
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার (১৪ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চোটে পড়ায় তাসকিনকে নিয়ে শঙ্কা থাকলেও সহঅধিনায়ক হয়েই বিশ্বকাপে যাচ্ছেন তিনি।
দুপুর সাড়ে ১২ টায় দল ঘোষণার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে ঘোষণা করা হয় বিশ্বকাপের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : খবরের কাগজ
ইনজুরির কারণে বিশ্বকাপ দলে তাসকিন আহমেদের থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সহ-অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তাকে বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এদিকে, জিম্বাবুয়ে সিরিজে নির্বাচকদের মন কাড়তে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে ইনজুরিতে থাকা তাসকিনের উপর ভরসা রেখেছে নির্বাচকরা। বিশ্বকাপ চলাকালে সুস্থ হয়ে উঠবেন এমন আত্মবিশ্বাস রাখছেন নির্বাচকরা।
বিশ্বকাপ স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন,শেখ মাহেদি, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানজিদ তামিম, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার,জাকের আলী অনিক, তানভীর ইসলাম।
রিজার্ভ- হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব