প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে নারী চাম্পিয়নন্স লিগের আসর এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের চার নারী ফুটবলার ইতোমধ্যেই দেশ ছেড়েছেন।
এই বছর থেকেই যাত্রা শুরু করা এই নারী ফুটবল আসরে বাংলাদেশের কোনো ক্লাব সুযোগ পায়নি। এরপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের চার ফুটবলার।
ভুটানের ক্লাব থিম্পু কলেজ এফসির হয়ে খেলার জন্য দেশ ছেড়েছেন বাংলাদেশের চার নারী ফুটবলার হলেন সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্না চাকমা। ক্লাবটি আগামী ৩ বছরের জন্য এই চার ফুটবলারের সঙ্গে ৩ সপ্তাহের চুক্তি করেছে।
আগামী মাস তথা অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় বাফুফে প্রথমে ছাড়পত্র দিতে চায়নি। পরবর্তীতে বড় টুর্নামেন্টের আগে নতুন অভিজ্ঞতার কথা ভেবে অনুমতি দেওয়া হয়েছে।
‘ডি’ গ্রুপে আছে ভুটানের এই ক্লাবটি । প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপ পর্বের ২ ম্যাচ ২৫ এবং ২৮ আগস্ট।