উসমান দেম্বেলে দলে জায়গা পাননি শৃঙ্খলা ভঙ্গের কারণে। এমন দিনে কোচ লুইস এনরিকে শুরুর একাদশে রাখেননি কোলো মুয়ানি, ফ্যাবিয়ান রুইজকেও। এমন পরিকল্পনা কাল হয়ে দাঁড়িয়েছে পিএসজির জন্য। আর্সেনালের কাছে তাদের হারতে হয়েছে ২-০ গোলে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় আর্সেনাল। এই দুই গোলেই পরে নিশ্চিত হয়ে যায়। গোলের দেখা আর না পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ তারা রাখতে পেরেছিল তাদের কাছে।
২০ মিনিটে গানাররা লিড নেয় জার্মান স্ট্রাইকার কাই হাভার্টেজের গোলে। সেই গোলে তাকে সহায়তা দেন লিয়ান্দ্রো ট্রোজার্ড। ১৫ মিনিট পর ম্যাচের ৩৫ মিনিটে বুকোয়াকা সাকার দুর্দান্ত গোলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় ইংলিশ ক্লাব আর্সেনাল।
দুই গোল হজম করে পিছিয়ে পড়ার পর সেই চাপকে সামাল দিতে দ্বিতীয়ার্ধে কোলো মুয়ানি ও রুইজকে নামিয়েও আক্রমণে শান দেওয়া যায়নি। ম্যাচের ৬৫ ভাগ বল দখলে থাকার পরেও লক্ষ্যে তারা শট রাখতে সমর্থ হয় মাত্র দুটি।
ম্যাচের ৬৫ ভাগ বল পায়ে রেখেও তাই পিএসজি গোলে মাত্র ২টি শট রাখতে পারে। অন্যদিকে, মাত্র ৩৫ শতাংশ বল দখলে রেখে আর্সেনাল লক্ষ্যে শট রাখে মাত্র ৫টি। বল দখলে কম রেখেও ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে সেরা আটে জায়গা করে নিয়েছে। পিএসজি নেমে গেছে ১৮তে।