সেমিফাইনাল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। এমন ম্যাচে বার্বাডোজে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংলিশরা।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাটলার বলেন, 'এখানে শুরুটা কেমন হবে জানি না। সে কারণে আগে বোলিংয়ের সিদ্ধান্ত। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিছু কঠিন ম্যাচ খেলেছে। আমরা জানি কী করতে হবে। আশা করি, বোলাররা ভালো বোলিং করবে।'
ইনজুরির কারণে এই ম্যাচের একাদশে নেই মোনাঙ্ক প্যাটেল। ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টস করতে নামেন অ্যারন জোন্স। টসের সময় বলেন, 'আমরাও আগে বোলিং করতে চেয়েছিলাম। এটা কঠিন সময় হতে যাচ্ছে। এটা দারুণ উইকেট। আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।'
যুক্তরাষ্ট্র একাদশ
স্টিভেন টেইলর, অ্যান্দ্রিয়েস গোয়েস, নিতিশ কুমার, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, শ্যাডলি ফল স্কয়ালাক, নশতুশ কেনজিগে, আলী খান, সৌরভ নেত্রাভালকর।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রিস টপলি