ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১২:০৯ পিএম
আপডেট: ৩০ মে ২০২৪, ১২:১০ পিএম
পোল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে পা রেখেছে স্বাগতিক বাংলাদেশ। 

বৃহস্পতিবার (৩০ মে) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ৭টি লোনাসহ ৭৯-২৮ পয়েন্ট পোল্যান্ডকে হারিয়ে টানা চার ম্যাচ তুলে নেয়। ফলে এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে (গ্রুপ-এ) শেষ চার নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বিজয়ী দল প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে ছিল। দারুণ ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তারকা রেইডার আরদুজ্জামান মুন্সি। প্রতিপক্ষের কাছ থেকে তিনিষএকাই ২৫ পয়েন্ট তুলে নেন। আগামীকাল শুক্রবার (৩১ মে) গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে লাল-সবুজরা। যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই পোলিশদের চেপে ধরেন মিজান, আরদু, আল-আমিন, রাজিব, ইয়াসিনরা। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। এ সময় স্বাগতিকরা ১০-১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ষষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনার দেখা। ফলে লাল-সবুজরা এগিয়ে যায় ১৯-২ পয়েন্টে। এরপর ১৪ মিনিটে তৃতীয় লোনা পায় বাংলাদেশ। এ সময় দুদলের পয়েন্টের পার্থক্য ছিল ৩০-১০। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এ আসরে ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। 

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই (২১ মিনিট) চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে ৪১-১৫ পয়েন্ট ব্যবধানে ছিল আব্দুল জলিল শিষ্যরা। ২৯ মিনিটে পঞ্চম লোনাসহ ৫১-২১ পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ষষ্ঠ লোনা স্বাগতিকদের। এ সময় দল এগিয়ে ছিল ৬১-২৪ পয়েন্টে। ৩৯ মিনিটে সপ্তম লোনা লাভ করে বাংলাদেশ। এ সময় ৭১-২৭ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ।

পোল্যান্ডকে বিপক্ষে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ আব্দুল জলিল। ম্যাচশেষে তিনি বলেন, ‘গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছি। যা প্রাথমিক লক্ষ্য ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দলকে আরো উজ্জীবিত আত্মবিশ্বাসী করেছে। আগামীকাল গ্রুপপর্বে আমাদের শেষ ম্যাচ রয়েছে নেপালের বিরুদ্ধে। ওই ম্যাচেও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চাই। আশাকরি টানা চার ম্যাচের মতো নেপালের বিরুদ্ধে আমরা জিতব।’

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব
ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পাঁচ দলের সমন্বয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই পেসার। 

চলতি মাসের ২৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে লিগটি, শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানা ছাড়াও অংশ নিতে যাচ্ছে চার দেশের চারটি ফ্র্যাঞ্চাইজি। 

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১১ ম্যাচের এই আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সুযোগ পেলেও তানজিমের খেলা এখনও নিশ্চিত নয়। একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতেই ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কোনো ভেন্যু ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করলো। রেকর্ডটি গড়েছে শারজাহ’র ক্রিকেট গ্রাউন্ড। বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই রেকর্ডটি হয়েছে। 

বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডেটি শারজাহ’র মাঠে ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ফলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশও। 

১৯৪৮ সালে নির্মিত শারজাহ ক্রিকেট গ্রাউন্ড আশি ও নব্বই দশকের অনেক জনপ্রিয় ক্রিকেট ম্যাচের সাক্ষী। 

৩০০ আন্তর্জাতিক ম্যাচের ভেতর এই মাঠে ওয়ানডে হয়েছে ২৫৩টি আর টেস্ট ৯টি। অন্যদিকে টি-টোয়েন্টি হয়েছে ৩৮টি। 

এই তালিকায় দুইয়ে অবস্থান করছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৯১ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তারা। যার মধ্যে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ১৮টি।

তিনে অবস্থান করা মেলবোর্ন ১১৬ টেস্ট, ১৫২ ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজন করেছে ১৯ টি আর সবমিলিয়ে সেখানে ম্যাচ হয়েছে ২৮৭টি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবও আছে এই তালিকায় ২৬৭ ম্যাচ আয়োজন করে। ১৪৭ টেস্ট, ৭০ ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজন করেছে এই  মাঠটি ৪৬টি। 

ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৭৭ ম্যাচের ১৪৭টিই টেস্ট ৭০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজিত হয়েছে ১০টি।

তালিকায় ছয়ে অবস্থান বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ২১১ ম্যাচ আন্তর্জাতিক আয়োজ়ন করেছে এই মাঠ। যার মধ্যে টেস্ট ২৮, ওয়ানডে ১২০ এবং টি-টোয়েন্টি ৬৩।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে বাংলাদেশ ফিল্ডিং করবে আগে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টা বাজে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে শারজা ক্রিকেট গ্রাউন্ড ভেন্যু হিসেবে প্রথমবারের মতো ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে চাচ্ছে।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে একটি। এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান।

আফগানিস্তানের হয়ে সেদিকুল্লাহ আতেলের অভিষেক হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ঘানজানাফার, নাঙ্গেয়ালিয়া খারোতি, ফজলহক ফারুকী।

নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচ মাঠে নামা হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দলে ফিরেছেন বিশ্বকাপ ও কোপাজয়ী এই গোলকিপার। ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।

সদ্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া। গোলকিপার মার্তিনেজের অ্যাস্টন ভিলার সতীর্থ। বর্তমানে এই তরুণ মিডফিল্ডার ধারে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

চলতি মাসের ১৫ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর ঠিক ৪ দিন পর ঘরের মাঠ রাজধানী বুয়েন্স এইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি মার্তিনেজের। মূলত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

মার্টিনেজের মতো এই দুই ম্যাচে দলে ফিরেছেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে গেল মাসের অক্টোবর মাসের ম্যাচগুলো মিস করেছিলেন তিনি। 

এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে আলবিসেলেস্তাদের পয়েন্ট ২২। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেসেচিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্টিনেজ।

পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে চান শান্ত

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম
পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে চান শান্ত
ছবি : সংগৃহীত

প্রায় ৮ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটিও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে ৩ ইনিংসে ১৬৩  রান করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা চান তিনি নিজেও।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। তবে যে সিরিজ চলে গেছে সেটি নিয়ে না ভাবে নতুন সিরিজে পরিস্থিতি অনুযায়ী খেলতে চান শান্ত, ‘যেটা শেষ হয়ে গেছে শেষ। আমার মনে হয় যে নতুন একটা সিরিজ আর চেষ্টা সেভাবেই থাকবে কীভাবে আমি অবদান রাখতে পারি। লক্ষ্যটা থাকবে ম্যাচে যেই পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবে যেন করতে পারি।’

তবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ যে মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য সেটিও বেশ ভালো জানা আছে শান্তর। বিশেষ করে শারজাজ’র উইকেটে আফগানিস্তানের বোলাররা সুবিধা পাবেন যা সবারই জানা। 

যদিও শান্ত বিশ্বাস করেন নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে কোনো সমস্যা হবে না ভালো করতে, ‘অবশ্যই এই কন্ডিশনে আফগানিস্তান অনেক ভালো দল। তবে আমি যেটা মনে করি আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাদের বিপক্ষে আমরা অনেক ভালো করবো।’

শারজাহতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত দুই দলের ১৬ সাক্ষাতে ১০০ বার জিতেছে বাংলাদেশ আর ৬ বার জয় পেয়েছে আফগানিস্তান।