জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের নারী সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন আরিয়ান সাবালেঙ্কা। বেলারুশের এই টেনিস তারকা জিতেছেন ৭-৫, ৭-৫ ব্যবধানে। তৃতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা।
এর আগে, ২০২৩ ও ২০২৪ অস্ট্রেলিয়া ওপেনের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছেন সাবালেঙ্কা। এবার জিতলেন ইউএস ওপেনও। ফাইনালে পেগুলা লড়াই জমিয়ে তুললেও জয়ের হাসি হেসেছেন সাবালেঙ্কাই। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও জেতা হলো না। টানা চার গেম হেরে ম্যাচ হাতছাড়া করলেন। পর পর দুটি গেমে সার্ভিস ধরে রাখতে পারেননি পেগুলা।
গেল বছরও ফাইনালে উঠেছিলেন বেলারুশের এই টেনিস তারকা। তবে হারতে হয়েছিল কোকো গফের কাছে। এবার আর হাতছাড়া করেননি সুযোগ। প্রথমবারের মতো ফাইনালে ওঠা পেগুলাকে হারিয়ে জিতলেন শিরোপা।
বছরখানেক আগের হতাশা তাকে ছুঁতে পারেনি ইউএস ওপেনের ফাইনালে। সেবার হেরে যাওয়ার পর মাটিতে শুয়ে পড়েছিলেন। এবারও মাটিতে শুয়ে পড়লেন তবে সেটা জয়ের আনন্দে।
শিরোপা জিতে সাবালেঙ্কা বললেন, ‘এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার। অবশেষে জিততে পারলাম। ভীষণ গর্বিত মনে হচ্ছে। এমন কখনও বলি না। কিন্তু, সত্যিই খুব গর্বিত লাগছে।’