সময় কত দ্রুত চলে যায়! দেখতে দেখতে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হলো ৫ সেপ্টেম্বর। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। আজ ৮ সেপ্টেম্বর এ সরকারের এক মাস পূর্ণ হলো। ১৭ জন উপদেষ্টা নিয়ে যাত্রা শুরু করলেও, পরে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়। ক্রীড়াঙ্গনের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সরকার পরিবর্তনের পর দেশের অন্যসব সেক্টরে যেরকম শূন্যতা দেখা দেয়, তেমনি হয় ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), অ্যাথলেটিকস, সাঁতার, কাবাডি, ভলিবল, দাবা, এসব ফেডারেশনে কোথাও সভাপতি, কোথাও মহাসচিব/সাধারণ সম্পাদক, আবার কোথাও সভাপতি-সাধারণ সম্পাদক উভয়ই আসা বন্ধ করে দেন। কোনো কোনো ফেডারেশনের সাধারণ সম্পাদক পদত্যাগও করেছেন। এরা সবাই ছিলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। যে কারণে নিরাপত্তার কথা ভেবে তারা নিজেদের গুটিয়ে নেন। কেউবা হয়েছেন দেশছাড়া। কেউবা দেশেই আত্মগোপনে যান। এই এক মাস তাই কোনো খেলাই গড়ায়নি মাঠে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রথম অফিস করেন গত ১১ আগস্ট। এর আগে ৯ আগস্ট বণ্টন করা হয় দায়িত্ব। যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পরে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়। শুরুতেই ক্রীড়া উপদেষ্টা সবচেয়ে বেশি গুরুত্ব দেন বিসিবির দিকে। মাত্র দশম কার্যদিবসের দিনই তিনি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করে প্রশংসিত হন।
ক্রীড়া উপদেষ্টা প্রথম কার্যদিবসেই বিসিবির পরিচালকদের তার মন্ত্রণালয়ে ডেকে পাঠান। বিসিবি সভাপতিসহ অধিকাংশ পরিচালক আত্মগোপনে থাকায় ৬-৭ জন পরিচালক তার সঙ্গে দেখা করেন। সেখানে ক্রীড়া উপদেষ্টা বিসিবির কার্যক্রম সম্বন্ধে অবহিত হন। সব কিছু জেনে তিনি আইসিসির কিছু বিধিনিষেধ থাকায় সে প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন পরিচালকদের। তারই ধারাবাহিকতায় নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। নির্বাচন প্রক্রিয়া মেনে ফারুক আহমেদ হন নতুন সভাপতি। মূলত ক্রীড়া উপদেষ্টার আগ্রহেই ফারুক আহমেদ নতুন দায়িত্ব নিয়ে আসেন। ক্রীড়া উপদেষ্টা ফারুক আহমেদ ছাড়াও জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে বিসিবিতে কাজ করার আমন্ত্রণ জানান। এ রকম আরও কয়েকজনের সঙ্গে তিনি আলাপ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে এক দিন তিনি মিরপুরে হোম অব ক্রিকেট পরিদর্শনে যান।
ফারুক আহমেদকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করার আগে পরিচালক হয়ে আসতে হয়েছে। বিসিবির গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরকারের দুজন পরিচালক মনোনীত আছেন। এই দুই পরিচালক হলেন- আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজনকেই পদত্যাগ করতে বলা হয়। জালাল ইউনুস পদত্যাগ করলেও, আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ না করে জাতীয় ক্রীড়া পরিষদকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে জানিয়ে দিতে বলেন। পরে সেই পথ অনুসরণ করে জাতীয় ক্রীড়া পরিষদ। আহম্মেদ সাজ্জাদুল আলম ববি অবশ্য পরে অভিযোগ করেন তাকে পদত্যাগের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছুই জানানো হয়নি। যখন তাকে জানানো হয়েছে, তার আগেই নতুন সভাপতি নির্বাচিত হয়ে গেছেন। ফারুক আহমেদ ছাড়া আরেকজন পরিচালক ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।
এদিকে বিসিবির নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ নির্বাচিত হওয়ার আগে প্রায় প্রতিদিনই বিসিবিতে আন্দোলন হয়েছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আইসিসির নীতিমালার কারণে এখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। সরকারি হস্তক্ষেপ হলেই আইসিসি বাংলাদেশকে বহিষ্কার করত। একই অবস্থা বাফুফেতেও বিরাজমান। কিন্তু এখানেও ক্রীড়া উপদেষ্টার করার কিছুই ছিল না। কারণ ফিফার হুঁশিয়ারি। আইসিসিরি চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ফিফা। সরকারি হস্তক্ষেপের কারণে ফিফা চলতি শতাব্দীর শুরুতেই বাংলাদেশকে বহিষ্কার করেছিল। পরে সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে আগের সাধারণ সম্পাদক হিসেবে হারুনুর রশিদকে পুনর্বহাল করলে বাংলাদেশের ওপর থেকে ফিফা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এদিকে এখনো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। বাফুফের নির্বাচন ২৬ অক্টোবর।
কাজী সালাউদ্দিন পদত্যাগ না করে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন। বিসিবির মতো ক্রীড়া উপদেষ্টা অবশ্য বাফুফে বা অন্য সব ফেডারেশনকে সেভাবে গুরুত্ব দেননি। এক দিন তিনি বাফুফের সাধারণ সম্পাদককে তার দপ্তরে ডেকে নিয়ে কথা বলেছেন। এদিকে কাবাডি, দাবা ফেডারেশনের সভাপতিকে বাদ দেওয়া হয়েছে। এই দুজনই ছিলেন সাবেক আইজিপি। বেনজির আহমেদ ছিলেন দাবা ফেডারেশনের ও সদ্য সাবেক হওয়া আইজিপি আব্দুল্লাহ আল মামুন ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২২ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ন কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই দুজনকে অপসারণ করার কথা উল্লেখ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ব্রিজ ফেডারেশনের সভাপতি সাবেক নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে অব্যাহতি। এই তিনজনের জায়গায় অবশ্য নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উল্লেখ বিওএ, বিসিবি ও বাফুফে ছাড়া আর সব ফেডারেশনেরে সভাপতিই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন।
তরুণ ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে, খেলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ও করেছেন। তাদের মতামতকে তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন। পরামর্শ দিয়েছেন অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য।
প্রথম এক মাস ঘরের মাঠে কোনো খেলা হয়নি। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো সেরা সাফল্য এসেছে ক্রিকেট ও ফুটবলের হাত ধরে। দুটি সাফল্যই এসেছে দেশের বাইরে। ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্ট জিতে, পরে সেই টেস্ট জয়কে সিরিজ জয়ে রূপান্তরিত করে দ্বিতীয় টেস্ট জিতেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ জিতে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করে। বাংলাদেশ দলের এ রকম অভূতপূর্ব সাফল্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন। প্রধান উপদেষ্টা ক্রিকেট দলকে সবংর্ধনা দেওয়ার কথাও ঘোষণা করেন। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সাত থেকে চারে উঠে আসে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে আছে যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ দলের আরেক সাফল্য ছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া। নেপালের মাটিতে বাংলাদেশ স্বাগতিকদের ফাইনালে হারিয়েছিল ৪-১ গোলে। অথচ গ্রুপ পর্বে এই নেপালের কাছেই বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ফাইনালে বাংলাদেশ দলের হয়ে মিরাজুল দুটি এবং রাহুল ও নোভা একটি করে গোল করেন। মিরাজুল হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন বাংলাদেশের আসিফ। যুবাদের এ রকম অর্জনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিনন্দন জানিয়েছিলেন। এদিকে জাতীয় ফুটবল দল ভুটান গিয়েছে ফিফার দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। প্রথম ম্যাচে বাংলাদেশ দল জয়ী হয়েছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচ খেলবে আজ। বাংলাদেশ দলের প্রত্যাশা সিরিজ জয়ের।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তিতে ঘরের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে থাকলেও, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে আছে সাফল্য।