ঢাকা ২৪ আশ্বিন ১৪৩১, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

শরিফুলকে ছাড়াই ভারত সফরের বাংলাদেশ দল

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পিএম
শরিফুলকে ছাড়াই ভারত সফরের বাংলাদেশ দল
ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। কুঁচকির চোটের কারণে পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।

পাকিস্তান সফরের দলে থাকা বাকি ক্রিকেটাররা খেলবেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। কাউন্টিতে সারের হয়ে দারুণ খেলা সাকিব আল হাসানও আছেন ভারত সফরের দলে।

এই সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা দিবে বাংলাদেশ দল। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন সাকিব আল হাসান। আগামী ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্টে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, খালেদ আহমেদ।

টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:০১ পিএম
টি-টোয়েন্টিকে বিদায় বললেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদ

দিনভর গুঞ্জন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে এই সংস্করণে আর দেখা যাবে না সাইলেন্ট কিলারকে। 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এখন খেলবেন শুধুমাত্র ওয়ানডে সংস্করণে। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট শেষে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেন। সেবার খানিকটা নাটকীয়তার জন্ম দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ম্যাচের আগে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও সতীর্থরা তাকে দেন গার্ড অব অনার। তাতেই বোঝা গিয়েছিল টেস্ট থেকে অবসর নিচ্ছেন তিনি।

টেস্টের মতো টি-টোয়েন্টি থেকে অবসর নিতে কোনো নাটকের জন্ম দেননি রিয়াদ। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিলেন তিনি। সেখানে জানান, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে এই সংস্করণে আর খেলবেন না। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এখন শুধুমাত্র ওয়ানডে খেলবেন।

নিজের বিদায়ী বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশে জার্সিতে খেলেছেন ১৩৯ টি-টোয়েন্টি। এই সময়ে ১১৭.৭৪ স্ট্রাইক রেট ও ২৩.৪৮ গড়ে করেছেন ২৩৯৫ রান। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ১৩৯ ম্যাচ খেলা রিয়াদ সবচেয়ে বেশিবার লাল-সবুজ জার্সিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বেশি ৪৩ বার টস করতে নেমেছেন রিয়াদ। তার নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে সবচেয়ে বেশি ১৬ ম্যাচে। তার এই রেকর্ডের অংশীদার সাকিব আল হাসান।

অবসরের পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ডুমিনি!

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
অবসরের পাঁচ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ডুমিনি!
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন জেপি ডুমিনি। তবে তাকে আবারও ফিরতে হলো মাঠের ক্রিকেটে। পাঁচ বছর পর এক বিশেষ পরিস্থিতিতে আন্তর্জাতিক ম্যাচে ফিল্ডিং করেছেন। 

সোমবার (৭ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবুধাবিতে আইরিশদের ব্যাটিং ইনিংসের শেষদিকে ফিল্ডিং করতে নামেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ।

মূলত মরুভূমির প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়েন প্রোটিয়ার অনেক ক্রিকেটার। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে বিকল্প ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।

কোচিং স্টাফদের কেউ মাঠে নেমে আসা ফিল্ডিং করার জন্য নতুনকিছুই নয়। বিশেষ পরিস্থিতিতে এমন অনেকজনকেই দেখা গেছে ফিল্ডিং করার জন্য মাঠে নামতে। 

 

ইনিয়েস্তাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম
ইনিয়েস্তাকে নিয়ে মেসির আবেগঘন বার্তা
ছবি : সংগৃহীত

অবশেষে ২২ বছরের ফুটবল ক্যারিয়ারের অবসান ঘটালেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তারই সাবেক সতীর্থ লিওনেল মেসি।

২০১০ বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১১৬ মিনিটে গোল করে দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। ২০১৮ সালে সেই ইনিয়েস্তা আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পর ২০২৪ সালে এসে ফুটবল ক্যারিয়ারের শেষ করলেন সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে। 

সাবেক বার্সা সতীর্থ ইনিয়েস্তাকে নিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি মেসি লিখেন, ‘আমি যার সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেছি, আমার সবচেয়ে জাদুকরী সতীর্থদের একজন- ফুটবল তোমাকে মিস করবে। এবং আমরাও তোমাকে মিস করব। আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করি। তুমি একজন ফেনোমেনন।’

মাত্র ১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনা একাডেমিতে যোগ দেওয়া ইনিয়েস্তা ক্লাবের বি দলের হয়ে খেলেছেন ৫৪ ম্যাচ। এরপর মূল দলে অভিষেক হলে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। 

বার্সেলোনার হয়ে ৬৭৪ ম্যাচ খেলে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ মোট ৩২টি শিরোপা। স্পেন জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো কাপ । 

মুলতানের পিচকে দুষলেন পিটারসেন-ভন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ০১:৪৬ পিএম
মুলতানের পিচকে দুষলেন পিটারসেন-ভন
ছবি : সংগৃহীত

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। স্বাগতিক ব্যাটারদের সামনে খুব একটা পাত্তা পায়নি ইংলিশ বোলাররা। সেঞ্চুরি করেছেন আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩০০ পার করে পাকিস্তান।

প্রথম দিনেই পাকিস্তানের এমন ব্যাটিংয়ে পিছিয়ে পড়েছে ইল্যান্ড। এই পিছিয়ে পড়ার জন্য মুলতানের পিচকে দায়ি করছেন ইংল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন।

মুলতানের উইকেটে প্রথম দিন পাকিস্তানের ব্যাটাররা দারুণ পারফরম্যান্স করার পর ‘এক্সে’ কেভিন পিটারসেন লিখেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’
মাইকেল ভন মুলতানের উইকেট নিয়ে বলেছেন, ‘মুলতানের উইকেটকে মনে হচ্ছে সড়ক। এখানে টস জিততে পারা দারুণ…।’

প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করা পাকিস্তান দ্বিতীয় দিন এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৫ উইকেটে ৩৯৩ রান।

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ পিএম
গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স
ছবি : সংগৃহীত

পাঁচ দেশের পাঁচটি টি-টোয়েন্টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। সেই লিগে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেবে রংপুর রাইডার্স।

সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

বোর্ড সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে প্রস্তাব দিয়েছি। তারা যেতে অপরাগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। ’  

যে দলকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের নাম জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি রংপুর রাইডার্সের নাম বলেন।

আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি দেশের পাঁচটি দল নিয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হওয়ার অনুমতি পেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃক। এই আসর আয়োজনে পূর্ণ সহায়তা করবে গায়ানা সরকার। টুর্নামেন্টের প্রাইজমানি রাখা হয়েছে এক মিলিয়ন ডলার।

প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে। আর টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১১টি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

সবগুলো ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক দল হিসেবে খেলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

এক বিবৃতিতে গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান ও ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেন, ‘গায়ানায় ক্রিকেটের প্রতি উন্মাদনা, বিশ্বের অন্যান্য জায়গার ভক্তদের মতোই। যারা গায়ানায় এসেছেন ও সারা বিশ্বে টিভি পর্দা থেকে যারা দেখছেন, তাদের সঙ্গে আমরা আমাদের সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশে খেলার প্রতি নিজেদের ভালোবাসা উদযাপন করতে মুখিয়ে আছি।’

একই সময়ে বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজে থাকবে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।