ঢাকা ২৫ কার্তিক ১৪৩১, রোববার, ১০ নভেম্বর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পিএম
উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

দেশের হতে যাওয়া বিশ্বকাপ রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। সে ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

টস জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা আগে ব্যাটিং করতে চাই। কন্ডিশন দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। ব্যাটে দারুণভাবে বল আসার কথা। আমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছি। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া খুবই দারুণ ছিল আমাদের জন্য। বাংলাদেশে ক্রিকেট ছড়িয়ে পড়েছে। আমরা এখানে সেটাই দেখাতে চাই।’

টস হেরে স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রেক বলেন, ‘আমরা আগে ব্যাটিং করতে চেয়েছিলাম তবে তাড়া করার ব্যাপারেও খুশি। কন্ডিশন ভালোই মনে হচ্ছে, গরমটাই সম্ভবত মূল বিষয়। এখন পর্যন্ত খুবই অসাধারণ সবকিছু, সংবাদমাধ্যমের সঙ্গে ব্যস্ত সময় কেটেছে। সবাই বেশ উদ্দীপ্ত এবং প্রস্তুত মাঠের খেলার জন্য।’

বাংলাদেশ একাদশ

সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ

সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।

সাক্ষাৎকারে মাছুরা পারভীন আমাদের এই দলটা অনেক দূর যাবে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
আমাদের এই দলটা অনেক দূর যাবে
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা ডিফেন্ডার মাছুরা পারভীন। এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই তিনি ছিলেন আলোচনায়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশেই জায়গা হয়নি তার। পরে সুযোগ পেয়ে উজাড় করে দেন নিজেকে। দেশকে উপহার দেন শিরোপা। খবরের কাগজের মুখোমুখি হয়ে বলেছেন নিজের এই লড়াইয়ের আদ্যোপান্ত। সাক্ষাৎকার নিয়েছেন তোফায়েল আহমেদ

খবরের কাগজ: দেশকে পরপর দুটি সাফ শিরোপা এনে দিলেন। শুরু করি এই সাফল্যের অনুভূতি দিয়েই, কেমন লাগছে?

মাছুরা: ভালো তো লাগছেই। যেহেতু আমরা পরপর দুবার ট্রফি আনতে পেরেছি। এটা তো ভালো লাগারই ব্যাপার। কারণ এটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। খুব ভালো লাগছে।

খবরের কাগজ: দুই বছর আগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার শিরোপা ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং ছিল? 

মাছুরা: পুরোটাই চ্যালেঞ্জিং ছিল। কারণ এবার প্রত্যেকটা দল ভালো প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রস্তুতি ম্যাচ খেলে এসেছিল। ভারত, নেপাল প্রচুর প্রীতি ম্যাচ খেলে এসেছিল। এশিয়ার বাইরেও ক্যাম্পিং করেছে কয়েকটি দল। শুধু আমরাই মনে হয় সাফের আগে কোনো প্রীতি ম্যাচ খেলিনি। সাফের তিন মাস আগে ভুটানের বিপক্ষে খেলেছিলাম, কিন্তু ওদের সঙ্গে খেলে আমাদের কোনো উপকারই হয়নি। এসব কারণে অন্যান্য দল থেকে আমরা একটু পিছিয়ে ছিলাম। এর ওপর যেকোনো কারণে হোক, কোচ পিটার বাটলারের সঙ্গেও আমাদের দ্বন্দ্ব ছিল। খেলার মাঠে তো যুদ্ধ হয়েছেই, (দলের) ভেতরেও যুদ্ধ হয়েছে। সব মিলিয়ে এবারের সাফটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। এতকিছু যে আমরা অতিক্রম করতে পেরেছি, এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

খবরের কাগজ: কোচের সঙ্গে দ্বন্দ্বের কথা বললেন। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ওনার দ্বন্দ্বের বিষয় টুর্নামেন্ট চলাকালেও প্রকাশ্যে এসেছে। এই বিষয়টা তাহলে পুরোপুরি সত্য?

মাছুরা: অবশ্যই সত্য।

খবরের কাগজ: কোচ তো টুর্নামেন্ট শেষে এসব দ্বন্দ্বের বিষয় পুরোপুরি উড়িয়ে দিয়েছেন…

মাছুরা: ওনাকে তাহলে আপনারা কেন এই প্রশ্ন করছেন না, মাছুরাকে আপনি কেন পাকিস্তান ম্যাচে নামাননি? হ্যাঁ, কাকে খেলাবেন আর কাকে খেলাবেন না, একজন কোচ হিসেবে এই সিদ্ধান্ত তিনি নিতেই পারেন। কিন্তু তিনি পাকিস্তান ম্যাচের পর সাক্ষাৎকারে কী বলেছেন? বলেছেন, মাছুরার পারফরম্যান্স নেই, মারিয়ার পারফরম্যান্স নেই। তাই খেলাননি। তাহলে তিন দিনের মাথায় কীভাবে আমার ও মারিয়ার পারফরম্যান্স ভালো হলো এবং আমাদের দুজনকে ভারত, ভুটান ও ফাইনালে নেপালের সঙ্গে খেলালেন। এটা কি প্রশ্ন হতে পারে না? তিনি খেলাননি ঠিক আছে। আমি কিছুই বলতাম না। কিন্তু তিনি সাংবাদিকদের বলেছেন, আমার পারফরম্যান্স নেই। পারফরম্যান্স যেহেতু নেই, তাহলে তিনি কেন আমাকে টিমে রেখেছিলেন? আর আমাকে কেনইবা পরের ম্যাচগুলোতে খেলানো হলো?

খবরের কাগজ: এই বিষয়গুলো আপনাকে অনেক কষ্ট দিয়েছে?

মাছুরা: কষ্ট দেয়নি? আমার জীবনে এ রকম একটা দিন আসবে, এ রকম কিছু শুনতে হবে, এটা আমি কখনোই ভাবিনি।

খবরের কাগজ: পরে তো এই হতাশা থেকে বেরিয়ে এসে দারুণ খেললেন। এই যে ফিরে আসা, এটা কীভাবে সম্ভব হলো?

মাছুরা: সাবিনা আপু ও সিনিয়র খেলোয়াড়রা মিলে বিষয়টা সামাল দিয়েছেন। আপনারা তো দেখেছেন, মনিকা পাকিস্তান ম্যাচের পর কী বলেছিল। বলেছিল, কোচ সিনিয়রদের পছন্দই করে না। নিশ্চিয়ই এর মধ্যে কোনো কিছু আছে। এখন কোচ যতই মিথ্যা কথা বলুক না কেন, এতে কিছু যায়-আসে না। কারণ আমরা জানি, কিছু মানুষ ওখানে ছিল, তারা জানে, আসলে আমাদের সঙ্গে কী হয়েছে। এখন উনি যদি সম্পূর্ণ নির্দোষ হতে চান তাহলে আর কী বলব…। এই যে আমরা সাফ জিতেছি, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটা মিটিং পর্যন্ত করেননি উনি। সাবিনা আপুরা চেয়েছিলেন, আমাকে ও মারিয়াকে ভারত ম্যাচে খেলাতে। উনি রাগ করে রাতের মিটিং বাতিল করে দেন। এত বড় একটা ম্যাচের একাদশ তিনি ঘোষণা করেছেন মাঠে গিয়ে। আমি খেলব কি খেলব না, এটা আমি জানি না। তাহলে আমি আমার প্রস্তুতিটা কীভাবে নেব? মাইন্ড সেটেরও তো একটা ব্যাপার থাকে। সেটাও আমি নিতে পারিনি। সবকিছু মিলিয়ে আমাদের ওপর এবার প্রচুর চাপ ছিল। তবে আল্লাহপাকের ইচ্ছা এবং আমাদের মনোবল ছিল, বিধায় আমরা এই ট্রফিটা আনতে পেরেছি।

খবরের কাগজ: ওভারঅল এবারের আসরে নিজের পারফরম্যান্স নিয়ে আপনি কতটা খুশি?

মাছুরা: আমার পারফরম্যান্স কেমন, সেটা আমার ছোটন স্যার (নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন) বলেছেন। তিনি বলেছেন, আমি এতেই খুশি। আমার আর কোনো কোচের ভালো বলার দরকার নেই। 

খবরের কাগজ: ছোটন প্রসঙ্গে যেহেতু এলই, একটা প্রশ্ন না করে পারছি না। ভুটান ম্যাচের আগে আপনাদের কোচ বাটলার অভিযোগ করেছিলেন, সাবেক কোচ মেয়েদের প্ররোচিত করছে। নাম না বললেও তার ইঙ্গিত ছিল ছোটনের দিকে। তার এই অভিযোগ নিয়ে কী বলবেন আপনি?

মাছুরা: উনি তো বললেনই। কারণ যেভাবে উনি আমাদের মানসিকভাবে ভেঙে ফেলেছিলেন, সেখান থেকে যে আমরা এত শক্তিশালী হয়ে মাঠে ফিরেছি, এতে তো তার অবাক হওয়ারই কথা। এখন তিনি তো নিজের হারটা মেনে নেবেন না। এটাই স্বাভাবিক না? কোচ আমাদের ভেঙেচুরে তছনছ করে দিতে চেয়েছিলেন। সেখান থেকে আমরা শক্তিশালী কীভাবে হলাম? এ কারণে হয়তোবা তার মধ্যে একটু জেলাসি হয়েছে। আর শুধু আমরা কেন, বিশ্বের বড় বড় খেলোয়াড় কখনো তাদের অতীত ভোলে না। অতীত ভোলা কখনোই উচিত না। আমার ক্যারিয়ারের পেছনে ছোটন স্যারের অনেক অবদান। আমি তো তাকে ভুলতে পারি না। আমার সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্যই আমি তাকে স্মরণ করব, তার সঙ্গে কথা বলব, এটাই তো স্বাভাবিক।

খবরের কাগজ: এখন বাটলারের সঙ্গে আপনাদের সম্পর্কটা কেমন?

মাছুরা: সাফ জিতে ফেরার পর এখনো তার সঙ্গে আমাদের সেভাবে কথা হয়নি।

খবরের কাগজ: আপনি তো অনেক দিন ধরেই খেলছেন। ২০১৪ সাল থেকে মোট পাঁচটি সাফ খেললেন। বাংলাদেশের নারী ফুটবল নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই…

মাছুরা: আমাদের দলটাকে যদি সেভাবে গোছানো হয়, তাহলে আমি মনে করি এই সাফের ট্রফি আমরা পরের বারও রেখে দিতে পারব ইনশাআল্লাহ। ভারত যেমন টানা পাঁচবার শিরোপা জিতেছিল। আমাদেরও এ রকম লক্ষ্য হতে পারে। এই দলটাকে নিয়ে অনেক কাজ করতে হবে। বিশেষ করে বেশি বেশি প্রীতি ম্যাচের কথা বলব। আপনি যত বেশি প্রীতি ম্যাচ খেলবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। আমাদের অনেক বেশি প্রীতি ম্যাচ খেলতে হবে এবং বড় বড় দলের সঙ্গে খেলতে হবে। হ্যাঁ, বড় দলের সঙ্গে হয়তো আমরা পারব না। কিন্তু আমরা তো বুঝতে পারব আমাদের দুর্বল জায়গাটা কোথায়। যদি আমরা একসঙ্গে থাকি, দীর্ঘমেয়াদি ক্যাম্পটা চলমান থাকে, তাহলে আমাদের এই টিমটা অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস।

খবরের কাগজ: আপনার বয়স তো সবে ২৩। এর মধ্যেই আপনি বাতিলের খাতায় পড়ে গিয়েছিলেন…

মাছুরা: আপনারা কি ভারতের বালা দেবিকে চেনেন? ওনার বয়স কত? ৩৪ বছর বয়সেও তো তিনি খেলছেন এবং দুর্দান্ত খেলছেন। পাকিস্তানের অধিনায়ক মারিয়া খানের বয়সও প্রায় একই (৩৩)। ওর সঙ্গে এবার আমাদের অনেক গল্পও হয়েছে। আপনি জানেন না, পাকিস্তান ম্যাচে আমি ও মারিয়া নামিনি বলে ও কত খুশি হয়েছিল। ম্যাচের পর তো ওর সঙ্গে আমাদের অনেক আলাপ হয়েছে। ও তখন বলেছে। ও নাকি শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছে। আমরা কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকায় ও অনেক খুশি হয়েছিল।

খবরের কাগজ: যেটা বলছিলাম… মাছুরাকে তো বাতিলের খাতায় ফেলা হয়েছিল। মাছুরা নিজে তার ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?

মাছুরা: পাকিস্তান ম্যাচে আমাকে নামানো হয়নি বলে আমি কিন্তু অনেক ভেঙে পড়েছিলাম। আমি তখন ছোটন স্যারের সঙ্গে কথা বলি। স্যার শুধু বলেছেন, ‘তুমি তো প্রায় ১০ বছর বাংলাদেশ দলের হয়ে খেলছ। আমরা জানি, তুমি কেমন। তুমি সেরা, তুমি এটাই ভাববে। তোমাকে যদি সে (পিটার বাটলার) নামায়, তুমি তোমার সেরাটা দিয়ে খেলবে।’ যেখানে স্যার আমাকে সেরা বলেন, সেখানে তো আমার মন খারাপ করার প্রশ্নই ওঠে না। আমাকে যখন মাঠে নামিয়েছেন, আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ, আমি যে এত কষ্ট পেয়েছি, এটার যেন জবাব দিতে পারি। আমি যদি ভারত ম্যাচে খেলতে না পারতাম, অবশ্যই তিনি (বাটলার) আমাকে অনেক কথা শোনাতেন। সব মিলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আমার পারফরম্যান্স মেলে ধরতে পেরেছি। শুধু একটা ম্যাচ না, পরের সবগুলোও খেলেছি। আমি আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি।

খবরের কাগজ: কতদিন খেলে যেতে চান?

মাছুরা: বয়স তো মাত্র ২৩। এখনো তো অনেক সময় পড়ে আছে। বালা দেবির কথা তো বললাম। এখনো মাঠে আছেন তিনি। তার বয়স কত? পাকিস্তানের অধিনায়কের বয়স কত? আমি তো বলতে গেলে ওনাদের হাঁটুর বয়সী এখনো। এখন দেখা যাক, কতদিন আল্লাহ আমাকে ফুটবলের সঙ্গে রাখেন।

খবরের কাগজ: আপনি তো কাবাডি জাতীয় দলেও খেলেছেন। ২০১৬ এসএ গেমসে রুপাজয়ী দলের অংশ ছিলেন। আর কাবাডিতে ফেরার ইচ্ছা নেই?

মাছুরা: যদি কখনো ফুটবল ছেড়ে দিই, তাহলে হয়তো ফিরব (হাসি)…। আসলে এখন ফুটবলই আমার ধ্যান-জ্ঞান।

নাসিম-শাহিনদের তোপে অস্ট্রেলিয়া অলআউট ১৪০ রানে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
নাসিম-শাহিনদের তোপে অস্ট্রেলিয়া অলআউট ১৪০ রানে
ছবি : সংগৃহীত

পেস বোলিংয়ের উপযুক্ত উইকেটে পাকিস্তানের বোলাররা কতটা ভয়ঙ্কর তা আরেকবার প্রমানিত হল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মাত্র ১৪০ রানে অলআউট করেছে পাকিস্তান নাসিম-শাহিনদের দাপটে। ফলে পাকিস্তানের সামনে সিরিজ জিততে লক্ষ্য এখন মাত্র ১৪১ রান।

রবিবার (১০ নভেম্বর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে পাকিস্তানের পেসাররা ১০০ রানের আগেই তুলে নেয় অস্ট্রেলিয়ার ৫ উইকেট। 

অজিদের ধসের শুরুটা করেছিলেন নাসিম শাহ ম্যাকগার্ককে ফিরিয়ে দলীয় ২০ রানে। তরুণ এই ব্যাটার করেন ৭ রান। অ্যারন হার্ডি ও জশ ইংলিসের উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ৩৬ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

দলীয় ৭২ রানে আঘাত হানেন হারিস রউফ। ওপেনার ম্যাথু শর্ট ২২ রান করে আউট হন। দলীয় ৭৯ রানে কুপার কনলি মোহাম্মদ হাসনাইনের বলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর তিনি আর মাঠে নামেননি। অপরাজিত ছিলেন ৭ রানে। 

আরেকবার হারিস মন খারাপের কারণ হয়ে দাঁড়ান অজিদের। রানের খাতা খোলার আগেই ম্যাক্সয়েলকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। ততক্ষণে ৭৯ রানে ৫ উইকেট নেই স্বাগতিকদের।     

মার্কাস স্টয়নিসও পারেননি দলের হাল ধরতে। হাসনাইনের বলে সাজঘরে ফিরেছেন দলীয় ৮৮ ও ব্যক্তিগত ৮ রানে। ৩০ রানের জুটি গড়েন অ্যাডাম জাম্পা ও শেন অ্যাবট। সেই জুটি ভাঙেন নাসিম শাহ জাম্পাকে ফিরিয়ে ব্যক্তিগত ১৩ রানে। ৭ উইকেট হারিয়ে তখন অলআউটের অপেক্ষায় অজিরা।

এরপর শেন অ্যাবট ২২ রানের জুটি গড়েন আউট হওয়ার আগে স্পেনসার জনসনের সঙ্গে ২২ রানের। সেই জুটি ভাঙেন অ্যাবোটকে ফিরিয়ে শাহিন শাহ আফ্রিদি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করা অ্যাবোটের বিদায়ে ১৪০ রানে ৮ উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংসও থামে ১৪০ রানে শাহিন শাহ আফ্রিদি ল্যান্স মরিসকে বোল্ড করলে। রিটায়ার্ড হার্ট হওয়া কুপার কুনলি ফিরে না আসায় এখানেই থামে অজিদের ইনিংস।  স্পেনসার জনসন অপরাজিত ছিলেন ১২ রান করে।

১৪০ রানও হওয়ার কথা ছিল না স্বাগতিকদের। পাকিস্তানের বোলাররা ১৬টি ওয়াইড মিলিয়ে অতিরিক্ত রান দিয়েছেন মোট ২২। নাসিম ও শাহিন ৩টি করে উইকেট পান। দুটি উইকেট পান হারিস রউফ আর ১টি শিকার করেন মোহাম্মদ হাসনাইন।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ
ছবি : সংগৃহীত

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ডিসেম্বরে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন বিসিবির কাছে আবেদন করেছেন মোস্তাফিজুর রহমান। তার ছুটি প্রাথমিকভাবে মঞ্জুরও হয়েছে বলে জানা গেছে। 

মূলত সন্তাসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন জাতীয় দলের এই পেস বোলার। এই মুহূর্তে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। 

আগামীকাল সেই সিরিজ শেষ হতে যাচ্ছে। সিরিজ শেষে ১৩ নভেম্বর দেশে ফিরবেন মোস্তাফিজ। 

একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মোস্তাফিজের ছুটির আবেদন মঞ্জুর হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৩০ নভেম্বর শুরু। ওয়ানডে সিরিজ শুরু ৮ ডিসেম্বর, টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে।

মেসির গোলে সমতায় ফিরেও হারলো মায়ামির

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম
মেসির গোলে সমতায় ফিরেও হারলো মায়ামির
ছবি |: সংগৃহীত

মেজর লিগ সকারে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ। সেই ম্যাচে লিওনেল মেসি গোল করে দলকে সমতায় ফেরালেও এনে দিনে পারেননি কাঙ্ক্ষিত জয়। ৩-২ ব্যবধানে হেরে প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মেসির ইন্টার মায়ামিকে।

রবিবার (১০ নভেম্বর) প্রতিপক্ষ আটলান্টার মাঠ চেজ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয়েছে মায়ামি। 

ম্যাচের ১৭ মিনিটে মায়ামি এগিয়ে যায় মাতিয়াস রোহাসের গোলে। কিন্তু ১৯ ও ২১ মিনিটে পরপর দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। আটলান্টার হয়ে গোল দুটো করেন সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে।

প্রথমার্ধের খেলা ২-১ ব্যবধানেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রত্যয়ে তিনটি পরিবর্তন আনেন মায়ামির কোচ জেরার্ড মার্তিনো। সেই পরিবর্তনে ৬৫ মিনিটে থেকে মার্সেলো ভাইগান্টের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। তার গোলে সমতা ফেরে ম্যাচে।

মেসির গোলের পর সুয়ারেজ, রোহাস ও জর্দি আলবার সঙ্গে কথা কাটাকাটি হয় আটলান্টা গোলকিপার ব্র্যান্ড গুজানের সঙ্গে। ফলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

তবে খেলা চালু হওয়ার পর বিপদ বাড়ে ফ্লোরিডার ক্লাবটির। ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়। ৩-২ ব্যবধানে এগিয়ে ম্যাচে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে আটালান্টা।

চেষ্টা চালিয়েও ম্যাচে আর ফিরতে পারেনি লিওনেল মেসিরা। ৩-২ গোলে হেরে বিদায় নেয় আসর থেকে।

জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:০৯ এএম
জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত
ছবি : সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জিতে সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। সিরিজে সমতা টানার ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

জেতা ম্যাচের সেরা খেলোয়াড় হয়েও নিজের খেলা নিয়ে খুশি নন শান্ত। এমনটা জানিয়েছেন তিনি ম্যাচশেষে।

শারজার উইকেটে থিতু হয়েও আউট হয়েছেন শতক তুলতে না পেরে। থিতু হওয়ার পর ইনিংসটা আরও লম্বা হওয়া উচিত ছিল বলে নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি খুব একটা খুশি নই। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন। আমার আরেকটু লম্বা ইনিংস খেলা উচিত ছিল। তবে আমি যেভাবে শুরু করেছি, সেটা নিয়ে খুশি।’

ব্যাটিং ধসে প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে ৬৮ রানের জয়ে। এই জয়ে দারুণ পারফরম্যান্স করেছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘যেভাবে মিরাজ ও নাসুম বোলিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হয়। তাসকিন ভালো শুরু এনে দিয়েছে গুরবাজকে আউট করে। সে আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। সব মিলিয়ে বোলাররা খুব ভালো করেছে। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রে যা চাচ্ছিলাম, যে এনার্জিটা চাচ্ছিলাম, সেটা আজ পেয়েছি। সেদিক থেকে আমি খুবই খুশি।’

মুশফিকুর রহিমের চোটে জাতীয় দলে অভিষেক হওয়া জাকের আলি শেষদিকে খেলেছেন ২৭ বলে অপরাজিত ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নাসুমের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। শেষের এই দুটো ইনিংস দলের জয়ে দারুণ অবদান রেখেছে বলে মনে করেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওরা যেভাবে শেষ করেছে, সেটার পর আমরা মোমেন্টামটা পেয়ে গিয়েছি। আমরা জাকের এবং লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে, যেমন নাসুম, ওদের কাছে এটাই চাইব। ওরা আজ যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। আশা করছি, ওরা এভাবেই খেলে যাবে।’