মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে এবার বসুন্ধরা কিংস খেলছে না। গত ৩১ মার্চ শেষ হওয়া দলবদলে ৯টি ক্লাব খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু সবশেষ তিন আসরের চ্যাম্পিয়ন কিংস নেই। ফলে এবারের লিগ যে জৌলুশ হারাবে তা বলাই যায়। যদিও বিষয়টির সঙ্গে একমত নন কিংসের হয়ে সবশেষ তিন আসরে লিগ শিরোপার স্বাদ পাওয়া মনিকা চাকমা। তার মতে লিগের আকর্ষণ মোটেও কমবে না।
জাতীয় দলের অন্যতম সেরা তারকা মনিকা এবার যোগ দিয়েছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে। কিংসের অনুপস্থিতিতে এই দলটি এবার তারায় ভরা। কিংসে ছিল জাতীয় দলের তারকাদের ছড়াছড়ি। এবার কিংস না আসায় সেই তারকারাই ক্লাবশূন্য হয়ে পড়েছিল। শেষ মুহূর্তে অবশ্য নাসরিনে ছায়ায় আশ্রয় নেয় তারা। যে দলটির সেরা সাফল্য একবার মাত্র রানার্সআপ হওয়া। ২০১৯-২০ মৌসুমে মেয়েদের লিগে রানার্সআপ হয় নাসরিন স্পোর্টিং ক্লাব। তবে এবার শিরোপা সবচেয়ে বড় দাবিদার তারাই। কারণ দলটাতে যে সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমার মতো খেলোয়াড়।
মনিকা নিজেও বেশ আত্মবিশ্বাসী। খবরের কাগজের সঙ্গে একান্ত আলাপে এই মিডফিল্ডার বলেন, ‘যেহেতু এটা নতুন দল, আমাদেরও লক্ষ্য আছে ভালো ফল করার। চ্যাম্পিয়নের ফাইট দেওয়ার ইচ্ছে আছে। আমরা বেশির ভাগ সিনিয়র খেলোয়াড় আছি দলে। তো অবশ্যই আমাদের লক্ষ্য শিরোপাতেই।’ কিন্তু নিজের পুরোনো দল বসুন্ধরা কিংস লিগ থেকেই নিজেদের সরিয়ে নেওয়ায় কি খারাপ লাগছে না মনিকার? গ্ল্যামারও তো নিশ্চয়ই কমে গেল অনেকটা? এই দুটি প্রশ্ন করতেই মনিকা বেশ পেশাদারভাবেই উত্তরটা দিলেন। তার কথায়, ‘গ্ল্যামার কমবে কেন? প্রত্যেক বছরই তো খেলোয়াড়রা দলবদল করে। বসুন্ধরা আসেনি, তাই এবার অন্য দলে খেলব। এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের সব সময় সবকিছুতে মানিয়ে নিতে হয়।’
সব ঠিক থাকলে এ মাসের তৃতীয় সপ্তাহে মেয়েদের প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর কথা।