সাবিনা খাতুন, মাছুরা পারভীন, কৃষ্ণা রানী সরকারদের মতো বেশ কিছু সিনিয়র ফুটবলার এখন জাতীয় দলে উপক্ষিত। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরের পর এবার এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়েও নেই তারা। আসলে সাবিনা-মাছুরাদের ছাড়াই সামনে তাকাতে চাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার।
দলের অন্যরাও যেন সাবিনাদের কথা ভাবছেন না। না হলে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি সাবিনাদের প্রসঙ্গে করা প্রশ্নে কেন বলবেন, ‘নো কমেন্টস’।
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে আজ রাতে মায়ানমার যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষ্যে আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত থেকে বাংলাদেশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যর কথা তুলে ধরেছেন।
স্বাভাবিকভাবেই এই সংবাদসম্মেলনে সাবিনা, মাছুরাদের না থাকা নিয়ে প্রশ্ন হয়েছে। আফঈদার কাছে প্রশ্ন ছিল, এমন বড় আসরে সাবিনা, মাছুরা, সানজিদাদের মিস করবেন কি না? আফঈদা এ সময় দুই শব্দে বলে দেন, ‘নো কমেন্টস’।
এদিকে কোচ বাটলার তো আফঈদাকে এমন প্রশ্ন করায় বিরক্তই প্রকাশ করেন। বলেন, ‘এই রুমে কিছু লোক আছে যারা বিতর্ক পছন্দ করে। পুরোনো গল্প ঘাঁটতে ভালোবাসে। এটা এক তরুণী খেলোয়াড়কে জিজ্ঞেস করা ঠিক হয়নি। এই প্রশ্ন যদি করেন, আমাকে, করুন। কোনো মন্তব্য নেই।’
বাটলার আরও বলেন, ‘এটা পুরোনো নিউজ। ২৩ জনের দলে কিন্তু অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। যাদের নিয়ে আপনারা প্রশ্ন করছেন না। উমেহ্লাকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না। আমি মনে করি এই দলটাই সেরা দল এবং আমি এদের নিয়েই সামনে তাকাতে চাচ্ছি।’
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক মায়ানমারের সঙ্গে অন্য দুই দল বাহরাইন ও তুর্কমেনিস্তান। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর ২ জুলাই মায়ানমার ও ৫ জুলাই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপ সেরা দল ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের ছাড়পত্র পাবে।
বাংলাদেশ দল
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছা. সাগরিকা, আফঈদা খন্দকার (অধিনায়ক) শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানি, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, মোছা. সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, মিলি আক্তার, উমেহ্লা মারমা, নীলুফা ইয়াসমীন নীলা।