কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যোগ দিয়েই তিনি ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা এনে দেন মায়ামিকে। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। এমনকি সেরা খেলোয়াড়ও তিনিই হয়েছিলেন।
তবে এবার চোটের কারণে খেলতে পারেননি লিগস কাপে। মেসিহীন মায়ামিও পারল না শিরোপাজয়ী দল হিসেবে নিজেদের সম্মানটা ধরে রাখতে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকান ক্লাবদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। শেষ ষোলোতে হারতে হয়েছে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে। মেসিহীন মায়ামি হেরেছে ৩-২ ব্যবধানে। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে বিদায়।
ম্যাচে আধিপত্য ধরে রেখেছিল মায়ামিই। কিন্তু প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে ম্যাচ জিতে নেয় কলম্বাস। ম্যাচের মাত্র ১০ মিনিটেই প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। সেই ব্যবধানটা দ্বিগুণ হয় ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজের গোলে।
দুই গোলে পিছিয়ে থাকার পরও ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা রেখা টান দেয় কলম্বাস। ০-২ গোলে পিছিয়ে পড়া কলম্বাস ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস।