গ্র্যান্ড স্লামের দিক থেকে অবস্থান দ্বিতীয় হলেও সার্বিক সাফল্যে তাকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। শুধু সিঙ্গেলস নয়, ডাবলস, মিক্সড ও অন্যান্য ইভেন্ট মিলিয়ে কাঁড়ি কাঁড়ি শিরোপা ও কিছু রেকর্ড তাকে এনে দিয়েছে এমন পরিচিতি। টেনিসকে বিদায় বলে দিলেও তার স্বর্ণালি অধ্যায় তাকে বসিয়েছে টেনিসের সিংহাসনে। তিনি যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ভালোবেসে যাকে সবাই ডাকে ‘টেনিসের কৃষ্ণকলি’।
জন্ম ও শৈশব
সেরেনা উইলিয়ামস ১৯৮১ সালের ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানের সাগিনাউতে জন্মগ্রহণ করেন। মা ওরেসিন প্রাইস এবং বাবা রিচার্ড উইলিয়ামস। ওরেসিনের পাঁচ কন্যার মধ্যে সেরেনা সবার ছোট। বড় বোন ভেনাস উইলিয়ামস। তিনিও সাবেক টেনিস খেলোয়াড়। জুটি বেঁধে সেরেনা খেলেছেন বড় বোনের সঙ্গে। চার বছর বয়সে সেরেনার টেনিসে হাতেখড়ি বাবার হাত ধরে। পুরো ক্যারিয়ারে সেরেনার প্রফেশনাল কোচ ছিলেন তার বাবা-মা।
ক্যারিয়ার
বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৩টি একক গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা উইলিয়ামস। ওপেন টেনিসে যেকোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক এবং মার্গারেট কোর্টের (২৪টি গ্র্যান্ড স্লাম) পরে সর্বকালের দ্বিতীয়তম। ২০০২ সালে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছান তিনি। একটা সময় ৩১৩ সপ্তাহ ধরে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন সেরেনা। যা স্টেফি গ্রাফ এবং মার্টিনা নাভ্রাতিলোভার পর তৃতীয়। সেরেনা উইলিয়ামস সর্বকালের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি সক্রিয় খেলোয়াড়দের মধ্যে একক, ডাবলস এবং মিশ্র ডাবলসের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
রড ল্যাভার এবং গ্রাফের পরে সেরেনা হলেন তৃতীয় খেলোয়াড় যিনি দুবার একই মৌসুমে চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। হার্ড কোর্টে ১৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার রেকর্ড রয়েছে তার। অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার রয়েছে সর্বাধিক ৭ শিরোপা জয়ের রেকর্ড। ইউএস ওপেনে ক্রিস এভার্টের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি (৬) শিরোপা জয়ের রেকর্ড। নারীদের এককে সর্বাধিক বেশি জয়ের (৩৬২ ম্যাচ) রেকর্ডও তার। যার অধিকাংশ তিনি জয় করেছেন ৩০ বছর বয়সের পরে। ৫ ফুট ৯ ইঞ্চির উচ্চতার সেরেনার বর্তমান বয়স ৪২।
বড় বোন ভেনাসের সঙ্গে ১৪টি গ্র্যান্ড স্লাম যৌথ শিরোপা জিতেছেন সেরেনা। এই জুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে অপরাজিত থেকেছেন সব সময়। তার মানে এই জুটি ফাইনালে ওঠা মানেই চ্যাম্পিয়ন। সেরেনা উইলিয়ামস একক বিভাগে ডব্লিউএ ট্যুর চ্যাম্পিয়নশিপের পাঁচবারের বিজয়ী। চারটি অলিম্পিক স্বর্ণ পদকও জিতেছেন তিনি। একটি সিঙ্গেলসে এবং তিনটি ডাবলসে, যা তার বোন ভেনাসের সঙ্গে সর্বকালের রেকর্ড হয়ে রয়েছে। উইলিয়ামস বোনদের আগমনকে নারীদের পেশাদার টেনিসে শক্তি এবং অ্যাথলেটিকিজমের নতুন যুগে সূচনা করার কৃতিত্ব দেওয়া হয়।
অর্থ উপার্জন
পুরস্কারের অর্থ এবং এন্ডোর্সমেন্ট হিসাব মিলিয়ে প্রায় ২৯ মিলিয়ন ডলার উপার্জন নিয়ে সেরেনা ছিলেন ২০১৬ সালে সর্বাধিক বেতনপ্রাপ্ত নারী অ্যাথলেট। ২০১৭ সালে আবারও এই কৃতিত্বর অধিকারী হন। ২৭ মিলিয়ন ডলার নিয়ে ফোর্বস এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ ক্রীড়াবিদের মধ্যে একমাত্র নারী ছিলেন সেরেনা। তিনি চারবার (২০০৩, ২০১০, ২০১৬, ২০১৮) ‘লরিয়াস স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন এবং ২০১৫ সালের ডিসেম্বরে স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনে মনোনীত হয়েছিলেন স্পোর্টস পারসন অব দ্য ইয়ার। ২০১৯ সালে তিনি ফোর্বস সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ তালিকায় ৬৩তম স্থান অর্জন করে।
পারিবারিক জীবন
২০১৭ সালে অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সেরেনা। তার আগেই অবশ্য প্রথম সন্তানের মা হন তিনি। মেয়ে অলিম্পিয়ার জন্মের পাঁচ বছর পর ২০২২ সালে টেনিসকে বিদায় বলে দেন যুক্তরাষ্ট্রের এই কৃতী টেনিস তারকা। সেরেনার পরিবার এখন স্বামী-সন্তান ঘিরে। বলা চলে সুখের সংসার। মেয়ে অলিম্পিয়া টেনিসে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে সেরেনা বলেছিলেন, ‘ওর যদি ভালো লাগে অবশ্যই আসবে। তবে এর জন্য ওকে কখনো চাপ দিব না আমি। আমি টেনিস খেলোয়াড় বলেই মেয়েও খেলবে ব্যাপারটি তা নয়। খেলা হচ্ছে উপভোগের বিষয়। সঙ্গে ভালো লাগাটাও জরুরি।’