ছবি: সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই ৯টি ফেডারেশন হলো- দাবা, ব্রিজ, হকি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, স্নুকার এন্ড বিলিয়ার্ড, টেনিস, স্কোয়াশ ও কাবাডি।
৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ৩০ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। তারা অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া উপদেষ্টার কাছে জমা দেন। পরে সেখানে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
৯টি ফেডারেশনের কোনো কোনোটিতে ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠক একজনও নেই। যেমন ব্রিজ ফেডারেশন। আবার কোনো কোনোটিতে খুবই কম। যেমন স্কোয়াশ ও কাবাডি ফেডারেশন। বিভিন্ন কমিটিতে ব্যবসায়ী, ব্যাংকের চেয়ারম্যান ও এমডি, করপোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের আধিপত্য বেশি। ভেঙে দেওয়া কমিটির সংগঠকদের অ্যাডহক কমিটিতে জায়গা হয়নি বললেই চলে। তবে ব্যতিক্রম কাবাডি ফেডারেশন। আগের কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা বিতর্কিত এস এম নেওয়াজ সোহাগকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সভাপতি হয়েছেন পুলিশের আইজি ময়নুল ইসলাম। কোনো কোনো ফেডারেশনে আবার আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সংগঠককেও নতুন করে দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। যেমন অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ শাহ আলম আগেও এই ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ফেডারেশনের সভাপতি করা হয়েছে মেজর জেনারেল ড. নাঈম আশফাক চৌধুরীকে।
এই ৯টি ফেডারেশনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক খেলোয়াড় লে. কর্ণেল রিয়াজুল হাসানকে (অব.)। সভাপতি হিসেবে আছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সুজা উদ্দিন আহমেদকে সভাপতি করে আবার ফিরিয়ে আনা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন ফিদে মাস্টার ড. তৈয়বুর রহমান সুমন। ব্রীজ ফেডারেশনের সভাপতি করা হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন হাসান এন্ড অ্যাসোসিয়েটসের উপব্যবস্থাপনা পরিচালক নাঈমুল হাসান। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান সাবেক খেলোয়াড় আব্দুল হাই সরকারকে করা হয়েছে টেনিস ফেডারেশনের সভাপতি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক খেলোয়াড় সেল্টার আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইশতিয়াক আহমেদ। স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই সেনাবাহিনীর। সভাপতি মেজর জেনারেল মো. হাসান উজ জামান, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম।
এছাড়া বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশনের সভাপতি ইউএস বাংলার উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.), সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড় রিয়াসাত করিম ভুঁইয়া, বাস্কেটবল ফেডারেশনের সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক ডা. শামীম নেওয়াজ, সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড় ও জাতীয় দলের কোচ মেজর মোহাম্মদ আতিকুল।