ঢাকা ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাঙা নাক নিয়েই ইউরোতে খেলবেন এমবাপ্পে

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১০:২৬ পিএম
ভাঙা নাক নিয়েই ইউরোতে খেলবেন এমবাপ্পে
সংগৃহীত

জয় দিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ফ্রান্স। অস্ট্রিয়ার বিপক্ষে তাদের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে বড় দুঃসংবাদ হয়ে উঠে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ নাক ভেঙেছেন ফরাসি তারকা। তাতে শঙ্কায় পড়েছিল আসরের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে। শঙ্কা উড়িয়ে দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। নিশ্চিত করেছে, ভাঙা নাক নিয়েই লড়াই চালিয়ে যাবেন এমবাপ্পে।

ডুসেলডর্ফ অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার কেভিন ড্যানসোর সঙ্গে সংঘর্ষ হলে ফেটে যায় এমবাপ্পের নাক। তখনই মাঠ ছাড়তে হয়েছিল বিশ্বকাপ জয়ী তারকাকে। ফ্রান্স কোচ দিদিয়ে দেশম তাৎক্ষণিকভাবে বলতে পারেননি যে তার শিষ্যের চোট কতটা গুরুতর। এ নিয়ে বিস্তারিত জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। জানিয়েছে, মাস্ক পড়ে খেলবেন এমবাপ্পে।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এখনই তার অস্ত্রোপচার হচ্ছে না। তার চিকিৎসা চলবে। একটি মাস্ক তৈরি করা হবে যাতে ফরাসি দলের ১০ নাম্বার (এমবাপ্পে) চিকিৎসার পর পুনরায় টুর্নামেন্টে খেলতে পারে।’ অস্ট্রিয়া ম্যাচে ড্যানসোর কাঁধের সঙ্গে এমবাপ্পের মুখে সংঘর্ষ হয়েছিল। তখনই তার নাক রক্তাক্ত হয়ে পড়ে এবং ফুলে যায়।

এদিকে ভাঙা নাক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতা করে পোস্ট দিয়েছেন এমবাপ্পে। তিনি লিখেছেন, ‘মাস্ক নিয়ে কোনো ধারণা আছে?’ অপরদিকে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে এমবাপ্পে দলের অনুশীলন ক্যাম্পে ফিরেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রথম দিনটা রাঙাল বোলাররা

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:২৮ এএম
আপডেট: ১২ জুন ২০২৫, ১০:২৯ এএম
প্রথম দিনটা রাঙাল বোলাররা
ছবি : সংগৃহীত

২০২৩-২০২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটা রাঙিয়েছে দুই দলের বোলাররা। প্রথম দিনই ১৪ উইকেট শিকার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বোলাররা। যার মধ্যে ১২ উইকেটই গেছে পেসারদের ঝুলিতে আর দুটি স্পিনারদের।

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা শিকার করেছেন ফাইফার। তার পাঁচ শিকারের পাশাপাশি মার্কো জানসেনের ৩ ও কেশব মহারাজ এবং এইডেন মার্করাম নিয়েছেন সমান ১টি করে উইকেট। প্রোটিয়া বোলারদের তোপে মাত্র ২১২ রানেই থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ইনিংস। 

অজিদের দ্রুত অল আউট করে দিলেও দক্ষিণ আফ্রিকাও বিপাকে পড়ে অজি পেসারদের সামনে। দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের বোর্ডে ৪৩ রান যোগ হতেই খোয়া গেছে ৪ উইকেট। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১৬৯ রানে পিছিয়ে তারা।

গতকাল (১১ জুন) লর্ডসে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন দুই ওপেনার উসমান খাজা ও মারনাস লাবুশেন। রাবাদা ও জানসানের বোলিংয়ের সামনে সুবিধাই করতে পারছিলেন না তারা। পরে দুজনই সাজঘরে ফিরেছেন রাবাদার ৩ বলের ব্যবধানে।

২০ বল খেলেও রানের খাতা খুলতে না পেরে সাজঘরে ফিরেছেন খাজা। রাবাদার বলে প্রথম স্লিপে ডেভিব বেডিংহ্যামের হাতে ক্যাচ হন তিনি। ওই ওভারের শেষ বলে নতুন ব্যাটার ক্যামেরন গ্রিনকেও (৩ বলে ৪) ফেরান রাবাাদা। তাকে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে জমা করান ডানহাতি পেসার।

সেট হয়েও ১৭ রানে কাটা পড়েন জানসেনের বলে লাবুশেন। ট্রাভিস হেডও দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১১ রান করে তিনিও পরিণত হন জানসেনের শিকারে। তার বিদায়ে শেষ হয় প্রথম সেশনের খেলা।

দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে। কিন্তু আবারও জানসেনের আঘাতে ১১২ বলে ৬৬ রান করে আউট হন স্মিথ। স্লিপে মার্করামের হাতে ক্যাচ হন স্মিথ।

নতুন ব্যাটার হিসেবে মাঠে আসা অ্যালেক্স ক্যারি ষষ্ঠ উইকেটে ওয়েবস্টারের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন। কিন্তু তিনিও ব্যর্থ ইনিংস বড় করতে। উইকেটে থিতু হয়ে  ফিরেছেন ২৩ রান করে। 

নিচের দিকে আর কেউ দাঁড়াতে পারেননি। দলের হয়ে ৯২ বলে সর্বোচ্চ ৭২ রান করে আউট হন ওয়েবস্টার রাবাদার বলে। ফলে ৫৬.৪ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। শুরুর দুই উইকেটসহশেষের দিকে দুটি উইকেট শিকার করে ফাইফারপূর্ণ করেন রাবাদা।

অজিদের দ্রুত অলআঊট করে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা টেম্বা বাভুমার দলও একই সমস্যায় পতিত হয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। হতাশ করেন আরেক ওপেনার রায়ান রিকেলটনও ১৬ রান করে ধরেন সাজঘরের পথ। তাকে ফেরান মিচেল স্টার্ক।

৪৪ বলে মাত্র ৬ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন উইয়ান মুলডার। ট্রিস্টান স্টাবসকে ২ রানের (১৩ বলে) বেশি করতে দেননি জশ হ্যাজেলউড। অবশেষে ২২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

টিভিতে আজকের খেলা (১২ জুন)

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:৫৭ এএম
টিভিতে আজকের খেলা (১২ জুন)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (১২ জুন) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট (সরাসরি)

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিন
বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস

ফুটবলের বিস্ময় রোনালদো

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:০৯ পিএম
ফুটবলের বিস্ময় রোনালদো
ছবি : সংগৃহীত

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। লিখে গেছেন কাজী নজরুল ইসলাম, যার চোখে নারী-পুরুষ কোনো ভেদাভেদ নেই। তিনিই যদি ফুটবল নিয়ে কোনো পদ্য কিংবা গদ্য লিখতেন, হয়তো বলে যেতেন- ফুটবলে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে মেসি, অর্ধেক তার রোনালদো। আপাতত ফুটবল মজেছে ক্রিশ্চিয়ানো রোনালদোয়, যার পায়ে পর্তুগালের হাতে ধরা দিয়েছে আরও একটি শিরোপা। 

কিছুদিন আগেই সরল স্বীকারোক্তি দেন ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, এখন আর আগের মতো নন তিনি। ফুটবলে টিকে থাকতে আগের তুলনায় বেশি ঘুমান এবং রিকোভারিতে বেশি সময় ব্যয় করেন। বুঝার অপেক্ষা ছিল না, বয়সের ভারে তিনি পা বাড়াচ্ছেন গুনে গুনে। সেই পা জোড়া পর্তুগিজ যুবরাজকে তুলল আরও ওপরে, পর্তুগালকে নেশন্স লিগ জিতিয়ে। স্পেনের বিপক্ষে ফাইনালে মহানায়ক ছিলেন সিআরসেভেন। ফুটবলে বিস্ময়কর কীর্তিতে দ্বিতীয়বার নেশন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি।

গত ৭ জুন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নাটকীয় টাইব্রেকারে শ্রেষ্ঠত্বের মুকুট পরে পর্তুগাল। মিউনিখের আইকনিক স্টেডিয়ামে একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিল স্পেন। ৬১ মিনিটে গোল করে দলকে জয়ের মঞ্চ গড়ে দেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সেমিফাইনালেও জার্মানির বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন। ৪০ বছর বয়সেও তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন। তার পায়ের জাদুতে আসে ৮ গোল। ফাইনালে সমতাসূচক গোলেই বিস্ময়কর এক কীর্তি গড়েছেন সৌদি ফুটবলের অ্যাম্বাসেডর।

ফাইনালের রাতে রোনালদোর বয়স ছিল ৪০ বছর ১২৩ দিন। আন্তর্জাতিক কোনো ফাইনালে তিনিই এখন বয়োজ্যেষ্ঠ গোলদাতা। ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ যুবরাজ। ১৯৬৮ আফ্রিকা কাপের ফাইনালে ঘানার বিপক্ষে গোল করেছিলেন কঙ্গোর পিয়েরি কালালা মুকেন্দি। তখন তার বয়স ছিল ৩৭ বছর। এতদিন তিনিই ছিলেন সবচেয়ে বয়স্ক গোলদাতা। তাকেই পেছেনে ফেলে রোনালদো। ৪০ বছর বয়সে তিনি ছাড়া আর কোনো ফুটবলার আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে জালের দেখা পাননি।

আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে বয়োজ্যেষ্ঠ গোলদাতা

নাম         দল         প্রতিপক্ষ     বয়স     টুর্নামেন্ট
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল  স্পেন  ৪০ নেশন্স লিগ-২০২৫
পিয়েরি কালালা মুকেন্দি     কঙ্গো         ঘানা    ৩৭     আফ্রিকান কাপ-১৯৬৮
লিনস লিয়েডহোলম         সুইডেন           ব্রাজিল    ৩৫   ফিফা বিশ্বকাপ- ১৯৫৮

 

  • করিম বেনজেমার (৩৩ বছর ২৯৫ দিন) রেকর্ড ভেঙে নেশনস লিগে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় রোনালদো। ২০২১ সালে মিলানের সান সিরোতে ফ্রান্সের স্পেনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ফ্রান্সের জয়ে এই ফরাসি তারকা গোল করেছিলেন
  • সেমিফাইনালে তার গোলের মাধ্যমে, রোনালদো ৪০ বছর বয়সে নেশন্স লিগে (যেকোনো বয়সে) গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়ে ওঠেন। এর আগে, টুর্নামেন্টে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলেন রয় চিপোলিনা (৩৯ বছর ২৪৬ দিন) জিব্রাল্টারের হয়ে ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে
  • রোনালদোর আটটি গোলের সংখ্যাও নেশন্স লিগের শীর্ষ বিভাগের (লিগ ‘এ’) একক সংস্করণে সর্বাধিক। সুইডেনের ভিক্টর গিওক্রেস ২০২৪-২৫ সংস্করণে নয়টি গোল করলেও, এটি তৃতীয় বিভাগে (লিগ ‘সি’) এসেছিল
  •  রোনালদো প্রথম অধিনায়ক যিনি দুবার নেশন্স লিগের ট্রফি তুলেছেন। যুবরাজের নেতৃত্বে পর্তুগাল ২০১৯ সালে উদ্বোধনী সংস্করণেও শিরোপা উল্লাস করেছিল

দেখা হবে বিশ্বকাপে?

ফুটবলে গ্রেট খেলোয়াড়দের মধ্যে যুগ, দেশ এবং রেকর্ড অতিক্রম করে এসেছেন দুটি নাম: ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। দুই দশকের ক্যারিয়ারের পর, উভয় আইকন ক্লাব এবং আন্তর্জাতিক উভয় স্তরেই তাদের নিরলস শ্রেষ্ঠত্বের সাধনার মাধ্যমে খেলায় অমোচনীয় ছাপ রেখে গেছেন। তাদের মধ্যে কে বেশি উচ্চতায় তা নিয়ে বিতর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। তুলনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো তাদের নিজ নিজ জাতীয় দলের সঙ্গে সাফল্য- রোনালদোর জন্য পর্তুগাল এবং মেসির জন্য আর্জেন্টিনা।

দুই আইকন এখন পর্যন্ত দেশের হয়ে ৩টি করে টুর্নামেন্ট জিতেছেন। রোনালদো ২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশন্স লিগ। মেসি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। তা ছাড়া এক ম্যাচের ফিনালিসিমা ট্রফিও আছে আর্জেন্টাইনের ঝুলিতে। তার লকারে যে বিশ্বকাপ আছে সেটা এখন পর্যন্ত রোনালাদোকে এড়িয়ে গেছে। সোনার হরিণ ছুঁয়ে দেখার আরেকটি সুযোগ পাচ্ছেন পর্তুগিজ যুবরাজ, কারণ সামনের বছর পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। ফুটবলের সবচেয়ে রঙিন মঞ্চে দেখা যাবে রোনালদোকে?
সর্বশেষ ট্রফি জয়ের পর রোনালদো খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। আবেগ সামলে কথা বলেন নিজ ভবিষ্যৎ নিয়ে। বলা বাহুল্য, ২০২৬ বিশ্বকাপের জয় তিনি ৪১ বছর বয়সে পা দেবেন। তাই বড় মঞ্চে তার ফেরা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এমনকি এ নিয়ে রোনালদো নিজেও নিশ্চিত কিছু বলতে পারছেন না। তার কথায়, ‘আপনারা জানেন আমার বয়স কত হয়েছে। শুরুর তুলনায় আমি শেষের কাছাকাছি, কিন্তু আমাকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। যদি আমি গুরুতর আহত না হই, তাহলে খেলা চালিয়ে যাব।’

সেই চোট নিয়ে ভয়, সেটাই ফাইনালের আগে সঙ্গী হয়েছিল রোনালদোর। তিনি বলেন, ‘আমি ওয়ার্মআপের সময় এটি (চোট) অনুভব করেছিলাম, আমি কিছুক্ষণ ধরে এটি অনুভব করছিলাম, কিন্তু জাতীয় দলের জন্য, যদি আমার পা ভেঙে যেত, তাহলে আমি এটি ভেঙে ফেলতাম। একটি ট্রফির জন্য আমাকে খেলতে হয়েছিল এবং আমার সর্বস্ব উৎসর্গ করতে হয়েছিল। আমি অনেক দেশে বাস করেছি, আমি অনেক ক্লাবের হয়ে খেলেছি, কিন্তু যখন পর্তুগালের কথা আসে, তখন এটি সর্বদা একটি বিশেষ অনুভূতি।’

‘আমরা সবে শুরু করেছি’

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
‘আমরা সবে শুরু করেছি’
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি ছিল না বাংলাদেশের ফুটবল সমর্থকদের। হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুলের মতো তিন প্রবাসী একইদিনে মাঠে নামায় ভক্ত ও সমর্থকদের আশাটাও ছিল বেশি। 

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে না পারায় হতাশ হয়েছেন দর্শকরা। সেই হতাশা আছে খেলোয়াড়দের মাঝেও। তবে এই ম্যাচ হারলেও সব শেষ হয়ে যায়নি মনে করছেন হামজা চৌধুরী, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশা আল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচশেষে দলের সঙ্গে হোটেলে ফিরে যান হামজাও। কিন্তু ভোর ৬টার একই ফ্লাইটে ঢাকা ছাড়েন হামজা ও গতকাল (১০ জুন) অভিষেক সামিত সোম। 

দেশ ছাড়ার আগে সিঙ্গাপুরর বিপক্ষে ম্যাচের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে হামজা লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:২৫ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
ছবি : সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

বুধবার (১১ জুন) ইংল্যান্ডের লর্ডসে বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে ফাইনাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা বলেন, ‘পিচটা ভালো দেখাচ্ছে। কিন্তু আকাশের অবস্থা বিবেচনায় নিয়ে আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় আমরা এই কন্ডিশনের জন্য সেরা দলটাই বেছে নিয়েছি। এটা এক বিশাল মুহূর্ত। গ্যালারিতে দক্ষিণ আফ্রিকান উচ্চারণও শোনা যাচ্ছে। আশা করি এটা দারুণ একটা ম্যাচ হবে।’

টস হেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘প্রস্তুতি দারুণ। দলের সব খেলোয়াড়ই প্রস্তুত। আমরা একসঙ্গে ভালো সময় কাটিয়েছি এবং প্রায় দশ দিন ধরে প্রস্তুতি নিয়েছি। আমার মনে হয় না অতিরিক্ত কোনো চাপ আছে। আমরা এর আগেও এমন পরিস্থিতিতে ছিলাম এবং জিতেও এসেছি। তাই এখন শুধু মাঠে নেমে উপভোগ করার বিষয়।’

দক্ষিণ আফ্রিকা একাদশ

এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি

অস্ট্রেলিয়া একাদশ

উসমান খাজা, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।