ঢাকা ২৮ আষাঢ় ১৪৩২, শনিবার, ১২ জুলাই ২০২৫
English

পাকিস্তান দলে বড় পরিবর্তন চান সরফরাজ

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৫২ এএম
পাকিস্তান দলে বড় পরিবর্তন চান সরফরাজ
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি হয়েছে পাকিস্তান দলের। ওয়ানডে বিশ্বকাপের পর বিশাল রদবদল হয়েছে পাকিস্তানের দলে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জন্য বড় পরিবর্তনের পক্ষে সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ।

নির্বাচক কমিটি থেকে দুইজনের পরিবর্তন এলেও অধিনায়কত্বে পরিবর্তন না আসায় নাখোশ তিনি। পরামর্শ দিয়েছেন সাদা বলের ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করার।

পাকিস্তানের সংবাদমাধ্যমে পাকিস্তানে নির্বাচক কমিটি নিয়ে সরফরাজ বলেন, ‘নির্বাচক কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল। বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য বলেছিল যে সবার মতের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে। দল নির্বাচন নিয়ে কমিটির প্রত্যেক সদস্যেরই দায় আছে। তাই সবাইকে সরিয়ে দেওয়া উচিত। পুরো নির্বাচক কমিটিই ব্যর্থ।’

শুধুমাত্র দুয়েকজন নির্বাচককে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না মনে করছেন সাবেক এই ফাস্ট বোলার। তাই বড় পরিবর্তনের পক্ষে তিনি, ‘পুরো সিস্টেমকে সঠিক পথে ফেরাতে বড় রকমের অস্ত্রোপচার প্রয়োজন। নির্বাচক কমিটি তিন সদস্যের হওয়া উচিত এবং শুধু ওয়াহাব আর আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। এমনকি আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফও কাজের লোক নয়।’

শান মাসুদকে টেস্টের অধিনায়ক হিসেবে দেখতে চাইলেও সাদা বলে তিনি বাবর আজমকে অধিনায়ক হিসেবে পছন নয় সরফরাজের, ‘ঘরোয়া ক্রিকেটে রিজওয়ান খাইবার পাখতুনকে অতীতে সব ধরনের প্রতিযোগিতা জিতিয়ে নিজের অধিনায়কত্বের বিষয়টি প্রমাণ করেছে। মুলতান সুলতানেও বছরের পর বছর তাঁর নেতৃত্ব একই রকম। এ কাজের জন্য সে–ই সেরা। বাবর আজমের আত্মবিশ্বাস তলানিতে এবং অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা উচিত নয়।’

চিরতরে ছুটিতে লিভারপুলের ২০ নম্বর জার্সি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
চিরতরে ছুটিতে লিভারপুলের ২০ নম্বর জার্সি
ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় দিয়েগো জোতার মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর পুরো ফুটবলবিশ্ব। লিভারপুল ছাড়িয়ে এই শোক ছড়িয়ে গেছে পুরো ফুটবল দুনিয়ায়। সবার শোক ও দাবিকে সম্মান জানিয়ে জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সিকে সারাজীবনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। 

প্রথমদিকে এনিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জোতার জার্সিকে ‘অমর’ করে রাখার ইঙ্গিত দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষ থেকে। তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো একটি জার্সি নম্বর চিরতরে অবসর দিল অল রেডরা।

এই ঘোষণা কেবল পুরুষ দলেই ছুটিতে পাঠানো হয়নি, কার্যকর থাকবে মেয়েদের এবং অ্যাকাডেমির প্রতিটি পর্যায়েই। লিভারপুল জানিয়েছে, জোতার স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে পরামর্শ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘এই সিদ্ধান্ত শুধুই ফুটবলীয় অবদানের জন্য নয়, বরং একজন অনন্য মানুষ হিসেবে দিয়োগো আমাদের হৃদয়ে যা রেখে গেছেন তার প্রতিফলন। তার পরিবারকে আমরা প্রথমেই জানিয়ে নিয়েছিলাম। তিনি আমাদের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছেন, তিনি ২০ নম্বর জার্সি পরেছেন, আর আজ থেকে লিভারপুলের কাছে ২০ মানেই দিয়োগো জোতা—চিরদিনের জন্য।’

সদ্যপ্রয়াত এই পর্তুগীজ তারকার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে অ্যানফিল্ডে। সেখানে একটি শার্টে লেখা, ‘সে ২০২০ সালে, ২০ নম্বর জার্সি পড়ে চুক্তি করেছিল, আর আমাদের এনে দিয়েছিল ২০তম শিরোপা। চিরকাল জোতা একজন রেড।’

লর্ডসে ১০ ওভারেই আকৃতি হারাচ্ছে বল

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৫২ এএম
লর্ডসে ১০ ওভারেই আকৃতি হারাচ্ছে বল
ছবি : সংগৃহীত

বল নিয়ে বিতর্ক বেড়েই চলেছে ভারত-ইংল্যান্ড চলমান টেস্ট সিরিজে। ডিউকস বলটি দ্রুতই নরম হয়ে হারাচ্ছে আকৃতি। এনিয়ে আম্পায়ারের সঙ্গে ভারতের অধিনায়ক শুভমান গিল জড়িয়েছেন তর্কেও। সাবেক ক্রিকেটারদের সমর্থনও পেয়েছেন গিল। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ডিউকস বলের নির্মাতা প্রতিষ্ঠান।

শুক্রবার (১১ জুলাই) দ্বিতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের তিন ব্যাটারের উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। তবে সফরকারীরা বল নিয়ে ছিলেন অসন্তুষ্ট। তারা অভিযোগ জানান বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কাছে। 

অভিযোগ পেয়ে খতিয়ে দেখেন বাংলাদেশের আম্পায়ার। ততক্ষণে ১০.৩ ওভার খেলা শেষ হয় সেই বলে। শরফুদ্দৌলা বল পরিবর্তন করে দেওয়ার পরও সমস্যার শেষ হয়নি।

তখন পরিবর্তন করে দেওয়া ১০ ওভার পুরোনো বল দেখে আপত্তি তোলেন শুভমান গিলরা। বল দেখে দাবি করেন – এটি কোনোভাবেই ১০ ওভার পুরোনো বল নয়।

স্টাম্প মাইকে মোহাম্মদ সিরাজকে বলতে শোনা যায়, ‘এটা ১০ ওভার পুরনো বল মনে হচ্ছে? সত্যি সত্যি?’ শরফুদ্দৌলার অনুরোধে সিরাজ বোলিং মার্কে যাওয়ার আগেই এগিয়ে আসেনয় আকাশদীপ এগিয়ে। তিনি বলের পালিশ দেখালেও আম্পায়ার তার অবস্থানেই ছিলেন।

সেই মুহূর্তে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা সুনিল গাভাস্কারও বল দেখে অবাক হয়ে বলেন, ‘এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে যে বলটি কোনোভাবেই ১০ ওভার পুরনো নয়। অন্তত ২০ ওভার পুরনো বল! বার বার ডিউক বল নিয়ে অভিযোগ উঠছে। আগে এই বলে যতটা সুইং হতো, এখন সেটার ধারেকাছেও হয় না। এবার সত্যি ভাবার সময় এসেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে, এরপরও তারা ডিউক বলে খেলবে কিনা।’

তবে সেই বলে ১০ ওভারের বেশি খেলা হয়নি। ৮ ওভার খেলা শেষ হলে আবারও আম্পায়ারের কাছে অভিযোগ করেন ভারতীয় দল। তখন বল পরীক্ষা করে সেটি পরিবর্তন করেন আম্পায়াররা। তাহলে কি ভারতের অভিযোগই সত্যি ছিল? দ্বিতীয়বার বল পরিবর্তনের পর অবশ্য কোনো অভিযোগ করেনি ভারতীয় দল।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বল সবসময় একজন ভালো উইকেটকিপারের মতো, যাকে নিয়ে বেশি আলোচনা হয় না। সে চুপচাপ নিজের কাজ করে। কিন্তু এই সিরিজে বল নিয়ে অনেক কথা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। গত পাঁচ বছর ধরেই ডিউক বলে নিয়ে প্রশ্ন উঠছে। একটা বলে ৮০ ওভার খেলা হওয়া উচিত, ১০ ওভার নয়।’

বিতর্ক তৈরি হলেও ডিউকস কোম্পানির মালিক দিলীপ জাজোদিয়া বলের পক্ষ নিয়ে বলেন, ‘ক্রিকেট বল তৈরি করা মোটেও সহজ কাজ না। বিশ্বে মাত্র তিনটি স্বীকৃত প্রতিষ্ঠান আছে যারা ক্রিকেট বল তৈরি করে- কোকাবুরা, এসজি এবং আমরা। বল তৈরি করা সহজ কাজ হলে শতশত কম্পানি এই কাজ করত। ক্রিকেটারদের বোঝা উচিত, আমরা হাত-পা গুটিয়ে বসে নেই। চুপচাপ বসে বসে পা দুলিয়ে সিগার খাচ্ছি না। ভালো বল তৈরি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

টিভিতে আজকের খেলা (১২ জুলাই)

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:১০ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম
টিভিতে আজকের খেলা (১২ জুলাই)
ছবি : সংগৃহীত

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজও (১২ জুলাই) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ক্রিকেট (সরাসরি)

ইংল্যান্ড-ভারত, তৃতীয় টেস্ট

তৃতীয় দিন, বিকেল ৪টা

সনি স্পোর্টস নেটওয়ার্ক

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া

দিবারাত্রি টেস্ট, রাত ১২টা ৩০ মি.

টি-স্পোর্টস

ফুটবল (সরাসরি)

নারী ইউরো

সুইডেন-জার্মানি, রাত ১০টা

পোল্যান্ড-ডেনমার্ক, রাত ১টা

ফ্যানকোড

টেনিস

উইম্বলডন, বিকেল ৪টা

স্টার স্পোর্টস নেটওয়ার্ক

ফুটবলের ইতালি ক্রিকেট বিশ্বকাপে

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৫৪ এএম
ফুটবলের ইতালি ক্রিকেট বিশ্বকাপে
সংগৃহীত

ফুটবলের দেশ ইতালি। তাই তো ফিফা বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে যখন তারা ছিল না, তাদের সেই অনুপস্থিতি কোটি কোটি ভক্তের চোখ ভিজিয়েছিল। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের না পেয়ে বিশ্বমঞ্চও হারায় রঙ। সেই হারানো রঙ ফুটে উঠল ব্যাট-বলের ক্রিকেটে। সবাইকে চমকে দিয়ে ফুটবলের ইতালি তাদের নাম তুলেছে ক্রিকেট বিশ্বকাপে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি ক্রিকেট দল। আইসিসির বৈশ্বিক ইভেন্টে এটাই হবে তাদের প্রথম অংশগ্রহণ।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয় ইতালি-নেদারল্যান্ডস। ডাচদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলেও বাছাইয়ের বাধা টপকে গেছে ইতালি। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করেছিল ফুটবলের দেশটি। লক্ষ্য তাড়ায় ২২ বলে হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

গতকাল এই অঞ্চলের বাছাইয়ের শেষ দিনে শেষ দুই ম্যাচে চার দলেরই সুযোগ ছিল। সেটাই কাজে লাগিয়ে বড়মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছেন ইতালি এবং নেদারল্যান্ডস। ১৩৪ রানে আটকা পড়া ইতালির চ্যালেঞ্জ ছিল- নেদারল্যান্ডস ১৫ ওভারের আগে জিততে পারবে না। তাহলেই পাবে বিশ্বকাপের টিকিট। এই চ্যালেঞ্জ জয় করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে ইতালি। 

সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের মেয়েদের

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৫:৩৩ পিএম
শ্রীলঙ্কার জালে ৯ গোল বাংলাদেশের মেয়েদের
ছবি: সংগৃহীত

মোছাম্মদ সাগরিকা, মুনকি আক্তারদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি ৯-১ গোলে জিতেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন সাগরিকা। জোড়া গোল করেন মুনকি। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।

ম্যাচের সিংহভাগ সময় শ্রীলঙ্কার অর্ধেই বল ছিল। বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলকে বলতে গেলে কোনো পরীক্ষাই দিতে হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে করে আরও ৬ গোল। ম্যাচের যোগ করা সময়ে গিয়ে সান্তনার একটি গোল পায় শ্রীলঙ্কা।

স্বপ্না রানীর অসাধারণ এক ফ্রি কিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মুনকি ডামি করলেও ডানপায়ে শটটা নেন স্বপ্না। যা লঙ্কান গোলকিপার থারুশিকার নাগালের বাইরে দিয়ে পোস্টে জড়ায়। পঞ্চম মিনিটে মুনিকর গোলে ব্যবধান দ্বিগুন করেন বাংলাদেশ। বক্সে ঢুকে বাঁপায়ের শটে গোলটি করেন মুনকি।

৩৭ মিনিটে সাগরিকা ৩-০ করেন। ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে শিখার নেওয়া শট শ্রীলঙ্কা গোলরক্ষক থারুশিকার হাত গলে বেরিয়ে গেলে সাগরিকার পায়ে যায়। সেখান থেকেই বা পায়ের শটে গোল করেন সাগরিকা।

৪৮ মিনিটে মুনকি আক্তার নিজের দ্বিতীয় গোল আদায় করলে বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটা বড় কৃতিত্ব দিতে হবে সাগরিকাকে। বাঁ প্রান্ত দিয়ে আক্রমনে ঢুকে মুনকির উদ্দেশ্যে কাটব্যাক করেন তিনি। আলতো টোকায় মুনকি বল জালে জড়ান।

দুই মিনিট পরই ব্যবধান ৫-০ করে ফেলেন শিখা। প্রথমার্ধেই গোল পেতে পারতেন তিনি। রাইট উইংয়ে শুরু থেকেই তিনি দারুণ খেলছিলেন। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে শুরুতে তিনি সুযোগ হাতছাড়া করেননি। বাঁ প্রান্ত থেকে শান্তি মার্ডির ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সাগরিকা। সতীর্থের থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। বাংলাদেশ এগিয়ে যায় ৬-০ গোলে।

৫৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। এ দফায় বক্সের ভেতর পূজার কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি (৭-০)। ৮৫ মিনিটে কর্নার কিক থেকে রুপার গোলে ব্যবধান ৮-০ করে বাংলাদেশ।

যোগ করা সময়ে শ্রীলঙ্কার পক্ষে লায়ানশিকা জাশোথারান গোল আদায় করেন। সার্কেলের পাশ থেকে বল পেয়ে আক্রমণে ঢুকেন। বাংলাদেশের রক্ষণভাবের সব খেলোয়াড়ই শ্রীলঙ্কার অর্ধে ঢুকে যাওয়ার সুযোগটা তিনি দারুণভাবে কাজে লাগান। কেউ তাকে আর আটকাতে পারেননি। আর গোল রক্ষক স্বর্ণাকেও পরাস্ত করতে ভুলে করেননি তিনি।

ম্যাচের শেষ গোলটা অবশ্য বাংলাদেশই করে। যা তাদের নবম গোল। ডানপ্রান্ত থেকে তৃষ্ণার করা ক্রস থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন শান্তি মার্ডি।

তোফায়েল/সুমন/