ঢাকা ২৮ আষাঢ় ১৪৩২, শনিবার, ১২ জুলাই ২০২৫
English

কিংসটাউনে ফিল্ডিংয়ে নেপাল, একাদশে লামিচানে

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:২২ এএম
কিংসটাউনে ফিল্ডিংয়ে নেপাল, একাদশে লামিচানে
ছবি : সংগৃহীত

ডি গ্রুপের ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেপাল। তস জিতে সে ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেপালের অধিনায়ক রোহিত পাওদেল। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলছেন ধর্ষণ মামলার অভিযোগ থেকে ছাড়া পাওয়া লেগ স্পিনার সন্দিপ লামচানে।

শনিবার (১৫ জুন) আর্নোস ভ্যাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেচহে সুপার এইটে। অন্যদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পতিত্যলত হওয়ায় নেপালের নামের পাশে রয়েছে ১টি মাত্র পয়েন্ট।

দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে বোলিং করার কঠিন হতে পারে এমনটা চিন্তা করেই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেপালের অধিনায়কের। দ্বিতীয় ইনিংসে তারা রান তাড়া করতে চায়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও তাই করতে চেয়েছিলেন। টস হেরে যাওয়ায় আপাতত তার আশা ব্যাটাররা মাঠে থিতু হয়ে ভালো স্কোর যোগ করবে বোর্ডে।

ফুটবলের ইতালি ক্রিকেট বিশ্বকাপে

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৫৪ এএম
ফুটবলের ইতালি ক্রিকেট বিশ্বকাপে
সংগৃহীত

ফুটবলের দেশ ইতালি। তাই তো ফিফা বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে যখন তারা ছিল না, তাদের সেই অনুপস্থিতি কোটি কোটি ভক্তের চোখ ভিজিয়েছিল। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের না পেয়ে বিশ্বমঞ্চও হারায় রঙ। সেই হারানো রঙ ফুটে উঠল ব্যাট-বলের ক্রিকেটে। সবাইকে চমকে দিয়ে ফুটবলের ইতালি তাদের নাম তুলেছে ক্রিকেট বিশ্বকাপে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি ক্রিকেট দল। আইসিসির বৈশ্বিক ইভেন্টে এটাই হবে তাদের প্রথম অংশগ্রহণ।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয় ইতালি-নেদারল্যান্ডস। ডাচদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলেও বাছাইয়ের বাধা টপকে গেছে ইতালি। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল ফুটবলের দেশটি। লক্ষ্য তাড়ায় ২২ বলে হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

গতকাল এই অঞ্চলের বাছাইয়ের শেষ দিনে শেষ দুই ম্যাচে চার দলেরই সুযোগ ছিল। সেটাই কাজে লাগিয়ে বড়মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছেন ইতালি এবং নেদারল্যান্ডস। ১৩৪ রানে আটকা পড়া ইতালির চ্যালেঞ্জ ছিল- নেদারল্যান্ডস ১৫ ওভারের আগে জিততে পারবে না। তাহলেই পাবে বিশ্বকাপের টিকিট। এই চ্যালেঞ্জ জয় করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে ইতালি। 

সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের মেয়েদের

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম
শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের মেয়েদের
ছবি: সংগৃহীত

মোছাম্মদ সাগরিকা, মুনকি আক্তারদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি ৯-১ গোলে জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন সাগরিকা। জোড়া গোল করেন মুনকি। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।

ম্যাচের সিংহভাগ সময় শ্রীলঙ্কার অর্ধেই বল ছিল। বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলকে বলতে গেলে কোনো পরীক্ষাই দিতে হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে করে আরও ৬ গোল। ম্যাচের যোগ করা সময়ে গিয়ে সান্তনার একটি গোল পায় শ্রীলঙ্কা।

স্বপ্না রানীর অসাধারণ এক ফ্রি কিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মুনকি ডামি করলেও ডানপায়ে শটটা নেন স্বপ্না। যা লঙ্কান গোলকিপার থারুশিকার নাগালের বাইরে দিয়ে পোস্টে জড়ায়। পঞ্চম মিনিটে মুনিকর গোলে ব্যবধান দ্বিগুন করেন বাংলাদেশ। বক্সে ঢুকে বাঁপায়ের শটে গোলটি করেন মুনকি।

৩৭ মিনিটে সাগরিকা ৩-০ করেন। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে শিখার নেওয়া শট শ্রীলঙ্কা গোলরক্ষক থারুশিকার হাত গলে বেরিয়ে গেলে সাগরিকার পায়ে যায়। সেখান থেকেই বা পায়ের শটে গোল করেন সাগরিকা।

৪৮ মিনিটে মুনকি আক্তার নিজের দ্বিতীয় গোল আদায় করলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটা বড় কৃতিত্ব দিতে হবে সাগরিকাকে। বাঁ প্রান্ত দিয়ে আক্রমনে ঢুকে মুনকির উদ্দেশ্যে কাটব্যাক করেন তিনি। আলতো টোকায় মুনকি বল জালে জড়ান।

দুই মিনিট পরই ব্যবধান ৫-০ করে ফেলেন শিখা। প্রথমার্ধেই গোল পেতে পারতেন তিনি। রাইট উইংয়ে শুরু থেকেই তিনি দারুণ খেলছিলেন। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে শুরুতে তিনি সুযোগ হাতছাড়া করেননি। বাঁ প্রান্ত থেকে শান্তি মার্ডির ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সাগরিকা। সতীর্থের থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে।

৫৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এ দফায় বক্সের ভেতর পূজার কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি (৭-০)। ৮৫ মিনিটে কর্নার কিক থেকে রুপার গোলে ব্যবধান ৮-০ করে বাংলাদেশ।

যোগ করা সময়ে শ্রীলঙ্কার পক্ষে লায়ানশিকা জাশোথারান গোল আদায় করেন। সার্কেলের পাশ থেকে বল পেয়ে আক্রমণে ঢুকেন। বাংলাদেশের রক্ষণভাবের সব খেলোয়াড়ই শ্রীলঙ্কার অর্ধে ঢুকে যাওয়ার সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগান। কেউ তাকে আর আটকাতে পারেননি। আর গোল রক্ষক স্বর্ণাকেও পরাস্ত করতে ভুলে করেননি তিনি।

ম্যাচের শেষ গোলটা অবশ্য বাংলাদেশই করে। যা তাদের নবম গোল। ডানপ্রান্ত থেকে তৃষ্ণার করা ক্রস থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন শান্তি মার্ডি।

তোফায়েল/সুমন/

দাঁড়াতেই পারল না লিটনরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
দাঁড়াতেই পারল না লিটনরা
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। ফলে ফরম্যাট বদলালেও বাংলাদেশের ভাগ্য বদলাচ্ছে না।

ওয়ানডে সিরিজ হারের পর বৃহস্পতিবার (১০ জুলাই) টি-টোয়েন্টি সিরিজটাও হার দিয়ে শুরু করেছে টাইগাররা। লিটন দাসের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল বলতে গেলে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতে নিয়েছে লঙ্কানরা।

এদিন আগে ব্যাট করে স্বাগতিকদের ১৫৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে দাপুটে ব্যাটিংয়ে সেই লক্ষ্যটাকে মামুলি বানিয়ে ফেলে শ্রীলঙ্কা। পরে অবশ্য তাদের রান তোলার গতি কিছুটা স্লথ হয়ে যায়। তবে জয় আদায় করতে কোনো অসুবিধা হয়নি। ৬ বল হাতে রেখে সহজ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

ওপেনার পারভেজ হোসেন ইমন ছাড়া কারো ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টির মেজাজ। ফলস্বরূপ বড় পুঁজি পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে টিম টাইগার্স।

চার-ছক্কায় টি-টোয়েন্টির ঝাঁঝে শুরুটা করেছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। প্রথম ৪ ওভারে দলের খাতায় যোগ করেন ৩৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে তাদের উদ্বোধনী জুটি ভাঙে ৪৬ রানে। নুয়ান থুসারার লোয়ার ফুলটস বল বুঝতে না পেরে থিকসানাকে ক্যাচ দেন তানজিদ। ১৭ বলে ২ চারে ১৬ রান করেন এই ওপেনার।

ব্যাটিং লাইনআপে ধাক্কা লাগলেও ইমন তার ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। অপরপ্রান্তে অধিনায়ক লিটন দাস ধুঁকতে থাকেন। ডট বলে নিজের ওপর চাপ বাড়ান তিনি। এরপর বিগ হিটে চাপ কমাতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ইনিংসের অষ্টম ওভারে জেফরি ভ্যান্ডার্সির ঘূর্ণিতে আউট হওয়ার আগে ১১ বলে খেলে মাত্র ৬ রানই করতে পারেন লিটন।

পরের ওভারেই ইমনকে থামান থিকসানা। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে শানাকাকে ক্যাচ দেন টাইগার ওপেনার। তখন দলের সংগ্রহ ছিল ৮.৪ ওভারে ৬৭। অর্থাৎ দুর্দান্ত শুরুটা দ্রুতই ফিকে হয়ে যায়। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এবং নাঈম শেখের জুটিতে। দুজনের ৩৬ বলে প্রতিরোধে আসে ৪৬ রান।

১৮.৩ ওভারে মিরাজকে শিকার বানান থিকসানা। ২৩ বলে ৪ চারে ২৯ রান করেন তিনি। শেষ ৯ বলে আসে ১৯ রান। যেখানে শামীম হোসেনের অবদান ছিল ১৪ রান (৫ বলে ২ ছক্কায়)। নাঈম ২৯ বলে খেলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ছিলেন ৩২ রানে। মূলত শামীমের ছোট ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।

অনিক/সুমন/

উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
উইম্বলডনের গ্যালারিতে ‘মিয়া জেলু’; লাইক দিয়ে বিতর্কে ঋষভ পান্ত
ছবি: সংগৃহীত

উইম্বলডনের সৌন্দর্য ও গ্ল্যামার ঘিরে ভাইরাল হওয়া এক ইনফ্লুয়েন্সারকে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। তবে চমকপ্রদ ব্যাপার হলো এই ‘ইনফ্লুয়েন্সার’ আদতে মানুষ নন বরং সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) তৈরি এক চরিত্র।

ইনস্টাগ্রামে তার আইডি ইনফ্লুয়েন্সার মিয়া জেলু নামে। যার অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ১ লক্ষ ৫০ হাজার ছাড়িয়েছে। সম্প্রতি নিজের ‘উইম্বলডন সফরের’ ছবি পোস্ট করেন। গ্লাসে পিমস হাতে, কোর্টসাইডে বসে থাকা এবং সুসজ্জিত বুফে উপভোগের বেশ কিছু ছবিতে তার স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের।

এইসব পোস্টে লাইক দেন হাজার হাজার অনুসারী। যার মধ্যে ছিলেন ভারতের কিপার ব্যাটার ঋষভ পান্তও। বিষয়টি ভারতীয় ক্রিকেটভক্তদের চোখ এড়ায়নি। পান্তের লাইক দেওয়া পোস্টগুলো স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে থাকেন তারা। দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে।

তবে কিছুক্ষণ পর দেখা যায় পান্ত তার লাইক তুলে নিয়েছেন। এই আচরণ ঘিরেই শুরু হয়েছে হাস্যরসাত্মক ট্রল ও কৌতুক। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, ‘ঋষভ পান্ত ভাবছেন তিনি কোনো বাস্তব তরুণীর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, অথচ পুরো ব্যাপারটাই এআই।’

আরেকজন মন্তব্য করেন, ‘কেউ একজন পান্তকে বলে দিক এটা একটা AI অ্যাকাউন্ট!’

এমনকি অনেকেই এ ঘটনাকে তুলনা করছেন সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঘটে যাওয়া এক কাণ্ডের সঙ্গে। মে মাসে অভিনেত্রী অবনীত কউরের একটি পোস্টে লাইক দেওয়ার পর কোহলিকে একইভাবে ট্রলের শিকার হতে হয়েছিল।

তখন কোহলি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ফিড ক্লিয়ার করার সময় ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভুলবশত লাইক রেজিস্টার করে থাকতে পারে।’

ঋষভ পান্ত বর্তমানে লন্ডনে রয়েছেন এবং উইম্বলডনে সরাসরি খেলা উপভোগ করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিনারকে সরাসরি দেখতে চেয়েছিলাম। তবে মাঠের বাইরের এই ‘ভুল ইন্টারঅ্যাকশন’ হয়তো সাময়িকভাবে তার মনোযোগ কেড়ে নিয়েছে।

চঞ্চল/সুমন/