ঢাকা ২৭ কার্তিক ১৪৩১, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ব্রোঞ্জ জিতে করোনাক্রান্ত পিটি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ পিএম
আপডেট: ৩০ জুলাই ২০২৪, ১১:৪৫ এএম
ব্রোঞ্জ জিতে করোনাক্রান্ত পিটি
ছবি : সংগৃহীত

গত রবিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রূপা জিতেছেন সাঁতারু অ্যাডাম পিটি। তার একদিন পরই গতকাল করোনা আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ব্রিটেনের অলিম্পিক দল। এমনকি ব্রেস্টস্ট্রোকে অংশ নেওয়ার সময়ও তাকে শতভাগ সুস্থ বলে মনে হয়নি।

ব্রিটেন অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইমিংয়ে শেষ দিকে রিলে ইভেন্ট দিয়ে প্রতিযোগিতায় ফেরার আশা করছেন। রবিবার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ফাইনালের আগে অ্যাডাম পিটি অসুস্থতা বোধ করেন। ফাইনালের কয়েক ঘণ্টা পর তার লক্ষণ খারাপ হতে শুরু করে, এরপর সোমবার সকালে তার কোভিড টেস্ট করা হয়। তখন তিনি পজিটিভ হন।’

ব্রিটেন অলিম্পিক দলের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ব্রিটেনের পুরো অলিম্পিক বহরকে স্বাস্থ্যবান রাখতে যেকোনো অসুস্থতায় সব রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।’

পিটি দুইবারের চ্যাম্পিয়ন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে। গত পরশু ০.০২ সেকেন্ডের ব্যবধানে হেরে যান ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে।

শতক হাঁকিয়ে শচীনকে টপকালেন গুরবাজ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
শতক হাঁকিয়ে শচীনকে টপকালেন গুরবাজ
ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য ১০১ রানের ইনিংসে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। তার ইনিংসটি সাজানো ছিল ১২০ বলে। 

এটি ছিল তগার ক্যারিয়ারের অষ্টম শতক। এই শতক দিয়ে তিনি তৃতীয় ম্যাচে আফগানদের জয়ের পথ মসৃণ করে তুলেছিলেন। এই ইনিংস দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারকে। 

ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে গুরবাজ মাত্র ২২ বছর ৩৪৯ দিন বয়সে ৮ম সেঞ্চুরি হাঁকান। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তার এই শতকে বয়সের দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকারের মতো তারকাকে। কেবল ছাড়াতে পারেননি কুইন্টন ডি কককে। গুরবাজের চেয়ে কম বয়সে ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি করেছেন একমাত্র তিনিই। 

দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার মাত্র ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন। দ্বিতীয় অবস্থানে গুরবাজ ২২ বছর ৩৪৯ দিনে এই কীর্তি গড়ে। ২২ বছর ৩৫৭ দিনে তৃতীয় অবস্থানে শচীন টেন্ডুলকার। বিরাট কোহলি অস্টম সেঞ্চুরির দেখা পান ২৩ বছর ২৭ দিন বয়সে। বাবর আজম এ মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।

ক্যারিয়ারের মাত্র  ৪৬তম ওয়ানডে ম্যাচে ৮ম সেঞ্চুরি করে আফগানিস্তানের সব তারকাকে ছাড়িয়ে যান গুরবাজ।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ ফিফা সভাপতির

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ ফিফা সভাপতির
ছবি : সংগৃহীত

কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি দেখা করেছেন ফিফা সভাপতি ড. মুহাম্মদ ইনূসের সঙ্গে।

এ সাক্ষাতে জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের যুব উৎসবে তাকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ফিফা সভাপতি ইনফান্তিনো গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণ। 
এসময় বিশ্ব নারী ফুটবলের কয়েকটি সেরা দলকে বাংলাদেশে আনার বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়, ‘ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন।’

আজারবাইজানের রাজধানীতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি। তখন ইনফান্তিনোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিশ্বের কয়েকটি স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তাঁর সহযোগিতা চান।’

অতিসম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেসময় বার্সেলোনা নারী দলের সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। 

অক্টোবরের মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
অক্টোবরের মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান
ছবি : সংগৃহীত

১৫ মাস ছিলেন জাতীয় দলের বাইরে। তবে যখন ফিরলেন একেবারে রাজার বেশে ফিরলেন। রাজসিক প্রত্যাবর্তন যাকে বলে আরকি। গেল অক্টোবর মাসে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে সিরিজ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।

মুলতান ও রাওয়ালপিন্ডিতে ২০ উইকেট নিয়ে হয়েছেন পুরুষদের ক্রিকেটে আইসিসির অক্টোবরের মাসসেরা ক্রিকেটার। এই পুরস্কার জিততে গিয়ে একটি রেকর্ডও গড়েছেন এই স্পিনার। সবচেয়ে বেশি বয়সে মাসসেরার পুরস্কার জিতেছেন তিনি।

২০২১ সালের জানুয়ারি থেকে এই পুরস্কার দেওয়া শুরু করে আইসিসি। সেই থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জিতেছেন নোমান। 

নোমানের আগে সবচেয়ে বেশি বয়সে মাসসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশ পুরুষ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০২৩ সালের এই পুরস্কার জিতেছিলেন সাকিব ৩৬ বছর বয়সে। 

অক্টোবরে নিউজিল্যান্ডকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা অ্যামেলিয়া কার হয়েছেন মাসসেরা। বিশ্বকাপে ৯০ স্ট্রাইকরেটে ১৩৫ রান করা কার বল হাতে নিয়েছেন ১৫ উইকেট। 

এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এবার পেলেন দ্বিতীয়বার।

অবরুদ্ধ করে জাতীয় দলে!

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অবরুদ্ধ করে জাতীয় দলে!
ছবি : সংগৃহীত

টেনিস ফেডারেশনের ট্রেজার ও বাছাই কমিটির সদস্য খালেদ হায়দারকে অবরুদ্ধ করে ডেবিস কাপে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই খেলোয়াড় হানিফ মুন্না। গতকাল রমনা টেনিস ফেডারেশন কার্যালয়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে বাহরাইনে ২০ থেকে ২৩ নভেম্বর। বাংলাদেশ দল বাহরাইন যাবে ১৮ নভেম্বর। এই আসরকে সামনে রেখে গতকাল রমনা টেনিস ফেডারেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন চলমান অবস্থায়ই জাতীয় দলে সুযোগ না পাওয়া হানিফ মুন্না প্রতিবাদ জানাতে থাকেন। এ দিকে সংবাদ সম্মেলনে তিনি দ্বিতীয় বাছাই খেলোয়াড় হওয়ার পরও জাতীয় দলে না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার ও বাছাই কমিটির সদস্য খালেদ আহমেদ। তারা হানিফ মুন্নার দলে না থাকার কারণ হিসেবে শৃঙ্খলাজনিত নানা ব্যাখ্যা দিচ্ছিলেন। এ সময় ফেডারেশনের পক্ষ থেকে রমনা থানায় যোগাযোগ করা হলে দুজন পুলিশ আসেন। কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেন বলে ফেডারেশন থেকে জানানো হয়।

এদিকে সংবাদ সম্মেলন শেষে খালেদ আহমেদ টেনিস ফেডারেশন থেকে বের হয়ে যাওয়ার পথে হানিফ মুন্না কয়েকজনকে নিয়ে তার পথ অবরুদ্ধ করে দাঁড়ান। পরে তিনি আবার ফেডারেশনে ফিরে যান। এ সময় হানিফ মুন্না ও তার লোকেরা তাকে রুমে অবরুদ্ধ করে রাখেন। তাকে অবরুদ্ধ করার আগে চলে যান সাধারণ সম্পাদক।

অবরুদ্ধকারীদের পক্ষ থেকে জানানো হয় হানিফ মুন্নাকে দলে না নিলে তাকে বের হতে দেওয়া হবে না। পরে এক প্রকার বাধ্য হয়ে হানিফকে জাতীয় দলে নেওয়া হয়। এ ব্যাপারে খালেদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে দলে নেওয়া হচ্ছে।’ সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, ‘আমার এখানে কোনো হস্তক্ষেপ নেই। বাছাই কমিটি সব কিছু বিচার-বিবেচনা করে দল গঠন করেছে।’ এ ব্যাপারে হানিফ মুন্না তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ঘটনা অস্বীকার করে বলেন, ‘তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পেরে আমাকে দলে নিয়েছে। আমি শুধু আমাকে দলে না নেওয়াতে প্রতিবাদ করেছি।’ 

নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
নাহিদ রানার প্রশংসায় ইয়ান বিশপ
ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটেব আগেই অভিষেক হয়েছে নাহিদ রানার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের ১৫০তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হলো নাহিদ রানার।

বাংলাদেশ ৫ উইকেটের ব্যবধানে হেরে সিরিজও হেরেছে ২-১ ব্যবধানে। ২২ বছর বয়সী এই পেসার ১০ ওভার বল করে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তার গতি ও বোলিংয়ের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ন বিশপ। 

শারজার মন্থর উইকেটেও ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন, তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও।

তরুণ পেসারদের নিয়ে বরাবরই রোমাঞ্চিত অনুভব করেন এই ধারাভাষ্যকার। গতকাল নাহিদ রানার বোলিংয়ে অভিভূত হয়ে গতকাল এক্সে লিখেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’