আজ রাতে শুরু হতে যাচ্ছে ৩৬ দলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ভিন্ন সংস্করণের এবারের মৌসুমে উদ্বোধনী দিনেই মাঠে নামছে আসরের সাত চ্যাম্পিয়ন। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ এবং দিবাগত রাত ১টায় হবে ম্যাচগুলো।
প্রথম ‘ম্যাচ ডে’ বা প্রথম সপ্তাহের প্রথম রাতে নামতে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং সাবেক ছয় চ্যাম্পিয়ন লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস, এসি মিলান, পিএসভি ও অ্যাস্টন ভিলা। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে লিভারপুল আর এসি মিলান আবার মুখোমুখি। রাতের সবচেয়ে বড় ম্যাচও এটিই।
লিগে দলের অংশগ্রহণ বাড়াতে ৩২ এর বদলে ৩৬ দল নিয়ে আয়োজন করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। দল বাড়ায় বেড়েছে ম্যাচও। সব দলের জন্যই একক পয়েন্ট তালিকার লিগ পর্ব হবে, ছয় দল করে একটি গ্রুপের বদলে।
শেষ ১৬ – এর দল নির্ধারণেও এসেছে পদ্ধতির পরিবর্তন। লিগ পর্বে মোট আটটি ‘ম্যাচ ডে’ – তে খেলা হবে। যা কিনা ‘প্রথম রাউন্ড’ বা ‘প্রথম সপ্তাহ’ও বলা যায়।
প্রথম সপ্তাহে টানা তিন রাত খেলা হবে। প্রতিরাতেই ম্যাচ থাকবে ১২টি করে। পরবর্তীতে খেলা হবে দুই রাতে। আর তখন মাঠে নামবে ১৮টি দল।
২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথাগত ড্র হয়নি। উয়েফার র্যাঙ্কিং অনুসারে প্রতিটি দলকে নির্দিষ্ট পটে রেখে প্রযুক্তির সাহায্যে আট প্রতিপক্ষ নির্বাচন করা হয়েছে। এর মধ্যে চার দলের সঙ্গে ম্যাচ নিজেদের মাঠে, বাকি চারটি খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।
আজ রাতের ম্যাচসমূহ
জুভেন্টাস-পিএসভি
রাত ১০-৪৫ মি. সনি স্পোর্টস ১
ইয়াং বয়েজ-অ্যাস্টন ভিলা
রাত ১০-৪৫ মি.
রিয়াল মাদ্রিদ-স্টুটগার্ট
রাত ১টা
এসি মিলান-লিভারপুল
রাত ১টা
বায়ার্ন-দিনামো জাগরেব
রাত ১টা