
প্রধান উপদেষ্টার নির্দেশের পর শূন্য পদ পূরণের লক্ষ্যে টনক নড়ল সরকারের। তিন দিন আগে ওই নির্দেশ দেওয়ার পর গত শনিবার সব মন্ত্রণালয়, বিভাগসহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের স্বাক্ষর করা সেই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগের সিনিয়র সচিব, সচিবকে তাদের অধীন দপ্তর, সংস্থাসহ সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের দপ্তরে নন-ক্যাডার শূন্য পদ নিয়োগের তথ্য জানতে চাওয়া হয়েছে।
গত শনিবার পাঠানো ওই চিঠিতে যথাসময়ে শূন্য পদে নিয়োগ দিতে না পারায় ক্ষোভ জানিয়ে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজারটি। এর মধ্যে ৪৩ থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগে ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অধিযাচন পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৪ সালের ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি স্মারকে সব মন্ত্রণালয়/বিভাগ ও অধীন দপ্তর/সংস্থার শূন্য পদ পূরণে দ্রুত ব্যবস্থা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু ওই অনুরোধের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো পদক্ষেপ নিয়েছে বলে ধারণা পাওয়া যায়নি।
আরও বলা হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু বিপুলসংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
এ অবস্থায় ‘ছক’ মোতাবেক আগামী সাত কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সব মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থার নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) শূন্য পদগুলোর তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার শূন্য পদ রয়েছে। সরকারের বিভিন্ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং কার্যকরভাবে পরিচালনার জন্য এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।
প্রেস সচিব এ সময় আরও জানিয়েছেন, এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকারের অনুমোদিত অন্য পদগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে।