ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩২, রোববার, ০৮ জুন ২০২৫
English

‘ফাইনাল্টিনা’

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম
‘ফাইনাল্টিনা’
ছবি : সংগৃহীত

একটি ট্রফির জন্য কত অপেক্ষা, কত হাপিত্যেশ, কত অশ্রু বিসর্জন। সবই একটা সময় দেখেছে আর্জেন্টিনা। কয়েকবার ফাইনালে উঠেও সাধের ট্রফি থেকেছে অস্পর্শ। মেসিদের হৃদয় ভেঙে হয়েছে চুরমার। আঁধার শেষে এক সময় দেখা মেলে আলোর রেখা। যেটা মেসিরা দেখেছিল ২০২১ সালে। এই বছরের কোপা আমেরিকা ভোজবাজির মতো বদলে দেয় আলবিসেলেস্তাদের গতিপথ। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো শিরোপায় চুমু আঁকে মেসিরা। এরপর ফিনালসিমা জয়। তারপর মরুর বুকে ঐতিহাসিক ফাইনালে পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে সোনালি বিশ্বকাপে চুম্বন। দুই বছরে তিনটি শিরোপা জেতা আর্জেন্টিনার সামনে আরও একটি ট্রফি জয়ের হাতছানি। কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ জয়। ১৯৯৩ সালে আর্জেন্টিনা জেতে সর্বশেষ কোপা আমেরিকা। এরপর বিশ্বকাপের জন্য ৩৬ ও আন্তর্জাতিক যেকোনো ট্রফির জন্য ২৮ বছরের অপেক্ষা আর্জেন্টিনাকে কুরে কুরে খাচ্ছিল। বারবার শিরোপার কাছে গিয়েও হেরে যাওয়ায় আর্জেন্টিনাকে নিয়ে একটা প্রবাদ বেশ চাওড় হয়েছিল, ‘আর জেতে না, আর্জেন্টিনা’। তবে গত ১০ বছরে সেই চিত্রে এসেছে পরিবর্তন। এখন আর হয়তো সেই প্রবাদ বাক্যটি কেউ আওড়ায় না। বরং আর্জেন্টিনা মানেই যেন এখন ফাইনাল। কেউ কেউ আর্জেন্টিনা দলকে তাই ডাকছেন, ‘ফাইনাল্টিনা’ বলেও।  

গত ১০ বছরে আর্জেন্টিনা বিশ্বকাপসহ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফাইনাল খেলেছে পাঁচবার। চলমান কোপা টুর্নামেন্ট ধরলে ষষ্ঠ ফাইনাল খেলার অপেক্ষায় আর্জেন্টিনা। ইতালির সঙ্গে এক ম্যাচের ফিনালসিমা ফাইনাল হিসেবে ধরলে সংখ্যাটা দাঁড়ায় সাতে। এর মধ্যে শিরোপা জয় তিনটি। ২০১৪ বিশ্বকাপ দিয়েই ধরা যাক। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত এই বৈশ্বিক টুর্নামেন্টে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মান মেশিনে স্বপ্নযাত্রা থেমেছিল আর্জেন্টিনার। এরপর টানা দুই কোপার আসরের (২০১৫, ২০১৬) ফাইনালে গিয়েও চিলির সঙ্গে টাইব্রেকারে হার। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় ফ্রান্সের কাছে হেরে। এক বছর পরই কোপার সেমিতে ব্রাজিলের কাছে হার ২-০ গোলে। ২০২১ এসে আর্জেন্টিনা পায় নতুন পথের দেখা। ডি মারিয়ার স্মরণীয় গোলে ব্রাজিলকে হারিয়ে রেকর্ড ১৫তম কোপা শিরোপা জয় লাতিন আমেরিকার দেশটি। পরের বছর কাতার বিশ্বকাপে মেসিদের বিশ্ব জয়। এবার হাতছানি দিচ্ছে টানা দ্বিতীয় কোপার শিরোপা।

কোপার ইতিহাসে রেকর্ড ৩০তম ফাইনালে আর্জেন্টিনা। সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। গোটা টুর্নামেন্টে গোলহীন মেসি সেমিতে পেয়েছেন গোলের দেখা। বাকি গোলটি আলভারেজের। এক গোলে মেসি ছাপিয়ে গেছেন ইরানের আলী দাইকে (১০৮)। আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল এখন ১০৯টি। আন্তর্জাতিক ফুটবলে মেসির সামনে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো (১৩০)।

ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার রেকর্ড আছে স্পেনের। ২০০৮ ইউরো জেতার পর ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল জাভি হার্নান্দেজেরা। দুই বছর পর ২০১২তে জেতে আবারও ইউরো। স্পেনের সেই কীর্তি স্পর্শ করার সুযোগ এখন মেসিদের সামনে। ২০২১-এ কোপা, ২০২২-এ বিশ্বকাপ জেতার পর ২০২৪-এ কোপা জেতার সুবর্ণ সুযোগ মেসি-ডি মারিয়াদের সামনে। টানা তিন শিরোপা জেতার পথে আর্জেন্টিনার বাধা উরুগুয়ে অথবা কলম্বিয়া। আগামী ১৪ জুলাই কোপার ফাইনাল আর্জেন্টিনার জন্য স্পেশাল। কারণ এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন আনসাং হিরো আনহেল ডি মারিয়া।

ডি মারিয়া ফাইনাল খেলেছেন, আর্জেন্টিনা সেই ফাইনাল হেরেছে, এমন রেকর্ড নেই। ফাইনালে থাকছেন ডি মারিয়া, আর্জেন্টিনার শিরোপা উৎসবের মধ্যমণিও কি তাহলে হচ্ছেন তিনিই? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

করোনায় আক্রান্ত নেইমার

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৬:১১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
করোনায় আক্রান্ত নেইমার
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। চিকিৎসাধীন অবস্থায় সার্বক্ষণিক পর্যবেক্ষনে রয়েছেন তিনি। 

স্থানীয় সময় শনিবার (৭ জুন) এক বিবৃতিতে তার ক্লাব সান্তোস এ তথ্য জানিয়েছে। 

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার থেকে নেইমার জ্বরে আক্রান্ত হয়েছেন। এর পর পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। সান্তোসের মেডিকেল বিভাগ পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করেছে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই নেইমারকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেওয়ায় বাড়িতে থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। পরে তাকে চিকিৎসকের অধীনে নেওয়া হয়েছে।’

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে তার শরীরে করোনার সংক্রমন ধরা পড়েছিল। ঐ সময় তিনি পিএসজিতে ছিলেন। সূত্র: রয়টার্স

পপি/

শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণা, ২ বছর পর দলে ফিরলেন ইবাদত

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণা, ২ বছর পর দলে ফিরলেন ইবাদত
ইদাবত হোসেন

শ্রীলঙ্কা সফরে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। দলে দীর্ঘ ২ বছর পর ফিরেছেন ইদাবত হোসেন। ইনজুরির কারণে দুই বছর টেস্ট দলের বাইরে ছিলেন তিনি। 

বুধবার (৪ জুন) ২ টেস্ট সিরিজের জন্য ১৬ জনের যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলে আনা হয়েছে তিন পরিবর্তন। ব্যাটার মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান সাকিব ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম বাদ পড়েছেন। ইবাদতের সঙ্গে দলে ফিরেছেন লিটন দাস ও পেসার নাহিদ রানা। লিটন দাস ছুটিতে ছিলেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্ট আর খেলেননি। পিএসএলে খেলতে চলে গিয়েছিলেন পাকিস্তান।

ইবাদত ইনজুরিতে পড়েছিলেন ২০২৩ সালের ৮ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর থেকেই তিনি ছিলেন দলের বাইরে। তবে এর মাঝে সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সব কিছু ঠিক থাকলে তিনি আবার মাঠে নামবেন ১৭ জুন শুরু হতে যাওয়া প্রথম টেস্টে। লাল বলে তিনি সর্বশেষ মাঠেও নেমেছিলেন ২০২৩ সালের ১৭ জুন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল খেলবে দুইটি টেস্ট। গলে ১৭ জুন প্রথম টেস্ট শুরু হওয়ার পর দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে ২৫ জুন। এই টেস্ট সিরিজ দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে বাংলাদেশ। একইভাবে শ্রীলঙ্কাও। সফরে বাংলাদেশ দল ২টি টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। টেস্ট দল ও ওয়ানডে দলে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হাসান শান্ত। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমা দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।
     

 

হামজা-সোহেলের গোলে ভুটানকে ২-০ ব্যবধানে হারালো বাংলাদেশ

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৫, ১০:২৫ পিএম
হামজা-সোহেলের গোলে ভুটানকে ২-০ ব্যবধানে হারালো বাংলাদেশ
ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ

দীর্ঘ ১৬৫৯ দিন পর বুধবার (৪ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভুটানকে ২-০ গোলে পরাজিত করে ম্যাচ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। দলের হয়ে গোল দু’টি করেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী এবং মিডফিল্ডার সোহেল রানা। জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। গ্যালারিতে লাল-সবুজের ঢেউ এবং করতালিতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম।

এই ম্যাচটি ছিল কোচ হাভিয়ের কাবরেরার অধীনে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ। ভুটানের বিপক্ষে ১৭ দেখায় এটি বাংলাদেশের ১৩ তম জয়। অন্য চার ম্যাচের দুটি ড্র হয়েছে এবং বাকি দু’টি জিতেছে ভুটান।

ম্যাচের শুরুতেই ষষ্ঠ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার সেট পিস থেকে দুর্দান্ত গোল করেন হামজা চৌধুরী। এটি ছিল বাংলাদেশের জার্সিতে তার প্রথম গোল। প্রথমার্ধে বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। জামাল ভূঁইয়া দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান তরুণ ফরোয়ার্ড ফাহমিদুল বাংলাদেশের হয়ে অভিষেক করেন। শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেন এবং বামপ্রান্ত থেকে বেশ কিছু আক্রমণ তৈরি করেন। ২৯ মিনিটে তার বুলেট গতির শট দারুণভাবে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক গিয়ালৎসেন জাংপো। পরের মিনিটেই বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বাধায় পরাস্ত হন ফাহমিদুল। রাকিব হোসেন, তাজউদ্দিন এবং জামালের আরও কয়েকটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। 

বিরতির পর কোচ কাবরেরা দলে তিনটি পরিবর্তন আনেন হামজা, জামাল ও কাজেম শাহকে তুলে নিয়ে শেখ মোরছালিন, মোহাম্মদ ইব্রাহিম ও হৃদয়কে মাঠে নামান। সিঙ্গাপুর ম্যাচের আগে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ছিল।

৫৯ মিনিটে ফাহামিদুলের পরিবর্তে মাঠে নামেন ফয়সাল আহমেদ ফাহিম, আর রাকিব হোসেনের জায়গায় আল-আমিন, এই ম্যাচে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১০ গোল করা আল-আমিনের। 

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। এর আগে ৪৮ মিনিটে মোরছালিন একটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

ম্যাচের ৭১ মিনিটে মাঠে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েন এক দর্শক। ঠিক তখনই জাংপোর ফ্রি কিক সরাসরি পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা কর্নারের বিনিময়ে দলকে বাঁচান। ৭৭ মিনিটে ভুটানের ইয়াসি কর্নার থেকে নেওয়া হেডে বল গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। অতিরিক্ত সময়ে মিতুল মার্মা এক দুর্দান্ত সেভ করে নিশ্চিত গোল রুখে দেন।

রাকিবুল ইসলাম হৃদয়/

 

খেলার সুযোগ পাবেন তো জামাল ভূঁইয়া

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০২:৪০ পিএম
খেলার সুযোগ পাবেন তো জামাল ভূঁইয়া
ছবি : সংগৃহীত

তিনি বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো আনুষ্ঠানিকতা, সব জায়গায় তারই উপস্থিতি। কিন্তু ম্যাচ টাইমের ক্ষেত্রে তিনি থেকে যাচ্ছেন উপেক্ষিত। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা। অধিনায়ক হওয়া স্বত্বেও গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে একাদশেই জায়গা হয়নি তার। এমনকি বদলি হিসেবে এক মিনিটও খেলার সুযোগ পাননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অথচ হামজা চৌধুরী আসায় ম্যাচটা নিয়ে যখন তুমুল উন্মাদনা, তখনো অধিনায়ক হিসেবে সব জায়গায় দেখা গেছে জামাল ভূঁইয়াকে। 

শিলংয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও ছিলেন জামাল। কিন্তু তার ম্যাচে এক মিনিটও সুযোগ না পাওয়া ছিল বড় বিস্ময়ের। একই সঙ্গে এটা তার জাতীয় দলে শেষের ইঙ্গিত কিনা সেই প্রশ্নও জোড়ালো হয়ে দেখা দিয়েছিল। যে প্রশ্ন থাকছে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ ঘিরেও। ভুটান ম্যাচকে সামনে রেখে গতকাল অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন জামাল। এ সময় তাকে সরাসরিই করা হয়েছে প্রশ্নটা। আগামীকালের ম্যাচে আপনি থাকছেন তো? জামাল হেসে বলেছেন, ‘এগুলো আমার হাতে নেই।’ কোচের কাছ থেকেও জামালের ম্যাচ টাইম নিয়ে পরিস্কার কোনো বার্তা মেলেনি। 

আসলে পরিস্থিতি এখন এমন যে জামালের একাদশে জায়গা পাওয়াটা খুব চ্যালেঞ্জিং। কারণ মিডফিল্ডে বেশ প্রতিদ্বন্দ্বিতা। শিলংয়ে ভারতের বিপক্ষে তার তো জায়গায়ই হয়নি। এর আগের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে, জামালের ম্যাচ টাইম খুব কমে গেছে। গত বছর নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে জামাল পারিবারিক কারণে স্কোয়াডে ছিলেন না। তার আগে ভুটান সফরে অধিনায়ক হিসেবে গিয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচেই তিনি শুরুর একাদশে ছিলেন না। প্রথম ম্যাচে ৭৪ মিনিট ও দ্বিতীয় ম্যাচে ৭৫ মিনিটে তাকে মাঠে নামান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তার আগের ম্যাচগুলোর দিকে তাকালেও দেখা যায় জামাল ৯০ মিনিট খেলার সুযোগ পাচ্ছেন, এমন উদাহরণ খুব কম। আর এখন তো মিডফিল্ডে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী আছেন। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা কানাডা প্রবাসী সামিত সোমও একজন মিডফিল্ডার। ইতালিয়ান প্রবাসী ফাহামেদুলের পজিশনও তাই। দেশিদের মধ্যে তরুণ মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মুজিবুর রহমান জনিরা আছেন। সব মিলিয়ে ১২ বছর ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা জামালকে নিজের জায়গার জন্য তুমুল যুদ্ধ করতে হচ্ছে। 

তারপরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এরপরও জামালকে অধিনায়ক রেখে দিচ্ছে। সংবাদ সম্মেলনেও তাকেই হাজির করছে। যা কিছুটা হলেও অবাক করার মতো এবং অনেকে এ নিয়ে সমালোচনাও করছেন। জামাল যে তার জাতীয় দল ক্যারিয়ারের শেষ দিকে পৌঁছে গেছেন, এমনও বলছেন কেউ কেউ। তবে একজন জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, এ নিয়ে সন্দেহ থাকার কথা নয় কারও। ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার ২০১৩ সালের আগস্টে প্রথম জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। এরপর থিতু হতে তার সময় লেগেছে। পরে থিতু হওয়ার পর জাতীয় দলে তিনিই সবচেয়ে ধারাবাহিক ছিলেন। এখন পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। আর বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তির শুরুটা হয়েছিল জামালকে দিয়েই। এখন তো সংখ্যাটা ৬ জন। 

এ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে জামাল গর্বের কথাই বললেন, ‘আমি আসলে খুব খুশি। ওই সময়, এমনকি যখন তারিক জয়েন করছে। তখনো আমি চিন্তা করেছি আর কেউ জয়েন করবে না। কিন্তু এখন দেখছি সংখ্যাটা বাড়তেছে। আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অবশ্যই লোকাল যারা আছে তারা ভালো খেলবে। কিন্তু আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে ফ্রান্স টিম, তাদের অধিকাংশ খেলোয়াড়ই বাইরের। তারা কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।’

ঢাকায় এসে পৌঁছেছেন সামিত সোম

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
ঢাকায় এসে পৌঁছেছেন সামিত সোম
ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে প্রবাসী ফুটবলারদের মধ্যে সবার আগে বাংলাদেশে এসে পৌঁছেহিলেন ফাহমিদুল ইসলাম। এরপর আসেন আগেই বাংলাদেশের জার্সিত অভিষেক হওয়া হামজা চৌধুরী। আর আজ (৪ জুন) আসলেন কানাডাপ্রবাসী শামিত সোম।

আজ সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচের স্কোয়াডেই রাখা হয়েছে সামিত সোমকে।

এই দুই ম্যাচকে সামনে রেখেই আজ (বুধবার) ভোরে সবার শেষে ঢাকায় পা রাখলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। 

গেল ৬ মে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমতি পান সামিত সোম। ভ্রমণক্লান্তির জন্য আজ ভুটান ম্যাচে তার বিশ্রামে থাকার সম্ভাবনা রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই সামিত সোম জানান, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কীভাবে খেলতে চাই, কোন ভূমিকায় খেলব এসব নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। এই মুহূর্তে আমি দলের সবার সঙ্গে দেখা করতে, টিমের সঙ্গে থাকতে মুখিয়ে আছি। আমি জানি আমাদের দলটা ভালো, আশা করি ভালো কিছুই হবে।’

এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এখন প্রবাসী ফুটবলারের সংখ্যা ৬। হামজা চৌধুরি (ইংল্যান্ড), জামাল ভূঁইয়া (ডেনমার্ক), কাজেম শাহ (কানাডা), ফাহমিদুল ইসলাম (ইতালি), তারিক কাজী (ফিনল্যান্ড) ও সামিত সোম (কানাডা)।