অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হয় পাকিস্তান। সে সিরিজে খেলতে রাজি না হওয়ায় পিসিবির রোষানলে পড়ে কেন্দ্রীয় চুক্রি থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। এমনকি ৩০ জুন পর্যন্ত বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগে তার অংশ নেওয়ার অনুমতি না দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিয়নায়ক শাহিন শাহ আফ্রিদি নিজেই মানতে পারছেন না হারিস রউফের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগমুহূর্তে পিসিবির এমন সিদ্ধান্ত।
পিএসএলে দুই পেসারই খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে শাহিনের লাহোর। তিনি বিশ্বাস করেন সবকিছু ভুলে নিজেকে নতুনভাবে মেলে ধরবেন হারিস এই পিএসএলেই।
পিসিবির সিদ্ধান্তে নাখোশ হয়ে সমালোচনা করে লাহোর অধিনায়ক বলেছেন, ‘পিসিবির সিদ্ধান্ত নিয়ে আমার বেশি কিছু বলার নেই। কিন্তু সিদ্ধান্তটা এমন সময় এল, যখন এক দিন পর আমাদের ম্যাচ। হারিস মানসিকভাবে খুব শক্ত ছেলে। আশা করি, বিষয়টি তার ওপর খুব একটা প্রভাব ফেলবে না। আর পিসিবি সম্ভবত বুঝতে পারবে, এ সময়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না। হারিস ভালো করছে, সে সব সময় পাকিস্তানের জন্য খেলতে প্রস্তুত।’
অধিনায়ক হিসেবে ২০২২ ও ২০২৩ সালে টানা দুবার লাহোরকে শিরোপা এনে দেন শাহিন। এবার তার সামনে সুযোগ হ্যাটট্রিক শিরোপা জেতার। টানা তৃতীয় শিরোপা জেতা নিয়ে জানতে চাইলে শাহিন বলেছেন, ‘আমরা দুবার জিতেছি। তৃতীয়বারও জিততে পারি, কেন নয়?’