ঢাকা ২৬ আশ্বিন ১৪৩১, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ ইয়ং বয়েজকে বিধ্বস্ত করলো বার্সেলোনা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১১:৪০ এএম
ইয়ং বয়েজকে বিধ্বস্ত করলো বার্সেলোনা
ছবি : সংগৃহীত

টানা সাত ম্যাচ জয়ের পর লা লিগায় বার্সেলোনা হেরেছিল ওসাসুনার কাছে ৪-২ ব্যবধানে। তাতে যে দলের আত্মবিশ্বাসে চিড় ধরানো যায়নি সেটি প্রমাণ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচে। তাদের বিধ্বস্ত করে বার্সা জিতেছে ৫-০ ব্যবধানে।

মঙ্গলবার (২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। বাকি তিন গোলের দুই গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেজ। অন্য গোলটি ছিল আত্মঘাতী। 

গ্রুপের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের পর বড় জয়ে ওই ধাক্কা সামলে নিল কাতালানরা। 

ম্যাচের মাত্র ৮ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেই গোলে সহায়তা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ৩৪ মিনিটে গোল করে দলের স্কোর করেন ২-০। তিন মিনিট পর তথা ম্যাচের ৩৭ মিনিটে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের গোলে বার্সা ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা গোলের ধারা অব্যাহত রাখে। ৫১ মিনিটে আরও একটি গোলের দেখা পায় স্প্যানিশ ক্লাবটি। এই গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন লেভানডফস্কি। মৌসুমে এরই মধ্যে ৯ গোল হয়ে গেছে তার। 

৮১ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল। যোগ করা সময়ে অবশ্য বার্সার জালে বল পাঠিয়েছিল ইয়ং বয়েজ। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে।

পাকিস্তানের লজ্জার হার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম
পাকিস্তানের লজ্জার হার
ছবি : সংগৃহীত

টেস্টে এক লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান। ইনিংস ও ৪৭ রানে ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান করেও ইনিংস ব্যবধানে হার‌তে হলো।

প্রথম ইনিংসে পাকিস্তান তিন সেঞ্চুরিতে সংগ্রহ করেছিল ৫৫৬ রান। এরপর ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। এই রান কর‌তে জো রুট করেন ২৬২ আর হ্যারি ব্রুকের ব্যাটে আসে ৩১৭ রান।

এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮২ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেই অবস্থা থেকে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সালমান আগা ও আমের জামাল। তাদের জুটিতে ১৫২ রান সংগ্রহ করে দিন শেষ করে পাকিস্তান।

তবে পঞ্চম দিনে এসে বাকি চার উইকেট হারিয়ে তারা অলআউ হয় ২২০ রানে।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধ্বসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন লিচ। মাত্র ৬.৫ ওভার হাত ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও গাস অ্যাটকিনসন। ১টি উইকেট নেন ক্রিস ওকস।

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম
শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের জয়
ছবি : সংগৃহীত

মাঠে সময়টা খারাপ যাওয়ার পাশাপাশি যোগ হয়েছিল নিয়মিত খেলোয়াড়দের চোটে পড়া। একের পর এক ঘটনায় দুশ্চিন্তা বেড়েই চলছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন মুহূর্তে দলের মাঝে নিভু নিভু হয়ে জ্বলা বিশ্বাসটা ফিরিয়ে এনেছেন লুইজ হেনরিক। চিলির বিপক্ষে ড্র হতে যাওয়া ম্যাচটিতে শেষ মুহূর্তে তার গোলেই জয় পেয়েছে ব্রাজিল। 

চিলির সান্তিয়াগোতে ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে ব্রাজিল। গোলের দেখা পায় চিলি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। চিলিত হয়ে গোলটি করেন এডিয়ার্দো ভারগাস। 

প্রথমার্ধের শেষদিকে যোগ করা সময়ে সেই গোল শোধ করে ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোলটি পরিশোধ করেন ইগর জেসুস। গোলটি করতে তাকে সহায়তা করেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার সাভিনহো। 

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরপরই চিলির জালে বল পাঠিয়ে ব্রাজিলকে এগিয়ে  রাফিনহা। তবে সেই গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সেই জায়গা থেকে ব্রাজিলকে জয় পেতে অপেক্ষা করতে হয় ৮৯ মিনিট পর্যন্ত।

বক্সের বাইরে ব্রুনো গিয়ারেসের কাছ থেকে বল পেয়ে চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান হেনরিক। 

এই জয়ে ব্রাজিলের পয়েন্ট ৯ ম্যাচে ১৩। সবার ওপরে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

মেসি ফিরলেও জয় পায়নি আর্জেন্টিনা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:০৪ পিএম
মেসি ফিরলেও জয় পায়নি আর্জেন্টিনা
ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। আগের ম্যাচে তাকে ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। তবে আজ মেসিকেসহ মাঠে নেমেও ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। 

গতকাল রাতে বৃষ্টির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি শুউর হতে আধাঘন্টা দেরি হয়। আর সেই ম্যাচে দুই দলই একটি করে গোল করে। দলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। 

এ দিন নিষেধাজ্ঞার কারণে মাঠে হানাম হয়নি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তার জায়গায় গোলবার সামলেছে জিরোনিমা রুহি। 
ম্যাচের ১৩ মিনিটে আর্জেন্টিনা লিড নেয় নিকোলাস ওটামেন্ডির গোলে। এই গোলে এগিয়ে গিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। পরে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। সলোমন রনডন হেডে গোলটি করেন ইয়েরেফসন সোতেলদোর ক্রসে। 

ম্যাচের বাকি সময়ে গোল করতে পারেনি আরকেউই। এতে করে ভেনেজুয়েলার বৃষ্টিভেজা মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার মাঠে ড্র করে বিশ্বকাপ বাছাইয়ে টানা জয়হীন থাকতে হলো বিশ্বচ্যাম্পিয়নদের। এরপরও পয়েন্ট টেবিলে তারাই অবস্থা করছে শীর্ষে। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে ব্রাজিল।

বাংলাদেশকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম
বাংলাদেশকে সহজেই হারাল ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ নারী দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই লক্ষ্য পূরণ হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। ক্যারিবিয়ান মেয়েরা সহজেই হারিয়েছে বাংলাদেশের মেয়েদের।

শারজায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রানের লক্ষ্য ৪৩ বল হাতে রেখে ছুঁয়েছে দলটি। অধিনায়ক হেলি ম্যাথিউস ২২ বলে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে মাত্র ১০৩ রানে আটকে যায়। দলের দুই ওপেনার দিলারা ও সাথী বলের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করে ভালোই সূচনা এনে দিয়েছিলেন। ৩ ওভারেই তারা ১৮ রান যোগ করেন। চতুর্থ ওভারের প্রথম বলেই সাথী ১২ বলে ৯ রান করে আউট হওয়ার পর রানের চাকা ক্রমেই মন্থর হয়ে আসতে থাকে। যে মন্থর গতিকে পরে আর কেউ দ্রুত করতে পারেননি। ব্যাটিং পাওয়ার প্লের শেষ বলে দিলারা ২ চারে ১৯ রান করে আউট হওয়ার পর রান সংগ্রহে আরও ভাটা পড়ে। 

অধিনায়ক নিগার ও সোবহানা মোস্তারি জুটিতে ৪০ রান যোগ করলেও ওভার খেলেন ৮টি। মোস্তারি ২ বাউন্ডারিতে ১৬ রান করতে বল খেলেন ২২টি। এই তিনটি উইকেটই নেন রামহারাক। 

মোস্তারি বিদায় নেওয়ার পর অপর প্রান্তে উইকেট পড়তে থাকে, অপর প্রান্তে অধিনায়ক নিগার চেয়ে চেয়ে দেখতে থাকেন। যে কারণে ২ উইকেটে ৭৩ রান থেকে দলের রান মুহূর্তেই পরিণত হয় ৫ উইকেটে ৭৫। ৫ বলে ২ রানে পড়ে ৩ উইকেট। ফ্লেচার পরপর ২ বলে নেন ২ উইকেট। নিগার রিতু মনিকে নিয়ে রান বাড়ানোর ব্যর্থ চেষ্টা করেন। দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ২১ রান যোগ করেন। কিন্তু ওভার খেলেন ৪টি। রিতু ১৩ বলে ১০ রান করে রামহারাকের চতুর্থ শিকার হন। নিগার আপ্রাণ চেষ্টা করেও এ সময় কোনো বাউন্ডারি বের করতে পারেননি। 

বাংলাদেশের ইনিংসে ১১.৫ ওভারের পর আর কোনো বাউন্ডারি হয়নি।এটি মেরেছিলেন নিগারই। ম্যাথিউসের বলে অ্যালিনের হাতে তিনি ধরা পড়েন ৪ চারে ৪৪ বলে ৩৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক ১৭ রানে নেন ৪ ও ফ্লেচার ২৫ রানে নেন ২ উইকেট।

নিগারদের পূঁজি মাত্র ১০৩ রান

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম
নিগারদের পূঁজি মাত্র ১০৩ রান

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশ নারী দলের। সেই লক্ষ্য পূরণে তারা কঠিন পরীক্ষার  সম্মুখীন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে স্কোর বোর্ডে খুব বেশি জমা করতে পারেনি। ৮ উইকেটে করে মাত্র ১০৩ রান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার দিলারা ও সাথী। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান সংগ্রহ করে ভালোই সুচনা এনে দিয়েছিলেন। ৩ ওভারেই তারা ১৮ রান যোগ করেন। চতুর্থ ওভারের প্রথম বলেই সাথী ১২ বলে ৯ রান করে আউট হওয়ার পর রানের চাকা ক্রমেই মন্থর হয়ে আসতে থাকে। যে মন্থর গতিকে পরে আর কেউ দ্রুত করতে পারেননি। ব্যাটিং পাওয়ার প্লের শেষ বলে দিলারা বলে ২ চারে ১৯ রান করে আউট হওয়ার পর  রান সংগ্রহে আরও ভাটা পড়ে। অধিনায়ক নিগার  ও সোবহানা মোস্তারি জুটিতে ৪০ রান যোগ করলেও ওভার খেলেন ৮টি। মুস্তারি ২ বাউন্ডারিতে ১৬ রান করতে বল খেলেন ২২টি। এই তিনটি উইকেটই নেন রামহারাক। মুস্তারি বিদায় নেয়ার পর এক অপরপ্রান্তে উইকেট পড়তে থাকে, অপরপ্রান্তে অধিনায়ক নিগার চেয়ে চেয়ে দেখতে থাকেন। যে কারণে ২ উইকেটে ৭৩ রান থেকে দলের রান মুহুর্তেই পরিণত হয় ৫ উইকেটে ৭৫। ৫ বলে ২ রানে পড়ে ৩ উইকেট। ফ্লেচার পরপর ২ বলে নেন ২ উইকেট। নিগার রিতু মনিকে নিয়ে রান বাড়ানোর ব্যর্থ চেষ্টা করেন। দুই জনে ষষ্ঠ উইকেট জুটিতে ২১ রান যোগ করেন। কিন্তু ওভার খেলেন ৪টি। রিতু ১৩ বলে ১০ রান করে রামহারাকের চতুর্থ শিকার হন। নিগার আপ্রাণ চেষ্টা করেও এ সময় কোনো বাউন্ডারি বের করতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ১১.৫ ওভারের পর আর কোনো বাউন্ডারি হয়নি। এটি মেরেছিলেন নিগারই। ম্যাথিউসের বলে অ্যালিনের হাতে তিনি  ধরা পড়েন ৪ চারে ৪৪ বলে ৩৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহারাক  ১৭ রানে নেন ৪  ও  ফ্লেচার ২৫ রানে নেন ২ উইকেট।