টানা সাত ম্যাচ জয়ের পর লা লিগায় বার্সেলোনা হেরেছিল ওসাসুনার কাছে ৪-২ ব্যবধানে। তাতে যে দলের আত্মবিশ্বাসে চিড় ধরানো যায়নি সেটি প্রমাণ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজের বিপক্ষে ম্যাচে। তাদের বিধ্বস্ত করে বার্সা জিতেছে ৫-০ ব্যবধানে।
মঙ্গলবার (২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। বাকি তিন গোলের দুই গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেজ। অন্য গোলটি ছিল আত্মঘাতী।
গ্রুপের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের পর বড় জয়ে ওই ধাক্কা সামলে নিল কাতালানরা।
ম্যাচের মাত্র ৮ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সেই গোলে সহায়তা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ৩৪ মিনিটে গোল করে দলের স্কোর করেন ২-০। তিন মিনিট পর তথা ম্যাচের ৩৭ মিনিটে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের গোলে বার্সা ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা গোলের ধারা অব্যাহত রাখে। ৫১ মিনিটে আরও একটি গোলের দেখা পায় স্প্যানিশ ক্লাবটি। এই গোল করে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন লেভানডফস্কি। মৌসুমে এরই মধ্যে ৯ গোল হয়ে গেছে তার।
৮১ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল। যোগ করা সময়ে অবশ্য বার্সার জালে বল পাঠিয়েছিল ইয়ং বয়েজ। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে।