ঢাকা ৩০ ভাদ্র ১৪৩১, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

লিগস কাপ থেকে বিদায় মেসিহীন মায়ামির

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:৫৮ পিএম
লিগস কাপ থেকে বিদায় মেসিহীন মায়ামির
ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। যোগ দিয়েই তিনি ক্লাবের ইতিহাসের প্রথম শিরোপা এনে দেন মায়ামিকে। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও। এমনকি সেরা খেলোয়াড়ও তিনিই হয়েছিলেন।

তবে এবার চোটের কারণে খেলতে পারেননি লিগস কাপে। মেসিহীন মায়ামিও পারল না শিরোপাজয়ী দল হিসেবে নিজেদের সম্মানটা ধরে রাখতে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকান ক্লাবদের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। শেষ ষোলোতে হারতে হয়েছে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে। মেসিহীন মায়ামি হেরেছে ৩-২ ব্যবধানে। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে বিদায়।

ম্যাচে আধিপত্য ধরে রেখেছিল মায়ামিই। কিন্তু প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে ম্যাচ জিতে নেয় কলম্বাস। ম্যাচের মাত্র ১০ মিনিটেই প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। সেই ব্যবধানটা দ্বিগুণ হয় ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজের গোলে।

দুই গোলে পিছিয়ে থাকার পরও ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতা রেখা টান দেয় কলম্বাস। ০-২ গোলে পিছিয়ে পড়া কলম্বাস ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ৬৭ মিনিটে  ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস। 

বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্তসূচি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
বাংলাদেশি আম্পায়ারদের ব্যস্তসূচি
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পর লম্বা বিরতি। এরপর পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরে বাংলাদেশ দল। এখন ভারত সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তাদের মতো ব্যস্তসূচির ফাঁদে পড়েছে বাংলাদেশের ম্যাচ অফিশিয়ালসরাও। বাংলাদেশের চার আম্পায়ার ও একজন ম্যাচ রেফারিকে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি।

আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্বে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান সুমন। ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় ওয়ার্ল্ড কাপ লিগ টু টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল। ওই টুর্নামেন্টে স্বাগতিক কানাডার পাশাপাশি থাকবে ওমান ও নেপাল। ওয়ানডে টুর্নামেন্ট শেষে টি-টোয়েন্টি সংস্করণে টুর্নামেন্ট খেলবে তিন দল। ওই টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল।

২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত অঞ্চলের ‘বি’ গ্রুপের খেলা হবে। ওই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ৪ থেকে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাছাইপর্বে আম্পায়ারিং করবেন সাথিরা জাকির জেসি।

 

নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন সিদ্ধান্ত এসিসির

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন সিদ্ধান্ত এসিসির
ছবি : সংগৃহীত

নারীদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন একটি টুর্নামেন্ট চালুর ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুই বছর পর পর নারীদের জন্য নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজনের ঘোষণা দেন বিদায়ী সভাপতি জয় শাহ। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এসিসি’র নির্বাহী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জয় শাহ আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসি’র সভাপতি হিসেবে দায়িত্ব নিবেন।

এশিয়ার উদীয়মান নারী ক্রিকেটারদের উন্নতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে উদীয়মান এই নারী ক্রিকেটাররা। 

এমন টুর্নামেন্ট হলে এশিয়ার নারী ক্রিকেটাররা অনেকদূর এগিয়ে যাবে ও নিশ্চিত হবে লিঙ্গ সমতা। 

এ বিষয়ে জয় শাহ বলেন, ‘আজ এশিয়ার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত একটি মাইলফলক। যা এশিয়ার উদীয়মান ও প্রতিভাবান নারী ক্রিকেটারদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের অত্যন্ত দরকারী প্লাটফরম। এই আয়োজন এশিয়ার নারী ক্রিকেটের ভবিষ্যতকে শক্তিশালী করবে। নারীদের জন্য এমন একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিতে পেরে আমরা গর্বিত।’

গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে দ্বিতীয় টেস্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে দ্বিতীয় টেস্ট
ছবি : সংগৃহীত

অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠনের হুমকির পরও কানপুরেই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সেই ভেন্যুতে টেস্টটি হবে ২৭ সেপ্টেম্বর। 

ইন্ডিয়া টুডেকে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র। 

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর নির্যাতন চালানো হয়েছে এমন দাবি হিন্দু মহাসভার। এর প্রতিবাদ করতেই বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ দুটি বাতিলের আহ্বান জানিয়েছেন তারা।

হিন্দু মহাসভার সহ-সভাপতি জাভিয়ের ভরদ্বাজ গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন। 

আগামী মাসের ৬ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। হিন্দু মহাসভার সহ-সভাপতি দিনকয়েক আগে বার্তা সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

হিন্দু মহাসভার এমন হুমকির মধ্যেও ইন্ডিয়া টুডে বোর্ডের একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছে সকল ধরনের কার্যক্রম চলমান সুষ্ঠুভাবে টেস্টটিকে মাঠে আয়োজনের ব্যাপারে। সূত্রটি জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী যেন ম্যাচ হয়, আমরা সে জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।

দুই দলের ম্যাচ আয়োজন করতে স্টেডিয়াম প্রস্তুত।’ সূত্রটি আরও বলেছে, ‘ম্যাচ অন্য কোথাও না, কানপুরেই হবে। তবু আমরা নজর রাখব, সেটা কানপুর এবং অন্য ভেন্যুগুলোতেও।’

চলতি মাসের ১৫ তারিখ ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে দুই দলই। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

শরিফুলকে ছাড়াই ভারত সফরের বাংলাদেশ দল

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
শরিফুলকে ছাড়াই ভারত সফরের বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। কুঁচকির চোটের কারণে পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

পাকিস্তান সফরের দলে থাকা বাকি ক্রিকেটাররা খেলবেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। কাউন্টিতে সারের হয়ে দারুণ খেলা সাকিব আল হাসানও আছেন ভারত সফরের দলে।

এই সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা দিবে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন সাকিব আল হাসান। আগামী ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, খালেদ আহমেদ।

অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ এএম
অক্টোবরে ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
ছবি : সংগৃহীত

অক্টোবরের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকা দলের। সেই সিরিজের জন্য ভেন্যু ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নারী বিশ্বকাপের ভেন্যু বদলে তা সরে গিয়েছে আরব আমিরাতে। শঙ্কা রয়েছে প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন এই সিরিজ হওয়া নিয়েও। 

বাংলাদেশ সফর নিয়ে এক সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দেশটির ক্রিকেট বোর্ড।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বাতিল হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরও। 

সফরসূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। 

প্রথম টেস্টট হবে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা তাদের।

সবশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ এসেছিল ২০১৫ সালে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও প্রোটিয়ারা টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আর ড্র হয়েছিল টেস্ট সিরিজ।