দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা কৃষ্ণা রানী সরকারকে নিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। দলে রয়েছে নতুন খেলোয়াড়ের ছড়াছড়ি।
সাফ উপলক্ষ্যে আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সাফে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আক্ষেপ ঝরেছে অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে। কোচ পিটার বাটলারের কণ্ঠেও ছিল আক্ষেপ।
প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা নিয়ে অধিনায়ক সাবিনা বলেন, ‘সাফের জন্য আসলে কিছু ম্যাচ পাওয়া দরকার ছিল। অবশ্যই খারাপ লাগছে যে কিছু ম্যাচ খেলতে পারিনি। এখানে আক্ষেপের জায়গা আছে। কিন্তু এখন তো আর এটা ভাবার সময় নেই। সামনে তাকাতে হবে।’
লক্ষ্যের কথা জানতে চাইলে সাবিনা বলেন, ‘সত্যিকার অর্থে সাফ এবার খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জের হবে। অনেকে নতুন। তাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করবো। ম্যাচ বাই ম্যাচ আমরা এগোতে চাইবো।’
তবে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে জোর দিয়ে কিছু বলতে পারেননি সাবিনা। সরাসরি প্রশ্ন করলে বলছেন, ‘এটা বলতে পারবো না। সাফ এবার অনেক কঠিন হবে। চ্যালেঞ্জিং হবে।’
কোচ পিটার বাটলার বলেন, ‘গ্রুপটা খুবই শক্ত। পূর্ণ পয়েন্ট পাওয়া খুব সহজ হবে না। বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে, সঙ্গে সাবিনার মতো অভিজ্ঞ খেলোয়াড়। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। যদিও প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। তবে ভালো করতে আশাবাদী।’
দলে অনেক সিনিয়র খেলোয়াড়দের নেই। এরপরও লক্ষ্য পূরণে বেশ আশাবাদী বাটলার।
নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘মেয়েরা যেভাবে ট্রেনিং করে সেভাবেই ট্রেনিং করে। এক্সট্রা কিছু আমরা করিনি। অর্থাৎ কোনো প্রস্তুতি ম্যাচ আমরা আয়োজন করতে পারিনি। আমি মনে করি পিটার বাটলার খুব ভালো কোচ। সেভাবে মেয়েদের খুব ভালোভাবে তৈরি করেছে। আমাদের মেয়েরা গ্রুপ পর্বে ভালো করবে এবং সেমিফাইনাল কোয়ালিফাই করে ফাইনালে খেলবে। আমার বিশ্বাস মেয়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলবে, ফাইনালে খেলবে।’
এবারের সবমিলিয়ে ৯ জন খেলোয়ড় প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় একজন- মিলি আক্তার।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ স্কোয়াড:
রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রান্তি, শিউলি আযীম, শামছুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমীন নিলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, সুমাইয়া মাতসুসিমা, সানজিদা আক্তার, মুনকি আক্তার, রিতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামছুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোছা. ইয়ারজান, মিলি আক্তার, মোছা. সাগরিকা।