ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

প্রথমবার বিশ্বকাপ দলে জাকের ও রিশাদ

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট: ১৪ মে ২০২৪, ০২:৫৫ পিএম
প্রথমবার বিশ্বকাপ দলে জাকের ও রিশাদ
ছবি : সংগৃহীত

বড় কোনো চমক ছাড়াই ঘোষিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। ইনজুরির শঙ্কা থাকলেও সহঅধিনায়ক হয়েই বিশ্বকাপে যাচ্ছেন তাসকিন আহমেদ। ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা হয়েছে উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

নাটকীয়ভাবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ মুহূর্তে ডাক পেয়েছিলেন জাকের আলি অনিক। যদিও, তার অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। শ্রীলঙ্কা সিরিজে ডাক পেয়ে পেয়েছিলেন পরিপূর্ণ জাতীয় দলের পরিবেশের অভিজ্ঞতা।

মূলত দীর্ঘদিন ধরেই বিপিএলে দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপই দলে জায়গা হয়েছিল তার। জায়গা পেয়েই শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে দল ৩ রানে হারলেও খেলেন ৬টি ছয় ও ৪টি চারে ৩৪ বলে ৬৮ রানের এক বিস্ফোরক ইনিংস। এরপর জিম্বাবুয়ে বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে ৩৪ বলে ৪৪ এবং পঞ্চমটিতে শেষদিকে খেলেন ১১ বলে ২৪ রানের অপরাজিত ক্যামিও ইনিংস। এইসব ইনিংসেই জাতীয় দলে জায়গা সুনিশ্চিত হওয়ার পর এবার জায়গা মিলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও।

অন্যদিকে, রিশাদ হোসেন ব্যাট ও বল দুদিকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছে বিশ্বকাপের দলে। ২০২৩ সালে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া রিশাদ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরও করেছেন। নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পায় ৫ উইকেটে। ৩ ওভার হাত ঘুরিয়ে রিশাদ শিকার করেন ১টি উইকেট ২৪ রান খরচায়।

এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দল ২৮ রানে হারলেও ৭ ছক্কায় তিনি করেন ৩০ বলে ৫৩ রান। যা এক ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড। একই প্রতিপক্ষের বিপক্ষেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও খেলেন এক বিধ্বংসী ইনিংস। ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস আর শিকার করেন ১৮ রানে ১ উইকেট। জয় নিয়ে মাঠ ছেড়ে হয়েছিলেন ম্যাচসেরাও।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত রিশাদ হোসেন য়েবার জায়গা নিশ্চিত করেছেন বিশ্বকাপেও তার স্থান। লেগ স্পিনারন নিয়ে বাংলাদেশ ক্রিকেটের হাহাকারটা শুরু থেকেই। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত রিশাদ হয়তো সেই আক্ষেপটা এবার ভুলিয়ে দেবেন যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠেয়  বিশ্বকাপে।

বোলিংয়ে ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে রিশাদের শিকার ১১ উইকেট আর ব্যাট হাতে করেছেন ১৩১.৬৬ স্ট্রাইকরেটে ৬ ইনিংসে ৭৯ রান। যেখানে ফিফটি একটি। আর জাকের ৯ ইনিংসে করেছেন ১৯৭ রান ১২৭.৯২ স্ট্রাইকরেটে। ফিফটি করেছেন একটি।

সাবিনা-মাছুরা প্রশ্নে আফঈদার ‘নো কমেন্টস’

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৫:৩৪ পিএম
সাবিনা-মাছুরা প্রশ্নে আফঈদার ‘নো কমেন্টস’
ছবি : ফাইল

সাবিনা খাতুন, মাছুরা পারভীন, কৃষ্ণা রানী সরকারদের মতো বেশ কিছু সিনিয়র ফুটবলার এখন জাতীয় দলে উপক্ষিত। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরের পর এবার এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়েও নেই তারা। আসলে সাবিনা-মাছুরাদের ছাড়াই সামনে তাকাতে চাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। 

দলের অন্যরাও যেন সাবিনাদের কথা ভাবছেন না। না হলে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি সাবিনাদের প্রসঙ্গে করা প্রশ্নে কেন বলবেন, ‘নো কমেন্টস’।

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে আজ রাতে মায়ানমার যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষ্যে আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত থেকে বাংলাদেশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যর কথা তুলে ধরেছেন।

স্বাভাবিকভাবেই এই সংবাদসম্মেলনে সাবিনা, মাছুরাদের না থাকা নিয়ে প্রশ্ন হয়েছে। আফঈদার কাছে প্রশ্ন ছিল, এমন বড় আসরে সাবিনা, মাছুরা, সানজিদাদের মিস করবেন কি না? আফঈদা এ সময় দুই শব্দে বলে দেন, ‘নো কমেন্টস’।

পরে কোচের কাছে একই প্রশ্ন রাখা হলে বলেন, ‘এটা পুরোনো নিউজ। ২৩ জনের দলে কিন্তু অনেক সম্ভাবনাময় খেলোয়াড় আছে। যাদের নিয়ে আপনারা প্রশ্ন করছেন না। উমেলাকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না। আমি মনে করি এই দলটাই সেরা দল এবং আমি এদের নিয়েই সামনে তাকাতে চাচ্ছি।’

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক মায়ানমারের সঙ্গে অন্য দুই দল বাহরাইন ও তুর্কমেনিস্তান। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর ২ জুলাই মায়ানমার ও ৫ জুলাই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপ সেরা দল ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের ছাড়পত্র পাবে।

বাংলাদেশ দল

রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছা. সাগরিকা, আফঈদা খন্দকার (অধিনায়ক) শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানি, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, মোছা. সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, মিলি আক্তার, উমেহ্লা মারমা, নীলুফা ইয়াসমীন নীলা।

বিজয়ের ওপর আস্থা রাখছেন কোচ

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
বিজয়ের ওপর আস্থা রাখছেন কোচ
ছবি : সংগৃহীত

২০১৩ সালে গলেই টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল এনামুল হক বিজয়ের। সেই গলেই ২০২৫ সালে সিরিজের প্রথম টেস্ট ব্যর্থ হওয়ার পর সমালোচনা হচ্ছে তার পারফরম্যান্স নিয়ে। তবে আশা হারাচ্ছেন না কোচ ফিল সিমন্স।

বাংলাদেশ দলে প্রধান কোচ মনে করেন, বিজয় শক্তিশালী হয়ে ফিরবে। মঙ্গলবার (২৪ জুন) দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিমন্স।

ফিল সিমন্স বলেন, ‘এনামুল হক সবে টেস্ট ক্রিকেটে ফিরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সে ভালো ব্যাটিং করেছে। সে একটি টেস্ট খেলেছে। এখানে দুই ইনিংস পেয়েছে। আমি নিশ্চিত সে শক্তিশালী হয়ে ফিরবে।’

গল টেস্টে ব্যর্থ বিজয় দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত করে কিছু বলেননি কোচ। তবে বিজয়ের ওপর কোচের আস্থা ইঙ্গিত দিচ্ছে তার একাদশে থাকার বিষয়টি।

প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রথম ইনিংসে শতকের দেখা পাওয়া মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্টেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন বলে মনে করেন কোচ, ‘গল টেস্টে যেভাবে খেলেছি তাতে আমাদের অনেক আত্মবিশ্বাস বেড়েছে। আসলে এটা এরকমই হয়। আপনি যদি শুরু থেকেই ভালো খেলেন তাহলে সেই আত্মবিশ্বাস পরের টেস্টেও প্রভাব রাখবে।’

রেকর্ড গড়ার দিনে শাস্তিও পেলেন পন্ত

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:২০ পিএম
রেকর্ড গড়ার দিনে শাস্তিও পেলেন পন্ত
ছবি : সংগৃহীত

হেডিংলি টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। এই সেঞ্চুরির মাধ্যমে একাধিক রেকর্ডও গড়েছেন এই ব্যাটার। তবে রেকর্ডের দিনে পেয়েছেন আইসিসির শাস্তিও।

আম্পয়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেই মূলত পড়েছেন তিনি শাস্তির মুখে। ম্যাচের ৬১তম ওভার শেষে গেজ ব্যবহার করে বলের আকার যাচার করার পর আম্পায়ার সিদ্ধান্ত দেন যে, এই বল দিয়েই খেলা হবে। তাতে অসন্তুষ্ট হয়ে বল মাটিতে ছুড়ে মারেন। যাতে স্পষ্ট হয় যে, তিনি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) চতুর্থ দিনের খেলা শেষে ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, পন্ত ‘লেভেল ওয়ান’ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ।

এমন আচরণ করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে পন্তের নামের পাশে। গেল দুই বছরে এটাই প্রথম শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। 

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির মুখে পড়তে হয়নি পন্তকে।

মারা গেছেন ভারতের সাবেক স্পিনার দোশী

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:০৩ পিএম
মারা গেছেন ভারতের সাবেক স্পিনার দোশী
ছবি : সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার (২৩ জুন) লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতের হয়ে ১৯৭৯ সালে অভিষেক হওয়া এই সাবেক ক্রিকেটার খেলেছেন ১৯৮৩ সাক পর্যন্ত।  ভারতের জার্সিতে খেলেছেন ৩৩ টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ। বল হাতে টেস্টে ১১৪ ও ওয়ানডেতে শিকার করেছেন ২২ উইকেট।

রাজকোটে ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার ৩২ বছর বয়সে অভিষগেক ঘটান টেস্ট ক্রিকেটে। চেন্নাইতে অভিষেক টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৯ সালে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই শিকার করেন ৬ উইকেট। অভিষেক টেস্টে ভারতের হয়ে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব আছে ৯ জনের। দোশি তাদেরই একজন।

বাংলা ও সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। দেশের বাইরে কাউন্টি খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে।

সাবেক এই স্পিনারের মৃত্যুতে শোক জানিয়েছেন অনীল কুম্বলে এক্সে লিখেছেন, ‘দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।’
গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত ছিলেন দোশী।

ক্লাব বিশ্বকাপ মেসির জন্মদিন ম্লান করে দিল পালমেইরাস

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ পিএম
মেসির জন্মদিন ম্লান করে দিল পালমেইরাস
ছবি : সংগৃহীত

৩৮তম জন্মদিনটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি। মাঠেই তাকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করে ইন্টার মায়ামি। কিন্তু সবকিছু ম্লান করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

জয়ের কাছে থেকেও পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপে দুই দলের মধ্যকার ম্যাচটি। ফ্লোরিডার ক্লাবটি ২-০ গোলের লিডে ছিল। কিন্তু মায়ামিকে হতাশ করে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটি ড্র হয়েছে ২-২ স্কোরে।

তবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে দুই দলেরই। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে দ্বিতীয় রাউন্ডে পালমেইরাস আর সমান ম্যাচে সমান পয়েন্ট ও ১ গোলের ব্যবধানের কারণে দুইয়ে থেকে শেষ ষোলোতে গেছে ইন্টার মায়ামি। বিদায় নিয়েছে ইউরোপের ক্লাব পোর্তো তিন ম্যাচের দুটিতে সমতা ও একটি হেরে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। দারুণ এক কাউন্টার অ্যাটাকে টাডিও অ্যালেনডে স্বাগতিক দলকে এনে দেন প্রথম লিড। গোলটিতে সহায়তা করেন লুইস সুয়ারেজ।

গোল শোধের চেষ্টা চালালেও দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে উল্টো আরও একটি গোল হজম করে বসে পালমেইরাস। গোলটি করেন সুয়ারেজ। এই গোলে বুড়ো বয়সেও নিজের স্কিল প্রদর্শন করেন তিনি।

তবে হাল না ছাড়া পালমেইরাস ৮০ মিনিটে ম্যাচে ফেরে। একটি গোল করে ব্যবধান কমান বদলি নামা পাউলিনিয়ো ফিলিয়ো। মিনিট সাতেক পরই বদলি নামা আরেক ফুটবলার মাউরিসিও গোল করে সমতা ফেরান ম্যাচে। গ্রুপের অপর ম্যাচে পোর্ত আল আহলির বিপক্ষে ৪-৪ গোলের সমতা করেছে। 

গ্রুপে দুইয়ে থাকায় ইন্টার মায়ামি শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওদিকে পালমেইরাস পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নকআউট ম্যাচে ব্রাজিলের এক ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবে শেষ আটে চলে যাবে।