সবশেষ গত বছরের জুলাইতে কোনো টেস্ট ম্যাচ ড্র হতে দেখা গিয়েছিল। ৩৮৫ দিন ও ২৮টি টেস্ট ম্যাচ পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার অ্যালিক অ্যাথানেজের ক্যারিয়ারসেরা ইনিংসের পর শক্ত প্রতিরোধ গরে তোলেন কিভাম হজ ও জেসন হোল্ডার।
সবশেষ ড্র হওয়া টেস্টটিও হয়েছিল ত্রিনিদাদের পোর্ট অব স্পেনেই। সেই ম্যাচ উইন্ডিজরা ড্র করেছিল ভারতের বিপক্ষে। এখানেই শেষ দিনে ২৪ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১৭৩ রান যোগ করে স্বাগতিকদের লক্ষ্য দেয় ২৯৮ রানের। দুই ওপেনারের মধ্যে টনি ডি জর্জি ৬০ বলে ৪৫ আর এইডেন মার্করাম ৪৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দিনের বাকি অংশে উইন্ডিজরা ব্যাটিং করে ড্র করার পথটাই বেছে নেন।
পঞ্চম ও শেষ দিনে দুই সেশন ব্যাটিং করে ক্যারিবিয়ানরা ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে। যদিও ১৮ রানে ২ উইকেট তুলে নিয়ে জয় ছনিয়ে নেওয়ার বার্তা দিয়েছিল প্রোটিয়ারা। ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন অলিক আথানেজ। কেশব মহারাজের শিকার মিস করেন শতক। তার ব্যাটে আসে ১১৬ বলে ৯ চারে ৯২ রান।
তার বিদায়ের পর উইন্ডিজদের বোর্ডে আরমাত্র ৬ রান যোগ হতেই ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। জেসন হোল্ডার অপরাজিত থাকেন ৭৬ বলে ৩১ রানে। ঘূর্ণিবলে ২৬.২ ওভারে ৮৮ রানে ৪ উইকেট নেন মহারাজ। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ায় তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। ১৫ আগস্ট থেকে গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।