দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জেতার পর সম্ভাবনা ছিল এবারও ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় মেসির নামের। যদিও বুধবার রাতে ঘোষিত ব্যালন ডি’অরের ৩০ নমিনীর তালিকায় নেই মেসির নাম। তালিকার বাইরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।
দীর্ঘ ২১ বছর পর ব্যালন ডি’অরের নমীনির তালিকায় নেই এই দুই কিংবদন্তির নাম। ফলে ফুটবলে শুরু হয়েছে এক নতুন অধ্যায়ের।
ত্রিশ জনের তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার জেতার তালিকায় এগিয়ে আছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তালিকায় আরও আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, সদ্য রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে এ ইংল্যান্ডের রিয়াল তারকা জুড বেলিংহাম ও ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড।
তালিকায় আছেন ইউরোজয়ী দানি অলমো, জার্মান ট্রেবলজয়ী ফ্লোরিয়ান উইর্টজসহ আরও অনেকে। তবে একমাত্র গোলকিপার হিসেবে তালিকায় আছেন আর্জেন্টিনার তারকা ও অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। এবার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গত বছরের ১ আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হবে।