দ্য হান্ড্রেডে ব্যাটিংয়ের সময় চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
দ্য হান্ড্রেডের দল সুপারচার্জার্সের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন স্টোকস। সিঙ্গেল নেওয়ার সময় দ্রুত প্রান্ত বদল করতে গিয়ে টান খেয়ে পড়ে যান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে মাঠ ছাড়তে হয়েছে অন্যের দুজনের সহায়তায়।
ম্যাচ শেষে একট ক্রাচের ওপর ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে তাকে।
সুপারচার্জার্সের একজন মুখপাত্র বলেছেন, ‘বেন স্টোকসের হ্যামস্ট্রিং পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল (আজ) আরও আপডেট জানানো যাবে।’
ম্যাচে জেতার পর সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।’
আগেই জানা গিয়েছিল আঙুল ভেঙে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না জ্যাক ক্রলিকে। এবার নতুন করে চিন্তা তৈরি হলো বেন স্টোকসের চোট নিয়ে। শেষ পর্যন্ত স্টোকস না খেললে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ওলি পোপ।