
ঈদুল আজহার বাকি মাত্র দুই দিন, ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীর অনেক বাসিন্দা। ঈদের আগে আজ বুধবার শেষ কর্মদিবস। পরিবহন খাতসংশ্লিষ্টরা খবরের কাগজকে জানিয়েছেন, আজ বিকেলে অফিস শেষ হওয়ার পর বিকেল থেকে রাজধানীর চার আন্তজেলা বাস টার্মিনাল, ঢাকা রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ করা যাবে। তাদের ধারণা, আজ সন্ধ্যার পর রাজধানী থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে বাড়তি চাপ পড়বে, যার প্রভাবে যানজট হতে পারে রাজধানীর নানা সড়কে।
গতকাল কলাবাগান, ফকিরাপুল, ফুলবাড়িয়া ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন খবরের কাগজের এই প্রতিবেদক। যাত্রীদের মধ্যে যারা আগে থেকে ঈদযাত্রার টিকিট কাটেননি তারাই কাউন্টারে এসে বিপাকে পড়েছেন। কাউন্টারম্যানরা জানান, গত ১৫ মে থেকেই অনলাইনে ঈদযাত্রার টিকিট বুকিং করা শুরু হয়েছে। এখন আন্তজেলা রুটের বিলাসবহুল এসি বা নন-এসি বাসের কোনো টিকিট নেই।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জগামী একতা এক্সপ্রেস, বগুড়ার রিফাত পরিবহন, সিলেটের বিয়ানীবাজার রুটের বিলাস পরিবহন ও এনা পরিবহন, রংপুরের এসআর ট্রাভেলস, ময়মনসিংহের এনা ও ইউনাইটেড পরিবহনের কাউন্টারগুলোতে অনেক যাত্রী টিকিট খুঁজছিলেন।
এদের একজন বাড্ডার বাসিন্দা মিজানুর রহমান। রংপুর যাবেন বলে এসএ পরিবহনের এসি বাসের টিকিট খুঁজছিলেন তিনি। স্বাভাবিক সময়ে রংপুর রুটে এই পরিবহনের ইকোনমি ক্লাসের এসি বাসের ভাড়া ৯০০ টাকা, হুন্দাই এসি বাসের ভাড়া ১ হাজার ৫০০ টাকা। ঈদযাত্রায় দুই ধরনের বাসের টিকিটে ২০০ টাকা অতিরিক্ত রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মিজানুর রহমান অতিরিক্ত ভাড়ায় টিকিট কাটবেন বলেই জানান কাউন্টার ম্যানেজারকে। কিন্তু তাতেও টিকিট মিলছিল না। পরে এক যাত্রী যাত্রা বাতিল করায় সেই আসন ফাঁকা হয়। হুন্দাই পরিবহনের সেই বাসে রংপুর যেতে মিজানুর রহমানকে ১ হাজার ৭০০ টাকা গুনতে হলো।
মিজানুর রহমানের মতো অভিযোগ করেছেন আরও অনেক যাত্রী। দূরপথের যাত্রায় টিকিট না পেয়ে অনেক যাত্রী মহাখালী থেকে গাবতলী ও সায়েদাবাদে চলে যান। সেখানে বিলাসবহুল বাস না পেলে লোকাল বাসেই বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে তারা জানান। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে যারা গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ, টাঙ্গাইলের কালিহাতী, নরসিংদীর ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন, বাস না পেয়ে তাদের অনেকে খোলা ট্রাক ও মাইক্রোবাসের সন্ধান করছিলেন। ঈদযাত্রায় এসব পরিবহন অনিরাপদ জেনেও উপায়ান্তর না দেখে এভাবেই যেতে বাধ্য হন বলে জানান গার্মেন্টশ্রমিক রনি।
গুলিস্তানের ফুলবাড়িয়াতে পিরোজপুরগামী যাত্রী রেহানা আক্তার দোলা পরিবহনের টিকিট পাননি। পরে তিনি সাকুরা পরিবহনের টিকিট কাটেন। নন-এসি বাসে ৬০০ টাকার টিকিট টাকতে হয়েছে ৮০০ টাকায়। অনেক যাত্রী টিকিট না পেয়ে বিভিন্ন লোকাল বাসে খোঁজ নিচ্ছিলেন কত দূর যাওয়া যায়। আবুল কালাম ইলিশ পরিবহনের লোকাল বাসে বরিশাল যাচ্ছিলেন। তিনি বলেন, ‘খুব বেশি বাড়তি টাকা রাখেনি এই বাসে। তবে একটাই সমস্যা, এই বাসটা কখন বরিশাল যাবে আমি জানি না। বাসটির সিটগুলো মোটেই আরামদায়ক নয়।’
কয়েকজন পরিবহনমালিক গতকাল সন্ধ্যায় ফোনে খবরের কাগজকে জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানী থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে গাড়ির বাড়তি চাপ ছিল। উত্তরার আব্দুল্লাহপুরের সব বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কল্য্যাণপুর ও শ্যামলীর সব বাস কাউন্টারে যাত্রীরা ভিড় করেন। এদের মধ্যে অধিকাংশই আগে থেকে টিকিট কাটেননি।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া বাসমালিক সমিতির সভাপতি কাজী জুবায়ের মাসুদ খবরের কাগজকে বলেন, ‘বাসের টিকিট যে একদমই নেই, ব্যাপারটা এমন নয়। তবে একেবারে শেষ মুহূর্তে টিকিটের তো সংকট হবে। আমরা বাড়তি বাস নামিয়ে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’
টিকিটের বাড়তি বাড়া আদায়ের অভিযোগে গতকাল সায়েদাবাদের ইউরোলাইন বাস কোম্পানির মালিককে বাসমালিক সমিতিতে ডেকে নেওয়া হয়। এ ছাড়া বেশ কয়েকটি বাস কোম্পানির বিরুদ্ধে খোদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকেই অভিযোগ এসেছে বলে জানান তিনি। জুবায়ের মাসুদ বলেন, ‘প্রতিটি বাস টার্মিনালে র্যাব, বিআরটিএ, পুলিশের ভিজিলেন্স টিম রয়েছে। তারা কড়া নজরদারি রাখছে। তারপরও এই টিমগুলো যখন কাজ করে না, তখনই বাসের টিকিটে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। এ অভিযোগ মিথ্যা নয়।’
উত্তরের পথে টাঙ্গাইলের মির্জাপুর থেকে যমুনা সেতু এলাকা পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও দুর্ভোগের কোনো শঙ্কা নেই। তা ছাড়া যানজট নিরসনে ছয় শতাধিক জেলা পুলিশ, ১০০ হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তিন শিফটে দায়িত্ব পালন করবে।
এদিকে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। আজ বুধবার সকাল থেকে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা রেলস্টেশনের ব্যবস্থাপক সাজেদুল ইসলাম। তিনি গতকাল খবরের কাগজকে বলেন, ‘আজ (মঙ্গলবার) কোনো আন্তনগর ট্রেন খুব বেশি দেরি করে ছাড়েনি। এতে যাত্রীরাও স্বস্তিতে ছিলেন। আশা করি, আমরা শিডিউল ধরে রাখতে পারব।’
যারা ঈদ শেষে আবার ট্রেনেই ফিরতি টিকিট কেটেছেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয় স্টেশনে। তাদের একজন অমিয় দত্ত ভৌমিক বলেন, ‘আমি আগামী ১৩ জুন ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরব বলে রেলসেবা অ্যাপে লগ-ইন করি সকালে। নিয়ম অনুযায়ী আমাকে চারটা টিকিট দেবে। কিন্তু লগ-ইন করার পরেই বলছে, আমার আইডি থেকে আজ কোনো টিকিট কাটা যাবে না। আমি টিকিট কেনার সীমা অতিক্রম করেছি। তার মানে, আমার আইডি থেকে কেউ টিকিট কেটেছেন। আমার ধারণা, এটি রেলওয়ে ও সহজ ডটকমের অসাধু কর্মকর্তাদেরই কারসাজি।’
ইতোমধ্যে দুদক কর্মকর্তারা রেলওয়ে ও সহজ ডটকমের সার্ভার রুমে গিয়ে টিকিট কালোবাজারির বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে রেলওয়ের সব কর্মকর্তা মুখে কুলুপ এঁটেছেন।