পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তরুণ পেসার নাহিদ রানা। বর্তমানে তার চেয়ে বেশি গতিতে বোলিং করার মতো বোলার নেই বাংলাদেশ দলে। পাকিস্তান সফরেও করেছেন ১৫০ গতিতে বল। নতুন এই গতিতারকা হতে চান কার মতো? এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে অনেকের মনে।
সেই প্রশ্নের জবাবও দিয়েছেন নাহিদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির পোস্ট করা ভিডিওতে। সেখানে স্পষ্ট করে নাহিদ রানা বলেছেন, ‘আমি কারও মতো হতে চাই না।’
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নাহিদ বলেছেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে জেতা সিরিজে দুই দল মিলিয়ে সবচেয়ে গতিতে বল করা বোলার ছিলেন নাহিদ রানা। গতিতে পেছনে ফেলেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
যদিও নাহিদ স্বপ্ন দেখেননি জোরে বোলিং করার, তিনি বোলিং করেছেন পরিকল্পনামাফিক, ‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।’
দুই টেস্ট মিলিয়ে নাহিদ উইকেট নিয়েছেন মোট ৬টি। এরমধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই নিয়েছেন ৪টি। হাসান মাহমুদ ৫ উইকেট শিকার করলেও পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন মূলত তিনিই।
পাকিস্তানের মাটিতে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নাহিদও, ‘আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আমার কাছে আশা করেছিল, তা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশের পরবর্তী মিশন এখন ভারত। তাদের দেশে তাদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে ভালোকিছু করার প্রত্যয়ও রয়েছে দলের সবার মাঝে। সেই সিরিজেও নিজের সেরাটা দিতে চান নাহিদ, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’