ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি জয়ে ফিরল অবশেষে। একটানা চার ম্যাচ জয়ের সুবাস না পাওয়া দলটি এবার পেয়েছে স্বস্তির জয়। আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের সঙ্গে ড্র করার পর হারতে হয় অ্যাস্টন ভিলার কাছে। অবশেষে লুটনকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল।
রবিবার (১০ ডিসেম্বর) স্বাগতিক লুটন টাউনকে ২-১ গোলে পরাজিত করেছে ম্যানসিটি। বেনার্দো সিলভা ও জ্যাক গ্রেলিশ সিটিজেনদের পক্ষে গোল দুটি করেন। এলিজা আদেবায়ো লুটনের হয়ে একটি গোল পরিশোধ করেন।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে প্রভাব বিস্তার করে খেলতে থাকে সিটি। গার্দিওলার শিষ্যরা গোলের জন্য মরিয়া হয়ে আক্রমন শুরু করে। কিন্তু কোনোভাবেই লুটনের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়ে সিটিজেনরা। ইংলিশ ফরোয়ার্ড এলিজা আদেবায়ো গোল করে স্বাগতিকদের লিড এনে দেয়। তৈরি হয় আবারও পয়েন্ট খোয়ানোর শঙ্কা।
বিরতি থেকে ফিরে এসে ৪ মিনিটের ব্যবধানে ম্যাচে ফিরে আসে সিটি। এসময়ের মধ্যে লুটনের জালে দুই গোল করে ম্যানসিটি। আলভারেজের পাস থেকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার বেনারদো সিলভা ৬২ মিনিটে। ৩ মিনিট ইতিহাদের দলটিকে ২-১ ব্যাবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রেলিশ। বাকি সময়ে কোনো দল স্কোর করতে না পারায় ৪ ম্যাচ পর পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।
এ জয়ের সুবাদে ১৬ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে রইলো নবাগত লুটন টাউন।