কোপা আমেরিকার ফাইনালে পূর্ব ঘোষণ দিয়েই আনহেল ডি মারিয়া খেলে ফেলেছেন আকাশি-সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচ। কিন্তু ডি মারিয়ার ফেরার নতুন খবর নিয়ে হাজির হলেন তার স্ত্রী হোর্হেলিনা।
চলতি বছরের সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডি মারিয়া সেই ম্যাচে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। তবে তিনি স্টেডিয়ামে থাকবেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে তাঁকে সম্মান জানাবে।
ডি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘রাদিও লা রেদ’কে এই ব্যাপারে বলেছেন, ‘শুনেছি তারা চায় বিদায়ী ম্যাচটা যেন সে যেন আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট সে খেলবে কি না, আমি জানি না। তবে ভাবনাটা দারুণ। কারণ, সে এটার যোগ্য। তার ভক্তরাও তাকে ঘরের মাঠে চায়। আমিও চাই। তেমন কিছু ঘটলে সে আনন্দের সঙ্গেই আসবে।’
ডি মারিয়া ১১ নম্বর জার্সিতেই খেলেন আন্তর্জাতিক থেকে ক্লাব ফুটবল সব জায়গাতেই। সেই কারণেইন সম্ভবত এই ১১ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১১ মিনিট খেলার কথা সামনে আনা হয়েছে।
টিওয়াইসি স্পোর্টস আরও জানিয়েছে, বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচেই দি মারিয়াকে সম্মান জানানোর পরিকল্পনা করছে এএফএ। তবে সংবাদমাধ্যমটি এই ম্যাচে তাঁর খেলার ব্যাপারে জোর দিয়ে কিছু বলেনি।
কোচ লিওনেল স্কালোনিও তাকে প্রস্তাব দিয়েছিলেন ঘরের মাঠে একটি ম্যাচ খেলে বিদায় নেওয়ার জন্য। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচ খেলে ঘরের মাঠের সমর্থকদের সামনে বিদায় নেওয়ার কথা বিবেচনায় নিয়েই এমন প্রস্তাব দিয়েছেন কোচ স্কালোনি তাকে। যদিও কোপা আমেরিকার ফাইনাল জিতে বিদায় বলে দেওয়া ডি মারিয়া কোনটিকে সেরা বিদায় বিবেচনা করবেন সেটি এখনও জানা যায়নি।
দি মারিয়ার স্ত্রী হোর্হেলিনা আরও জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই আর্জেন্টিনা জাতীয় দল ছাড়তে চেয়েছিলেন তাঁর স্বামী, ‘আমরা বিশ্বকাপ জয়ের পর সে বলল, এটাই সময়। তার সতীর্থরা তাকে বলেছিল যে সময়টা এখনো হয়নি। এ জন্য সে কোপা পর্যন্ত থেকেছে, আর খুব ভালোভাবে সব শেষ হয়েছে। আমি চাই না সে কখনো অবসর নিক। কিন্তু সে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঠিক আছে।’