আগের আসরে ফরচুন বরিশালে হয়ে খেলেছেন পঞ্চপান্ডবের দুই পান্ডব সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশাল হয়েছিল রানার্সআপ। নতুন মৌসুমে সাকিব বিদায় নেন। তার বদলি হিসেবে ফরচুন বরিশাল নিয়ে আসে পঞ্চপান্ডবের আরেক সদস্য তামিম ইকবালকে। পাশাপাশি প্লেয়ার ড্রাফট থেকে দলে ভেড়ায় পঞ্চপান্ডবের আরেকজন মুশফিকুর রহিমকে। শুধু দেশের ক্রিকেটের নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরও বড় তারকাদের দলে ভেড়ায় ফরচুন বরিশাল। গ্লেন ম্যাক্সওয়েল, ডেবিড মিলারের মতো ক্রিকেটাররা খেলবেন। যে কারণে দলটির ওপর থাকবে প্রত্যাশার চাপ। শিরোপাকে পাখির চোখ করে বিপিএলের ১০ম আসরে মাঠে নামবে দলটি।
২০১২ সালে প্রথম বিপিএল থেকে ছিল বরিশালের অংশগ্রহণ। এখন পর্যন্ত সাতবার বিপিএলে খেললেও শিরোপা ঘরে তুলতে পারেনি দক্ষিণের এই ফ্রাঞ্চাইজিটি। তিনবার রানার্সআপ হওয়া দলটির মালিকানা বদল হয়েছে তিনবার। বিপিএলের প্রথম তিন আসরে ফ্রাঞ্চাইজিটি খেলেছিল বরিশাল বার্নার্স নামে। পরের দুই আসরে নাম বদলে হয় বরিশাল বুলস। নাম বদলের সঙ্গে ভাগ্যের পরিবর্তন আসেনি। বরিশালের ঘরে ওঠেনি কোনো শিরোপা। প্রথম চার আসরের পর টানা তিন বিপিএলে ছিল না বরিশালের অংশগ্রহণ। ২০২২ সালে বিপিএলে ফ্রাঞ্চাইজিটি ফেরত আসে ফরচুন বরিশাল নামে। ফেরত আসার বছরে ফাইনাল খেললেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ তারা।
শিরোপা জিততে না পারা বরিশাল অবশ্য প্রতিবারই থাকে শিরোপার দাবিদার। এবারও এর ব্যতিক্রম নয়। শিরোপা জয়ের লক্ষ্যে দলটি গড়েছে শক্তিশালী স্কোয়াড। দেশি তিন তারকার পাশাপাশি আছেন মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিনের মতো তরুণরা। বিদেশি কোটায় দলটির হয়ে মাঠ মাতাবেন শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, দুনিথ ওয়েলালাগের মতো তারকারা। মোহাম্মদ আমিরের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তার সার্ভিস পাবে না ফরচুন বরিশাল।
দলটির কোচ মিজানুর রহমান বাবুল নিজ দল নিয়ে খবরের কাগজকে বলেন, ‘দল ভালো হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামব। তবে আমাদের বোলিংটা একটু দুর্বল হয়েছে। ব্যাটিং দিয়ে হয়ত ঘাটতি পুষিয়ে নিতে পারব।’ মূলত আমিরকে কেন্দ্র করে বোলিং আক্রমণ সাজিয়েছে বরিশাল। হুট করে বিপিএল থেকে আমির সরে যাওয়ায় খানিকটা বিপদে আছে দলটি। বোলিংয়ের এই দুর্বলতা নিয়ে বাবুলের ভাষ্য, ‘আসলে আমরা আমিরকে চিন্তা করে বোলিং লাইন আপ তৈরি করেছিলাম। ও না আসায় খানিকটা সমস্যা হচ্ছে। নতুন কাউকেও আসলে আমরা পাচ্ছি না। এই কারণেই মূলত এই সমস্যার তৈরি। আশা করি, এরপরেও আমরা ভালো করতে পারব।’
এই দিকে টুর্নামেন্টের শেষদিকে খানিকটা চমক দেখাতে প্রস্তুত ফরচুন বরিশাল। লিগপর্বের শেষদিকে দলটির হয়ে মাঠ মাতাতে আসবেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলার। তাদের নিয়ে বাবুল বলেন, ‘তারা আসবে টুর্নামেন্টের শেষদিকে। মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। কতটুকু পারে দেখা যাক। তবে আশাবাদী ওরা ভালো খেলবে।’
ফরচুন বরিশাল স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েলালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ান্নিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল।