন। ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৬টি। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৬টি। এর বাইরেও আরও অন্তত আটজন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। এদিকে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন ১৯ জন। তবে চলতি মার্চে মাসের গতকাল পর্যন্ত ধর্ষণ-নিপীড়নের কোনো জরিপ বা তথ্যগত সংখ্যা পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন, গত মাসের এই সময়ের তুলনায় চলতি মাসে অনেক বেশি ধর্ষণ, নারী নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে।