অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যে একাদশে জায়গা হয়নি শাহিন শাহ আফ্রিদির। ফর্মে না থাকায় বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হকও।
সিডনিতে হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে শাহিনের বিশ্রাম প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা গণমাধ্যমকে বলেছিলেন, ‘বোর্ডকে সমস্যায় পড়তে হয়েছে পেসারদের চোটের কারণে। সেই কারণেই আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে এই বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানান এই কর্তা। জানুয়ারির ১২ তারিখ প্রথম টি-টোয়েন্টি অকল্যান্ডের ইডেন পার্কে।
প্রথম টেস্টের আগে ট্যুর ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়া স্পিনার আবরার আহমেদ এখনও সেরে উঠতে পারেননি তাই তৃতীয় টেস্টেও তাকে পাওয়া যাবে না। তার জায়গায় অফ স্পিনার সাজিদ খানকে একাদশে রাখা হয়েছে।
সিরিজের প্রথম দুই টেস্টের প্রতিটিতে পাকিস্তান চারজন করে পেসার খেলেছে, তবে সিডনিতে মাত্র তিনজন পেসার নিয়ে মাঠে নামবে সাজিদ। সাজিদ এই সিরিজে পাকিস্তানের হয়ে প্রথম সারির স্পিনার হিসেবে খেলবেন।
ইমাম-উল-হকের স্থলাভিষিক্ত হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তরুণ সেনসেশন সাইম আইয়ুবের। শেষ ছয় টেস্টে ১৫-এর বেশি রান করেছেন তিনি।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, সাজিদ খান, হাসান আলি, আলি হামজা, আমির জামাল।