চলতি বছরের মার্চে সবশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল ভারত। ছয় মাসের বিরতি শেষে আবারও মাঠে নামছ দলটি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। সেই টেস্টকে সামনে রেখে পাঁচটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বরাবরই বাংলাদেশের ব্যাটারদের সামনে সফল এই ভারতীয় অফস্পিনার। তাই আশা করা যাচ্ছে ৫টি রেকর্ড যেগুলো তাকে হাতছানি দিয়ে যাচ্ছে, তা এবার নিজের করে নিতে যাচ্ছেন তিনি ঘরের মাঠে এই সিরিজে।
ঘরের মাঠে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক
৬১৯ উইকেট নিয়ে অনিল কুম্বলে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক টেস্টে। সেই রেকর্ডটি নিজের করে নিতে এখনও অনেক সময় বাকি থাকলেও সুযোগ থাকছে ভারতের মাটিতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার। কুম্বলের ঘরের মাটিতে শিকার ৪৭৬ উইকেট। তার থেকে ২২ উইকেট পিছিয়ে থাকা অশ্বিন শিকার করেছেন ৪৫৪ উইকেট। এই দুই টেস্টে তার সামনে সুযোগ থাকছে রেকর্ডটিকে নিজের করে নেওয়ার।
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ উইকেট
এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্ট খেলা অশ্বিনে ঝুলিতে আছে ২৩ উইকেট। নতুন করে ৯ উইকেট শিকার করতে পারলেই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন তিনি। বর্তমানে ৩১ উইকেট নিয়ে রেকর্ডটি সাবেক পেসার জহির খানের দখলে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফাইফার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নাথান লায়ন ও রবিচন্দ্রন অশ্বিন যৌথভাবে ১ ০বার ফাইফারের রেকর্ড গড়েছেন। বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্টে ৫ উইকেট পেলেই তিনি টপকে যাবেন নাথান লায়নকে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট
নাথান লায়ন সর্বোচ্চ ১৮৭টি উইকেট সংগ্রহ করেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। অশ্বিনের নামের পাশে রয়েছে ১৭৪টি। এই সিরিজে ১৪ উইকেট শিকার করতে পারলেই ছুঁয়ে ফেলবেন লায়নকে।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও তার সামনে থাকছে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার। এজন্য ডানহাতি অফস্পিনারের প্রয়োজন ৯ উইকেট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড এখন পর্যন্ত ৫১ উইকেট পেয়েছেন। অশ্বিনের শিকার ৪২ উইকেট। দুই টেস্টে অশ্বিন অসি পেসারকে ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ পাচ্ছেন।