বয়স কোনো বাঁধাই নয় যা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সের ভারে যিনি নুইয়ে না পড়ে একের পর এক ঈর্ষণীয় পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। সৌদি প্রো লিগে যাওয়ার পর যারা রোনালদোর শেষ দেখে ফেলছিলেন তাদেরকে ভুল প্রমাণ করেন পারফর্ম করে যাচ্ছেন আগের মতোই।
বয়স ৩৮ হলওে সর্বোচ্চ গোলের পরিসংখ্যানে দুই তরুণ কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে যিনি টেক্কা দিয়ে দিয়েছেন। যার সাথে পেরে উঠছে না ২৩-২৪ বছরের তরুণ ফুটবলাররাও।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে আল ইত্তিহাদের মাঠে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো। দুটো গোলই তিনি করেন পেনাল্টি থেকে। ম্যাচের ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলটি করে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সময়ের সেরা তিন খেলোয়াড় হ্যারি কেইন, এমবাপ্পে ও হলান্ডকে পেছনে ফেলে শীর্ষে ওঠেন রোনালদো।
এ নিয়ে চলতি বছর মোট ৫৩ গোল হলো পর্তুগিজ কিংবদন্তির। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন বাকি সবাইকে। তার কীর্তিতে ক্লাব আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এ নিয়ে করা পোস্টে লিখেছে, ‘আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ইত্তিহাদের বিপক্ষে আজ (গতকাল রাতে) নিজের ৫৩তম গোলটি তুলে নিয়ে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হলেন। তিনি পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনকে, যাঁরা ৫২টি করে গোল করেছেন।’ শীর্ষ তিনে থাকতে না পারায় সিটি তারকা আর্লিং হলান্ডের নামটা সম্ভবত নেয়নি আল নাসর। হলান্ডের গোলসংখ্যা ৫০।