ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

২১ বছর পর ব্যালন ডি’অর নমিনির তালিকায় নেই মেসি-রোনালদো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
২১ বছর পর ব্যালন ডি’অর নমিনির তালিকায় নেই মেসি-রোনালদো
ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জেতার পর সম্ভাবনা ছিল এবারও ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় মেসির নামের। যদিও বুধবার রাতে ঘোষিত ব্যালন ডি’অরের ৩০ নমিনীর তালিকায় নেই মেসির নাম। তালিকার বাইরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

দীর্ঘ ২১ বছর পর ব্যালন ডি’অরের নমীনির তালিকায় নেই এই দুই কিংবদন্তির নাম। ফলে ফুটবলে শুরু হয়েছে এক নতুন অধ্যায়ের। 

ত্রিশ জনের তালিকায় থাকা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার জেতার তালিকায় এগিয়ে আছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তালিকায় আরও আছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, সদ্য রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে এ ইংল্যান্ডের রিয়াল তারকা জুড বেলিংহাম ও ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড।

তালিকায় আছেন ইউরোজয়ী দানি অলমো, জার্মান ট্রেবলজয়ী ফ্লোরিয়ান উইর্টজসহ আরও অনেকে। তবে একমাত্র গোলকিপার হিসেবে তালিকায় আছেন আর্জেন্টিনার তারকা ও অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। এবার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গত বছরের ১ আগস্ট থেকে এ বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হবে।

সাকিবকে নিয়েই বিপিএল খেলতে চায় রংপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
সাকিবকে নিয়েই বিপিএল খেলতে চায় রংপুর
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে আজ বিসিবি কার্যালয়ে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন সভাপতি ফারুক আহমেদ। ওই বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম। সেখানে তিনি জানান, বিপিএলে সাকিবের উপস্থিতি থাকুক।

বিপিএলের প্রতি আসরের আগেই সাকিব আল হাসানকে নিয়ে থাকে আলোচনা। কোন ফ্রাঞ্চাইজি তাকে নিজেদের দলে নিচ্ছে এটাই থাকে আলোচনার কেন্দ্রে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। কোন ফ্রাঞ্চাইজিতে খেলবেন তার চেয়ে বেশি আলোচনায় তাকে বিপিএলে পাওয়া যাবে কি না।

মূলত গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবকে নিয়ে এই শঙ্কার তৈরি হয়েছে। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফলে ফ্রাঞ্চাইজির চেয়ে বেশি আলোচনায় সাকিব খেলবেন কি না। তার খেলার নিশ্চয়তা পেলে সাকিবকে নিয়ে ভাববে রংপুর রাইডার্স। এমনটাই জানিয়েছেন দলটির টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে তো কোন সন্দেহ নেই। তবে বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই। এটা নির্ভর করবে যে সে সাউথ আফ্রিকা সিরিজে খেলছে কি খেলছে না। সাউথ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারব, পরিষ্কার ধারণা পাব। যে সাউথ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে। কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।’

এই দিকে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি সাকিবের ক্রিকেটার পরিচয়কেই বেশি প্রাধান্য দিচ্ছে জানিয়ে শাহনিয়ান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’

নিয়াজের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম
নিয়াজের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নীড়
ছবি : সংগৃহীত

ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছেন দাবাড়ু মনন রেজা নীড়। বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে সবচেয়ে কম বয়সে এই কৃতিত্ব দেখালেন তিনি। ১৪ বছর ৩ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন নীড়। এর আগে ১৫ বছর ৫ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন দেশের দাবার কিংবদন্তি নিয়াজ মোর্শেদ।

বর্তমানে দেশের জাতীয় চ্যাম্পিয়নও নীড়। এখন তিনি হাঙ্গেরির বুদাপেস্টে চলমান গ্র্যান্ডমাস্টার 'এ' প্রতিযোগিতায় খেলছেন। 

গতকাল শুক্রবার রাতে নয় রাউন্ডের এই প্রতিযোগিতার আট রাউন্ড শেষে ৬ পয়েন্ট অর্জন করেছেন নীড়। অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার সাম্বিত পান্ডাকে হারিয়েছেন তিনি। 

এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাস্টারের তৃতীয় নর্ম পান তিনি। সেই সঙ্গে তার রেটিং দাঁড়িয়েছে ২৪১৯।

নীড়কে নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা এখন ৫ জনে। অন্যরা হলেন- জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন ও ফাহাদ রহমান। 
ফাহাদ ইতোমধ্যে একটি জিএম নর্ম পেয়েছেন। তিনিও হাঙ্গেরির এই প্রতিযোগিতায় খেলছেন। 

নীড়ের জিএমন নর্ম পাওয়ারও সুযোগ আছে এই প্রতিযোগিতায়। শেষ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পারলে তিনটি জিএম নর্মের প্রথমটি অর্জন করবেন তিনি।

সাকিবের শূন্যতা কাটিয়ে উঠতে চান হৃদয়

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পিএম
সাকিবের শূন্যতা কাটিয়ে উঠতে চান হৃদয়
ছবি- সংগ্রহীত

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। অবসর ঘোষণার পাশাপাশি টি-টোয়েন্টি সংস্করণে ফেরত আসার দরজাও খোলা রেখেছেন হৃদয়। ফেরার সুযোগ রাখা সাকিবের ফেরত আসার সম্ভাবনা একদম ক্ষীণই বলা যায়। ফলে সাকিবকে ছাড়াই এখন এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। সেই মিশন শুরু হবে আগামীকাল গোয়ালিয়রে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায়।

সাকিব না থাকায় ব্যাটিং-বোলিংয়ে একটা বাড়তি অপশন কম পাবে বাংলাদেশ। তবে আপাতত সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের থাকবে বাড়তি চাপ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় এ নিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

এ ছাড়া সিরিজে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন তাওহিদ হৃদয়। তার কথায়, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’ পাশাপাশি উইকেট নিয়ে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’

আইরিশদের উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম
আইরিশদের উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

আগে ব্যাট করতে নেমে ত্রিস্টান স্টাবসের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৪৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় আইরিশরা।

দক্ষিণ আফ্রিকার এই বিশাল সংগ্রহে সবচেয়ে বড় অবদানটা স্টাবসের। ৮১ বলে খেলেন ১১২ রানের ইনিংস। ক্যারিয়ারের ষষ্ঠ ইনিংসে এসে হাঁকালেন নিজ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

কাইল ভারানের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস। উইয়ান মালদার খেলেন ৪৩ রানের ইনিংস। ৩৯ বলে ৪০ রান করেন ওপেনার রায়ান রিকেলটন।

রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার আগে ৩৯ বলে ৩৫ রান করেন টেম্বা বাভুমা। রাসি ফন ডার ডুসেনের ব্যাটেও আসে ৩৫ রান। ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে দক্ষিণ আফ্রিকার পুঁজি দাঁড়ায় ৪ উইকেটে ৩৪৩ রান।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের কেউই পারেনি সুবিধা করতে। কেউই স্পর্শ করতে পারেনি ৩০ রান। ১১৭ রানে ৯ উইকেট হারিয়ে বসার পর দশোম উইকেটে ৫২ রানের জুটি গড়েন ইয়ং ও গ্রাহাম হুমে। এটি তাদের তৃতীয় সর্বোচ্চ জুটি দশম উইকেটে। ৩১তম ওভারে হুমে আউট হলে ১৬৯ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।

সর্বোচ্চ ২৯ রান করেন ১১ নম্বরে নামা ব্যাটার ক্রেইগ ইয়ং। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ রানে ৩ উইকেট শিকার করেন লিজার্ড উইলিয়ামস। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও জর্ন ফরটুইন।

৪ বছরের নিষেধাজ্ঞা ১৮ মাসে নেমে এল পগবার

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম
৪ বছরের নিষেধাজ্ঞা ১৮ মাসে নেমে এল পগবার
ছবি : সংগৃহীত

নিষিদ্ধ মাদক গ্রহণ করে গত ফেব্রুয়ারিতে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন পল পগবা। এই নিষেধাজ্ঞার পর একপ্রকার শেষই হয়ে গিয়েছিল এই ফরাসি ফুটবলারের ক্যারিয়ার। তবে আপিল করে শাস্তি কমিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পর পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে এসেছে ১৮ মাসে। ফলে এখন ফেরার স্বপ্ন দেখছেন তিনি।

এরইমধ্যে ৯ মাসের শাস্তি ভোগ করে ফেলেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। বর্তমানে শাস্তি ১৮ মাসে নেমে আসায় ২০২৫ এর জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন তিনি। আর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন ১১ মার্চ থেকে।

গত বছরের ২০ আগস্ট  ‘সিরি আ’ তে জুভেন্টাস-উদিনেস ম্যাচের পর পগবাকে নিয়ে শুরু হয় ডোপ কাণ্ডের। সেই ম্যাচে ডোপ টেস্টে তার শরীরে টোস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। যা মাঠে খেলোয়াড়দের শক্তিবর্ধনে সাহায্য করে। যার শাস্তি স্বরূপ ৪ বছর নিষিদ্ধ হন পগবা।

শাস্তি কমে আসায় স্বস্তি ফিরে এসেছে পগবার মনে। তিনি বলেন, ‘অবশেষে দুঃস্বপ্ন শেষ হলো। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন থেকে আবার নিজের স্বপ্নের পথে চলা শুরু করতে পারব। আমি সব সময় বলে এসেছি, জ্ঞানত অ্যান্টি–ডোপিং এজেন্সির নিয়ম ভঙ্গ করিনি। আমি যখন ডাক্তার দ্বারা নির্ধারিত পুষ্টিকর সাপ্লিমেন্ট গ্রহণ করি, সেটি পুরুষ অ্যাথলেটদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়ায় না।’

খেলার প্রতি সবসময় সৎ ও নিবেদিত থাকার ফলে এ ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ তার নেই বলেও মন্তব্য করেছেন তিনি, ‘এটা আমার জীবনের অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল। কারণ, আমি যে কাজের জন্য এত পরিশ্রম করেছি, সেটি থামিয়ে দেওয়া হয়েছিল।’