২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর নিজ থেকেই ছেড়েছিলেন পাকিস্তানের নেতৃত্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও বাবারকেই নেতৃত্বে ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তার অধীনে আরও একটা বিশ্বকাপে ভরাডুবি হয় পাকিস্তানের। এরপর থেকেই আবারও আলোচনা শুরু হয় তার অধিনায়কত্ব নিয়ে। এতকিছুর মাঝেই ব্যর্থতার দায় নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়কত্বের দায়ত্বাভার ছেড়ে দিলেন বাবর আজম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন বাবর আজম। সেই পোস্টে বাবর জানিয়েছেন, ব্যাটিংকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত তার।
বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’
অধিনায়কত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করে বাবর লিখেছেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন তিনি পাকিস্তানের অধিনায়ক হিসেবে। তখন শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টিতে আর টেস্টে অধিনায়ক করা হয় শান মাসুদকে। তবে এক সিরিজ না যেতেই তাকে সরিয়ে ফের দ্বিতীয়বার নেতৃত্ব দেওয়া হয় বাবরকে। তবে তার ছয় মাসের মাথাতেই ফের সরে যেতে হলো বা